বাংলা সাহিত্যের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্ন উত্তর PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চর্যাপদ থেকে গুরত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (বাংলা অনার্স) PDF.
নিচে বাংলা ভাষা ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। বাংলা সাহিত্যের Gk PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
বাংলা সাহিত্যের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF – বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্ন উত্তর PDF
১. মরীচিকা কার লেখা?
উত্তর :-যতীন্দ্রনাথ সেনগুপ্ত।
২. ‘হিন্দুমেলার উপহার’কোথায় পাঠ করা হয়?
উত্তর :- ১৮৭৫ খ্রিস্টাব্দে হিন্দু মেলায়।
৩. রবীন্দ্রনাথের ‘আফ্রিকা’ কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া ?
উত্তর :- পত্রপুট।
৪. কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কী,কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়?
উত্তর :- মুক্তি। ১৯২০ খৃষ্টাব্দে বঙ্গীয় সাহিত্য পত্রিকায়।
৫. ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’কবিতাটি কোন কাব্যের?
উত্তর :- প্রভাত সঙ্গীত।
৬. মর্মবানী কার রচনা?
উত্তর :- বুদ্ধদেব বসু।
৭. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত দুটি কাব্যে বলুন।
উত্তর :- শেষ লেখা ও ছড়া।
৮. স্মরগরল কার লেখা?
উত্তর :- মোহিত লাল মজুমদার
৯. ‘মানসী’ কাব্যের কতগুলো কবিতাকে রবীন্দ্রনাথ তাঁর ‘সঞ্চয়িতা’ য় স্থান দিয়েছেন?
উত্তর :- ২০ টি কবিতা কে।
১০. স্বপন পসারী কাকে উৎসর্গ করেন?
উত্তর :- স্ত্রীকে।
১১. রবীন্দ্রনাথ ঠাকুর এর সর্বশেষ গদ্যরচনা কোনটি ?
উত্তর :- সভ্যতার সংকট প্রবন্ধ (১৯৪১)।
১২. মরুকবি নামে কে পরিচিত ছিলেন?
উত্তর :- যতীন্দ্রনাথ সেনগুপ্ত।
১৩. চামার খায় আম কার ছদ্মনাম নাম?
উত্তর :- মোহিত লাল মজুমদার।
১৪. বিপ্রতীপ গুপ্ত কার ছদ্মনাম?
উত্তর :- যতীন্দ্রনাথ সেনগুপ্ত।
১৫. রবীন্দ্রনাথ ‘মানসী’ কাব্য কাকে উৎসর্গ করেন?
উত্তর :- মৃণালিনী দেবী।
১৬. গদ্য কবিতার সূচনা রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে?
উত্তর :- পুনশ্চ।
১৭. যতীন্দ্রনাথ সেনগুপ্ত কে রবীন্দ্রযুগের প্রথম বিদ্রোহী কবি কে বলেছেন ?
উত্তর :- নারায়ণ গঙ্গোপাধ্যায়।
১৮. গীতাঞ্জলির ইংরেজী অনুবাদের পান্ডুলিপি রবীন্দ্রনাথ প্রথম কাকে দেখান?
উত্তর :- উইলিয়াম রোদেনস্টাইনকে।
১৯. ‘প্রভাত সঙ্গীত’ কাকে উৎসর্গ করেন রবীন্দ্রনাথ?
উত্তর :- ইন্দিরা দেবী কে।
২০. ‘হাসু’ কার রচনা?
উত্তর :- জসীমউদ্দিনের রচনা।
২১. ‘মরুমায়া’ কার লেখা ?
উত্তর :- যতীন্দ্রনাথ সেনগুপ্ত।
২২. রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর :-‘শেষ লেখা’ (১৯৪১)।
২৩. ‘রসকদম্ব’-কার রচনা?
উত্তর :- কালিদাস রায়।
২৪. স্ত্রীর মৃত্যতে রবীন্দ্রনাথ কোন কবিতা লেখেন ?
উত্তর : স্মরণ কাব্য।
২৫. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পূর্বে প্রকাশিত শেষকাব্য কোনটি?
উত্তর :- ‘জন্মদিনে’।
২৬. ‘ঐকতান’ রবীন্দ্রনাথের কোন কবিতা ?
উত্তর :-‘জন্মদিনে’।
২৭. গতিরাগের কাব্য বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যটিকে?
উত্তর :- ‘বলাকা’।
২৮. ‘সোনার তরী’-কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর :- সাধনা পত্রিকায় ১৩০০ বঙ্গাব্দে আষাঢ় সংখ্যায়।।
২৯. মোহিতলাল কোন কবিতার মধ্য দিয়ে শঙ্করাচার্যের দর্শনকে ধিক্কার জানান?
উত্তর :- মোহমুদগার।
৩০. রবীন্দ্রনাথ কাকে চিত্ররূপময়তার কবি বলেছেন ?
উত্তর :- জীবনানন্দ দাশের।
৩১. মুক্তক ছন্দে রচিত কাব্য কোনটি?
উত্তর :-‘বলাকা’।
৩২. ‘গীতাঞ্জলী’ র গদ্য ইংরেজি অনুবাদের নাম কি?
উত্তর :- Song offerings.
৩৩. সত্যেন্দ্রনাথ দত্তের ‘চম্পা’ কবিতার ইংরেজি অনুবাদ করেন কে?
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর।
৩৪. গীতঞ্জলির ভুমিকা কে লেখেন ?
উত্তর :- ইয়েটস।
৩৫. সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ মুলক কাব্যের নাম বল।
উত্তর :- নিষ্ঠুরা সুন্দরী,তীর্থরেণু,তীর্থসলীল,মণিমঞ্জুষা প্রভৃতি।
৩৬. মোহিতলালের ছদ্মনাম কি?
উত্তর :- সত্যসুন্দর দাস।
৩৭. যতীন্দ্রনাথ সেনগুপ্ত পেশায় কি ছিলেন?
উত্তর :- ইঞ্জিনিয়ার।
৩৮. যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যগ্রন্থের সংখ্যা কটি?
উত্তর :- ৬ টা কাব্য।
৩৯. মহা ভারতী কাব্য টি কার লেখা?
উত্তর :- যতীন্দ্রমোহন বাগচী।
৪০. জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর :- নকশী কাঁথার মাঠ।
৪১. Song offerings রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেন?
উত্তর :- উইলিয়াম রোদেনস্টাইনকে।
৪২. যতীন্দ্রনাথের স্বনির্বাচিত কাব্য সংকলন কোনটি?
উত্তর :-‘অনুপূর্বা’।
৪৩. যতীন্দ্রনাথ সেনগুপ্তের ছদ্মনাম কি?
উত্তর :- বিপ্রতীপ গুপ্ত।
৪৪. ‘Song offerings’ -এ কটি কবিতা আছে?
উত্তর :- ১৫৩ টি।
৪৫. লেখা কার রচনা?
উত্তর :- যতীন্দ্রনাথ সেনগুপ্ত।
৪৬. ‘সোজন বাদিয়ার ঘাট’ কার লেখা?
উত্তর :- জসীমউদ্দিনের লেখা।
৪৭. মোহিত লাল মজুমদারের প্রথম কাব্যের নাম কী ?
উত্তর :- ‘দেবেন্দ্র মঙ্গল’।
৪৮. নজরুল ইসলামের কোন কোন গ্রন্থ ইংরেজ সরকার কর্তৃক নিষিদ্ধ হয়েছিল?
উত্তর :- যুগবাণী,প্রলয়শিখা,বিষের বাঁশী।
৪৯. কচি ডাবের কবি কে?
উত্তর :- যতীন্দ্রনাথ সেনগুপ্ত। নারায়ণ গঙ্গোপাধ্যায় এই শিরোনামে একটা প্রবন্ধ লেখেন।
৫০. বলাকা কাব্য টি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করে?
উত্তর :- উইলি পিয়ারসনকে।
৫২. আবোল তাবোল কার রচনা?
উত্তর :- সুকুমার রায়।
৫৩. রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গুরুদেব’ সম্মানে কে ভূষিত করেন?
উত্তর :- গান্ধীজী।
৫৪. ক্ষুদ কুঁড়া কাব্য টি কার?
উত্তর :- কালিদাস রায়।
৫৫. ‘হেমন্ত গোধূলি’ কার লেখা ?
উত্তর :- মোহিত লাল মজুমদার।
৫৬. ‘উৎসর্গ’ কাব্যের কবি কে?
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর কে।
৫৭. জসীমউদ্দিনের কোন কাব্য রুশভাষায় অনূদিত হয়?
উত্তর :- ‘মাটির কান্না’।
৫৮. ‘মরীচিকা’ কাব্য টি কবি কাকে উৎসর্গ করেন?
উত্তর :- যতীন্দ্র মোহন বাগচী।
৫৯. কিশলয় কার রচনা?
উত্তর :- কালিদাস রায়।
৬০. ‘বিদায় আরতি’-কার রচনা?
উত্তর :- সত্যেন্দ্রনাথ দত্ত।
৬১. বুদ্ধদেব বসুর শেষ কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর :- মরচে পড়া পেরেকের গান।
৬২. দেবেন্দ্র মঙ্গল কার রচনা?
উত্তর :- মোহিত লাল মজুমদার।
৬৩. ‘কনিকা’-কাকে উৎসর্গ করেন?
উত্তর :- প্রমথনাথ রায়চৌধুরী।
৬৭. জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর : ‘ঝরা পালক’।
৬৭. ‘চক্র বাক’-কার লেখা কাব্য ?
উত্তর :- কাজী নজরুল ইসলাম।
৬৮. নীহারিকা কার কাব্য?
উত্তর :- যতীন্দ্র মোহন বাগচী।
৬৯. ‘নদী’ কাকে উৎসর্গ করেন?
উত্তর :- বরেন্দ্র নাথ ঠাকুরকে ।
৭০. ঝরা ফুল কাব্য টি কার?
উত্তর :- করুনানিধান ব্যন্দ্যপাধায়।
৭১. শতদল কার রচনা?
উত্তর :- করুনানিধান ব্যন্দ্যপাধায়।
৭২. বাণী,কল্যানী কার রচনা?
উত্তর :- রজনী কান্ত সেন।
৭৩. রবীন্দ্রনাথ কাকে বিজয়া নাম দেন ?
উত্তর :- ভিক্টোরিয়া ওকাম্পো।
৭৪. রূপবতী কাব্য টি কার?
উত্তর :- জসীমউদ্দিনের।
৭৫. তারাশংকরের প্রথম প্রকাশিত গ্রন্থ কবিতার বই কোনটি?
উত্তর :- ত্রিপত্র।
৭৬. সোনার তরীতে কয়টি কবিতা আছে ?
উত্তর :- ১৪৫ টি।
৭৭. নজরুলের বিষের বাঁশি কাব্যের পূর্ব নাম কী ছিল?
উত্তর :- অগ্নিবীণা দ্বিতীয় খণ্ড।
৭৮. স্মরলগরল কাব্যটি কে,কাকে উৎসর্গ করেন?
উত্তর :- মোহিত লাল মজুমদার,সুশীল কুমার দেকে ।
৭৯. ‘সেঁজুতি’ কাকে উৎসর্গ করেন?
উত্তর :- নীলরতন সরকার কে।
৮০. ‘প্রেম বলে কিছু নাই…… চেতনা আমার জড়ে মিশাইলে সব সমাধান পাই’-কোন কবির কোন কাব্যের পংক্তি এটি?
উত্তর :- পংক্তিটি যতীন্দ্রনাথ সেনগুপ্তের ‘মরীচিকা’ কাব্যের।
৮১. কালিদাস রায় কোন কাব্যের জন্য রবীন্দ্র পুরস্কার পান?
উত্তর :- পুর্নাহুতি ।
৮২. ‘হসন্তিকা’ কাব্য টি কার?
উত্তর :- সত্যেন্দ্রনাথ দত্ত।
৮৩. নজরুলের বিখ্যাত ‘মুক্তি’ কবিতার পূর্ব নাম কী ছিল?
উত্তর :- ক্ষমা।
৮৪. নজরুল অগ্নিবীণা কাব্য টি কাকে উৎসর্গ করেন?
উত্তর :- বারীন্দ্রকুমার ঘোষ কে।
৮৫. ‘চয়নিকা’-কার কী জাতীয় গ্রন্থ?
উত্তর :- রবীন্দ্রনাথ। কবিতা সংকলন।
৮৬. কুসুমের মাস কার লেখা?
উত্তর :- অজিত দত্ত।
৮৭. রবীন্দ্রনথের প্রথম লেখা কাব্য কি ?
উত্তর :- ‘বনফুল’।
৮৮. ধান দূর্ব্বা কাব্য টি কার?
উত্তর :- করুণানিধান বন্দ্যোপাধ্যায়।
৮৯. ধানক্ষেত রচনা কার?
উত্তর :- জসীমউদ্দিনের।
৯০. ‘আরোগ্য’ কাকে উৎসর্গ করেন?
উত্তর :- সুরেন্দ্র নাথ ঠাকুর।
৯১. ‘কড়ি ও কোমল’ কাকে উৎসর্গ করেন?
উত্তর :- সত্যেন্দ্রনাথ ঠাকুর।
৯২. অপারিজত কার লেখা?
উত্তর :- যতীন্দ্র মোহন বাগচী।
৯৩. রবীন্দ্রনাথের প্রথম মুদ্রিত কাব্য গ্রন্থ কোনটি?
উত্তর :- ‘কবি কাহিনী’।
৯৪. ‘কবর’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর : কল্লোল পত্রিকা।
৯৫. রবীন্দ্রকাব্যের মূল সুর কি?
উত্তর :- আনন্দবাদ। জগৎ সুন্দর।
৯৬. রবীন্দ্রনাথের স্বনামে প্রকাশিত প্রথম কবিতা কোনটি?
উত্তর :- হিন্দু মেলার উপহার।
৯৭. আষাঢ়ে কার রচনা?
উত্তর :- দ্বিজেন্দ্রলাল রায়।
৯৮. রেণু কার রচনা?
উত্তর :- প্রিয়ংবদা দেবী।
৯৯.রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যটিকে অনুবিশ্ব বলা হয়?
উত্তর :- মানসী।
১০০. অশীতিপর শর্মা কোন কবির ছদ্মনাম ?
উত্তর :- সত্যেন্দ্রনাথ দত্ত।
১০১. কাজি নজরুল ইসলাম সম্পাদিত দুটি পত্রিকার নাম বলুন।
উত্তর :- ধূমকেতু,লাঙল।
১০২. রবীন্দ্রনাথের উর্বশী কবিতাটির প্যারোডি কে কী নামে রচনা করেন ?
উত্তর :- সত্যেন্দ্রনাথ দত্ত। সর্বশী নামে।
১০৩. নজরুল চিত্তরঞ্জন দাশ কে তাঁর কোন কাব্য টি উৎসর্গ করেন?
উত্তর :- ‘চিত্ত নামা’।
১০৪. ‘কাব্যসঞ্চয়ন’ কার কবিতা সংকলন?
উত্তর :- সত্যেন্দ্রনাথ দত্ত।
১০৫. ‘নাগকেশর’- কার রচনা?
উত্তর :- যতীন্দ্রমোহন বাগচী।
১০৬. ‘বনতুলসী’ কার রচনা?
উত্তর :- কুমুদরঞ্জন মল্লিক।
১০৭. হাসির গান কাব্য টি কার?
উত্তর :- দ্বিজেন্দ্রলাল রায়।
১০৮. জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতাটি কোন কাব্যের কবিতা?
উত্তর :- মহাপৃথিবী।
১০৯. রূপসী বাংলা কাব্যটি কে প্রকাশ করে ?
উত্তর :-অশোকানন্দ দাশ।
১১০. ‘আকাশ প্রদীপ’ কাব্য টি কাকে উৎসর্গ করেন?
উত্তর :- সুধীন্দ্রনাথ দত্ত।
১১১. সত্যেন্দ্রনাথের ‘কাব্যসঞ্চয়ন’ এর নামকরণ কে করেন?
উত্তর :-রবীন্দ্রনাথ ঠাকুর।
১১২. ‘বলাকা’ কাকে উৎসর্গ করেন?
উত্তর :- উইলি পিয়ারসন কে।
১১৩. কৃত্তিবাস ওঝা,সত্যসুন্দর দাশ কার ছদ্মনাম?
উত্তর :- মোহিত লাল মজুমদার।
১১৪. সত্যেন্দ্রনাথ দত্তের প্রথম প্রকাশিত কবিতা কোনটি ?
উত্তর :-দেখিবে কি। সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়।
১১৫. পদচারণা কার রচনা?
উত্তর :- প্রমথ চৌধুরী।
১১৬. সত্যেনের মত বিচিত্র ছন্দের স্রষ্টা বাংলায় খুব কম আছে। – মন্তব্যটি কার?
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর।
১১৭. অম্বা কে রচনা করেন?
উত্তর :- কামিনী রায়।
১১৮. রবীন্দ্রনাথের ‘শেষ লেখা’ কাব্যটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর :- ১৯৪১ ।
১১৯. নজরুলের প্রথম প্রকাশিত কবিতা কী?
উত্তর :- মুক্তি।
১২০. রবীন্দ্রনাথ কথা কাব্য টি কাকে উৎসর্গ করেন?
উত্তর :- জগদীশ চন্দ্র বসুকে।
১২১. সত্যেন্দ্রনাথ দত্ত মেঘনাদ বধ কাব্যের প্যারোডি করেন কী নামে?
উত্তর :- অম্বল সম্বরা কাব্য।
১২২. উজানি কাব্যটি কার?
উত্তর :- কুমুদরঞ্জন মল্লিক।
১২৩. বিদ্রোহ কবিতাটি নজরুল ইসলাম কত সালে লেখেন?
উত্তর :- ১৯২২ সালে।
১২৪. ‘পত্রপুট’-রবীন্দ্রনাথ ঠাকুর আর ‘পর্ণপুট’ কার লেখা?
উত্তর :- কালিদাস রায়।
১২৫. কুন্দ কাব্যটি কাকে উৎসর্গ করা হয়েছে?
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুরকে।
১২৬. ‘গীতাঞ্জলী’-রবীন্দ্রনাথ ঠাকুর আর ‘গাথাঞ্জলী’-কার লেখা?
উত্তর :- কালিদাস রায়।
১২৭. ‘অন্ধবধূ’ কবিতাটি কার লেখা?
উত্তর :- যতীন্দ্রমোহন বাগচী।
১২৮. রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম গাথা কাব্যের নাম কী?
উত্তর :- ভগ্ন হৃদয়।
১২৯. কাব্য পরিমিতি কার রচনা?
উত্তর :- যতীন্দ্রনাথ সেনগুপ্ত।
১৩০.সত্যেন্দ্রনাথের রবীন্দ্র বিষয়ক কবিতা কোনগুলি?
উত্তর :- নমস্কার,শ্রদ্ধাহোম অভ্যুদায়িক।
১৩১. বিস্মরণী কাকে উৎসর্গ করেন?
উত্তর :- করুণা নিধান বন্দ্যোপাধ্যায়।
১৩২. কালিদাস রায় কোন কাব্যের জন্য রবীন্দ্র পুরস্কার পান?
উত্তর :- পূর্ণাহুতি।
১৩৩. সিন্ধু হিন্দোল কার রচনা?
উত্তর :- নজরুল ইসলাম।
১৩৪. পত্রপুট কাকে উৎসর্গ করেন?
উত্তর :- শ্রীমান কৃষ্ণ কৃপালিনী ও নন্দিনীকে।
১৩৫. ‘He was a fiery Nationalist, almost a revolutionary’ – কে,কার সম্পর্কে বলেছেন ?
উত্তর :- রামানন্দ চট্টোপাধ্যায় সত্যেন্দ্রনাথ সম্পর্কে।
১৩৬. নজরুল ইসলামকে স্বভাব কবি কে বলেছেন?
উত্তর :- বুদ্ধদেব বসু।
১৩৭. মোহিতলাল পেশায় কী ছিলেন?
উত্তর :- অধ্যাপক।
১৩৮. সত্যেন্দ্রনাথ দত্তের একমাত্র অনূদিত উপন্যাস কোনটি?
উত্তর :- জন্ম-দুঃখী।
১৩৯. বেলা অবেলা কালবেলা কার রচনা?
উত্তর :- জীবনানন্দ দাশ।
১৪০. মোহিতলালের প্রথম কাব্য কি?
উত্তর :- ‘দেবেন্দ্র মঙ্গল’।
১৪১. ‘রক্তরাগ’ কার লেখা?
উত্তর :- গোলাম মোস্তফা।
১৪২. ‘কবি কাহিনী’ -রবীন্দ্রনাথ ঠাকুর আর ‘কাব্যকাহিনী’ কার লেখা?
উত্তর :- গোলাম মোস্তাফা।
১৪৩. রবীন্দ্রনাথের প্রথম কবিতা?
উত্তর :- ‘অভিলাষ’।
১৪৪. পৌরাণিক কাহিনি অবলম্বনে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কিছু রূপক কবিতার নাম বলুন ?
উত্তর :- কয়াধু,ভীমজননী,অরুন্ধতী,গিরিরাণী ।
১৪৫. ‘নৈবেদ্য’ কাকে উৎসর্গ করেন?
উত্তর:- দেবেন্দ্রনাথ ঠাকুর (পিতা)।
১৪৬. “কবর যে খুশী বলে বলুক তোমায় / আমি জানি তুমি মন্দির”- কার কবিতা?
উত্তর :- সত্যেন্দ্রনাথ দত্ত।
১৪৭. ‘তীর্থরেণু’-সত্যেন্দ্রনাথ দত্ত, আর ‘ ব্রজরেণু’ কার লেখা?
উত্তর :- কালিদাস রায়।
১৪৭. প্রান্তিক কার রচনা?
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর।
১৪৮. ‘মেঘ ও ময়ূর’ কার লেখা প্রথম কবিতা?
উত্তর :- কালিদাস রায়।
১৪৯. কঙ্কাবতী কার রচনা?
উত্তর :- বুদ্ধদেব বসু।
১৫০. নজরুল ইসলাম ‘অগ্নিবীণা’ কাব্যটি কাকে উৎসর্গ করেন?
উত্তর :- বারীন্দ্র ঘোষ কে।
১৫১. সত্যেন্দ্রনাথ নাথের মৃত্যুতে রবীন্দ্রনাথ কোন কবিতা লেখেন?
উত্তর :- সত্যেন্দ্রনাথ দত্ত / পূরবী কাব্য।
১৫২. সত্যেন্দ্রনাথ দত্তের জন্মদুঃখী উপন্যাসটি কোন গ্রন্থের অনুবাদ ?
উত্তর :- নরওয়ের ঔপন্যাসিক Jonas Lie রচিত Lives- Laven.
১৫৩. সত্যেন্দ্রনাথ বিদ্যাসাগরকে উদ্দেশ্য করে কোন কাব্য লেখেন ?
উত্তর :- সাগর তর্পণ। “সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয় / তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়”।
১৫৪. সত্যেন্দ্রনাথ জগদীশচন্দ্র বসুর সংবর্ধনা উপলক্ষ্যে কোন কবিতা লেখেন?
উত্তর :- মনীষীমঙ্গল।
১৫৫. সত্যেন্দ্রনাথ মহাত্মা গান্ধীকে উদ্দেশ্য করে কোন কবিতা লেখেন?
উত্তর :- ইজ্জতের জন্য।
১৫৬. চম্পা কবিতার ইংরাজি অনুবাদ কে করেন ?
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর।
১৫৭. কালিদাসের প্রথম কাব্য নাম কী ?
উত্তর :- ‘কুন্দ’।
১৫৮. কবিগুরুর মৃত্যুতে নজরুল ইসলাম কোন কবিতাটি লেখেন?
উত্তর :-‘রবিহারা’ কবিতা।
১৫৯. ‘নক্সীকাথার মাঠ’ এর ইংরাজি অনুবাদের নাম কী?
উত্তর :- The Field of Embroidered Quite.
১৬০. জসীমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর :- ‘রাখালী’ (১৯২৭) ।
১৬১. ‘বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া’-কোন কবিতা? কার লেখা?
উত্তর :- ‘আমার কবিতা’,সত্যেন্দ্রনাথ দত্তের লেখা।
১৬২. যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যগ্রন্থের সংখ্যা কয়টি?
উত্তর :- ৭ টি।
১৬৩. ‘বেলা শেষের গান’ – কার কাব্যগ্রন্থ ?
উত্তর :- সত্যেন্দ্রনাথ দত্ত।
১৬৪. বুদ্ধদেব বসুর মতে রবীন্দ্রনাথ ঠাকুরের পর ‘প্রথম মৌলিক কবি’ কে?
উত্তর :- নজরুল ইসলাম।
১৬৫. সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যুর পর প্রকাশিত দুটি কাব্যের নাম বলুন ?
উত্তর :- ‘বেলা শেষের গান’ (১৯২৩), ‘বিদায় আরতী’ (১৯২৪)।
১৬৬. অভ্র আবীর কার রচনা?
উত্তর :- সত্যেন্দ্রনাথ দত্ত।
১৬৭. যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যের বিবর্তন কোন কাব্য থেকে?
উত্তর :- সায়ম ।
১৬৮. পূরবী কাকে উৎসর্গ করেন?
উত্তর :- ভিক্টোরিয়া ওকাম্পোকে / বিজয়া।
১৬৯. স্মরণ কাব্যটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেন?
উত্তর :- স্ত্রী মৃণালিনী দেবীকে।
১৭০. জাপানি তানকা ছন্দে রচিত সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা কোনটি?
উত্তর :- বৈকালী কবিতা।
১৭১. খেয়া কাকে উৎসর্গ করেন?
উত্তর :- জগদীশ চন্দ্র বসু।
১৭২. সংস্কৃত বিদ্যুন্মালা ছন্দে রচিত সত্যেন্দ্রনাথের কবিতা কোনটি?
উত্তর :- ‘পিয়ানোর গান’।
১৭৩. রবীন্দ্রনাথ প্রথম কাব্য বনফুল কাকে উৎসর্গ করেন?
উত্তর :- কাদম্বরী দেবী কে।
১৭৪. ক্ষনিকা কাব্যটি কাকে উৎসর্গ করেন?
উত্তর :- লোকেন্দ্র পালিত কে।
১৭৫. “সত্যেন্দ্রনাথের মন ছিল চোখ দুইটির একেবারে পিছনেই এবং কানও ছিল অতিশয় প্রখর। এজন্য আমরা তাঁহার কবিতায় দুইটি জিনিস নানা ভঙ্গিতে প্রকাশ পাইতে দেখি -দেখার আনন্দ ও শোনার আনন্দ”- মন্তব্যটি কার ?
উত্তর :- মোহিত লাল মজুমদার।
১৭৬. রবীন্দ্রনাথ রুদ্রচন্ড কাব্য টি কাকে উৎসর্গ করেন?
উত্তর :- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।
১৭৭. জ্যোতিরিন্দ্রনাথ সেনগুপ্তের মৃত্যুর পর প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি ?
উত্তর :- ‘নিশান্তিকা’।
১৭৮. উৎসর্গ কাব্যটি কাকে উৎসর্গ করেন?
উত্তর :- সি এফ্ এন্ড্রুজ কে।
১৭৯. শ্যামলী কাকে উৎসর্গ করেন?
উত্তর :- রানী মহলানবিশ কে।
File Details:
File Name: বাংলা সাহিত্যের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর [www.gksolve.in]
File Format: PDF
Quality: High
File Size: 3 Mb
File Location: Google Drive