প্রাচীন ভারতের উপজাতি বিদ্রোহ MCQ প্রশ্ন ও উত্তর PDF – বিভিন্ন উপজাতি বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয়

Rate this post

প্রাচীন ভারতের উপজাতি বিদ্রোহ MCQ প্রশ্ন ও উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বিভিন্ন উপজাতি বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় PDF, বিভিন্ন উপজাতি বিদ্রোহ আলোচনা কর থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রিটিশ ভারতে কৃষক, উপজাতি ও সিপাহী বিদ্রোহ PDF.

নিচে সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ভারতের স্বাধীনতা সংগ্রামে উপজাতি ও কৃষক বিদ্রোহ তালিকা PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

প্রাচীন ভারতের উপজাতি বিদ্রোহ MCQ প্রশ্ন ও উত্তর PDF – বিভিন্ন উপজাতি বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয়

1. কোলদের ঐতিহ্য বিরোধী ছিল –

a. নীল চাষ

b. চা চাষ

c. আফিম চাষ

d. ঝুম চাষ

উত্তর:- আফিম চাষ

2. দক্ষিণ -পশ্চিম সীমান্ত এজেন্সি কোন্ বিদ্রোহের ফলে গঠিত হয়?

a. সাঁওতাল

b. চুয়াড়

c. মুন্ডা

d. কোল বিদ্রোহ

উত্তর:- কোল বিদ্রোহ

3. কোল বিদ্রোহের সূচনা হয় –

a. ১৮৩০-৩১ খ্রি:

b. ১৮৩১-৩২ খ্রি:

c. ১৮২৯-৩২ খ্রি:

d. ১৮৩২-৩৪ খ্রি:

উত্তর:- ১৮৩১-৩২ খ্রি:

4. ‘দিকু’ কথাটির অর্থ হল –

a. স্বদেশি

b. ব্রিটিশ

c. বহিরাগত

d. কোনোটিই নয়

উত্তর:- বহিরাগত

5. দ্বিতীয় পর্বের চুয়াড় বিদ্রোহ চলেছিল –

a. ১০ বছর

b. ১২ বছর

c. ১৫ বছর

d. ২০ বছর

উত্তর:- ১২ বছর

6. ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শেষ উপজাতি বিদ্রোহ ছিল –

a. কোল

b. মুন্ডা

c. সাঁওতাল

d. নীল বিদ্রোহ

উত্তর:- মুন্ডা বিদ্রোহ

7. চুয়াড়রা মূলত বাস করত –

a. মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়

b. নদিয়া জেলার জঙ্গলমহলে

c. দিনাজপুর জেলায়

d. মালদহ জেলায়

উত্তর:- মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়

8. প্রথম পর্বের চুয়াড় বিদ্রোহ দমন করেন –

a. টমাস মেকলে

 b. ক্যাপটেন টমাস

c. ক্যাপটেন এডওয়ার্ড

d. লেফটেন্যান্ট ফার্গুসন

উত্তর:- লেফটেন্যান্ট ফার্গুসন

9. সাঁওতাল বিদ্রোহের সময় পাকুড় জেলায় সাঁওতালদের নেতৃত্ব দেন –

a. সিধু

b. কানু

c. গোছ মাঝি

d. কালো প্রামানিক

উত্তর:- গোছ মাঝি

10. কৃষ্ণদেব রায় ছিলেন একজন –

a. জমিদার

b. মহাজন

c. রাজা

d. কৃষক

উত্তর:- জমিদার

11. মুন্ডা বিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল –

a. ভাগলপুর

b. পাটনা

c. সম্বলপুর

d. রাঁচি

উত্তর:- রাঁচি

12. রাণি শিরোমণি ছিলেন –

a. মহেন্দ্রগড়ের রানি

b. সুবর্ণগড়ের রানি

c. মেদিনীপুর জেলার রানি

d. নলহাটির রানি

উত্তর:- মেদিনীপুর জেলার রানি

13. ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনকে ভাগ করা হয় –

a. দুটি স্তরে

b. তিনটি স্তরে

c. চারটি স্তরে

d. পাঁচটি স্তরে

উত্তর:- তিনটি স্তরে

14. সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় –

a. ১৮৫৫ খ্রি:

b. ১৮৫৬ খ্রি:

c. ১৮৫৭ খ্রি:

d. ১৮৫৮ খ্রি:

উত্তর:- ১৮৫৫ খ্রি:

15. পাইকদের কাজ করার বিনিময়ে চুয়াড়রা যে জমি ভোগ করত তাকে বলা হত –

a. পাইকান জমি

b. খাস জমি

c. তালুক জমি

d. নিলামি জমি

উত্তর:- পাইকান জমি

16. বিরসা মুন্ডা প্রথম জীবনে ছিলেন –

a. কৃষক

b. শিক্ষক

c. সৈনিক

d. ধর্ম প্রচারক

উত্তর:- ধর্ম প্রচারক

17. সাঁওতাল বিদ্রোহ ছিল একটি –

a. সিপাহী বিদ্রোহ

b. উপজাতি বিদ্রোহ

c. শ্রমিক বিদ্রোহ

d. কৃষক বিদ্রোহ

উত্তর:- উপজাতি বিদ্রোহ

18. মুন্ডা বিদ্রোহের সূচনা হয় –

a. ১৮৯৮ সালে

b. ১৮৯৯ সালে

c. ১৯০০ সালে

d. ১৯০১ সালে

উত্তর:- ১৮৯৯ সালে

19. ব্রিটিশ শাসন প্রবর্তিত হওয়ার আগে কোলরা ছিল –

a. মহাজনদের অধীন

b. স্বশাসিত

c. জমিদারদের অধীন

d. নীলকরদের অধীন

উত্তর:- স্বশাসিত

20. তিতুমিরের অনুগামীদের বলা হত –

a. হেদায়তি

b. ফরাজি

c. ওয়াহাবি

d. কোনোটিই নয়

উত্তর:- হেদায়তি

21. কোল বিদ্রোহ দমনে ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব দেন –

a. লর্ড আউটরাম

b. ক্যাপটেন টমাস

c. ক্যাপটেন ফার্গুসন

d. ক্যাপটেন উইলকিনস

উত্তর:- ক্যাপটেন উইলকিনস

22. ‘এই শয়তানদের হত্যা করলেই এই দেশ হবে আমাদের,জমির মালিক হবো আমরা’ কথাটি বলেছিলেন –

a. কানু

b. সিধু

c. বিরসা মুন্ডা

d. কেউই নয়

উত্তর:- বিরসা মুন্ডা

23. কোন্ ব্রিটিশ সেনাপতি সাঁওতাল বিদ্রোহ দমন করেন?

a. মেজর হল

b. মেজর বারোজ

c. মেজর মাকলাম

d. মেজর ফারগুসন

উত্তর:- মেজর বারোজ

24. ভিল বিদ্রোহের নেতা ছিলেন –

a. ভৈরব

b. শিউরাম

c. চিরাগ আলি

d. ডোমন মাঝি

উত্তর:- শিউরাম

25. ছোটোনাগপুর অঞ্চল সরাসরি কোম্পানির শাসনাধীনে চলে আসে –

a. ১৮১৮ খ্রি:

b. ১৮১৯ খ্রি:

c. ১৮২০ খ্রি:

d. ১৮২৩ খ্রি:

উত্তর:- ১৮২০ খ্রি:

26. কোল বিদ্রোহ হয়েছিল –

a. পূর্ববঙ্গে

b. উত্তরবঙ্গে

c. ছোটোনাগপুর

d. ভাগলপুর

উত্তর:- ছোটোনাগপুর

27. ফরাজি আন্দোলনকে পুরোপুরি রাজনৈতিক রূপ দিয়েছিল –

a. দুদু মিঞা

b. নোয়া মিঞা

c. করম শাহ

d. হাজি শরিয়ৎ উল্লাহ

উত্তর:- হাজি শরিয়ৎ উল্লাহ

28. ‘হল্কা’ কথার অর্থ হল –

a. অঞ্চল

b. জেলা

c. গ্রাম

d. মহকুমা

উত্তর:- অঞ্চল

29. ভারতে নীলচাষ শুরু হয় –

a. ১৭৬৮ খ্রি:

b. ১৭৬৯ খ্রি:

c. ১৭৭৭ খ্রি:

d. ১৭৮০ খ্রি:

উত্তর:- ১৭৭৭ খ্রি:

30. ব্রিটিশ শাসনকালে ভারতবর্ষের প্রথম কৃষকবিদ্রোহ ছিল-

a. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ

b. রংপুর বিদ্রোহ

c. বারাসাত বিদ্রোহ

d. নীল বিদ্রোহ

উত্তর:- সন্ন্যাসী-ফকির বিদ্রোহ

31. গোলাম মাসুম ছিলেন তিতুমিরের –

a. প্রধান গুপ্তচর

b. প্রধান পরামর্শদাতা

c. প্রধান সেনাপতি

d. প্রধানমন্ত্রী

উত্তর:- প্রধান সেনাপতি

32. বাংলায় নীল চাষের প্রবর্তন করে –

a. ফরাসি বণিকরা

b. ইংরেজ বণিকরা

c. পোর্তুগিজ বণিকরা

d. ওলন্দাজ বণিকরা

উত্তর:- ইংরেজ বণিকরা

33. নীল বিদ্রোহের প্রথম শহিদ ছিলেন –

a. কাদের মোল্লা

b. দিগম্বর বিশ্বাস

c. বিশ্বনাথ সর্দার

d. মহেশ বন্দ্যোপাধ্যায়

উত্তর:- বিশ্বনাথ সর্দার

34. প্রাথমিক পর্বে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় –

a. আরবে

b. ইরাকে

c. ইরানে

d. ভারতবর্ষে

উত্তর:- আরবে

35. সন্ন্যাসী বিদ্রোহের সূচনা হয়েছিল –

a. খুলনাতে

b. চট্টগ্রামে

c. ঢাকায়

d. বারাসাতে

উত্তর:- ঢাকায়

36. ‘The Santal Insurrection of 1855-57’ গ্রন্থটির লেখক হলেন –

a. যদুনাথ সরকার

b. কালীকিঙ্কর দত্ত

c. রমেশচন্দ্র দত্ত

d. রমেশচন্দ্র মজুমদার

উত্তর:- কালীকিঙ্কর দত্ত

37. তিতুমিরের প্রধান উপদেষ্টা ছিল –

a. গোলাম মাসুম

b. মৈনুদ্দিন

c. আজিজ

d. মিসকিন শাহ

উত্তর:- মিসকিন শাহ

38. ‘মুন্ডা’ কথার অর্থ হল-

a. শাসক

b. মোড়ল

c. শাসন

d. জমিদার

উত্তর:- মোড়ল

39. ‘The Blue Mutiny’ গ্রন্থের লেখক –

a. ব্লেয়ার কিং

b. জেমস লং

c. টনি ব্লেয়ার

d. মধুসূদন দত্ত

উত্তর:- ব্লেয়ার কিং

40. পাবনার কৃষক বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল –

a. ১৭৬৩ খ্রি:

b. ১৭৭৩ খ্রি:

c. ১৭৬৮খ্রি:

d. ১৮৭০ খ্রি:

উত্তর:- ১৮৭০ খ্রি:

41. রংপুরের ইজারাদার ছিলেন –

a. ভবানী পাঠক

b. দেবী সিংহ

c. মুশা শাহ

d. নুরুলউদ্দিন

উত্তর:- দেবী সিংহ

42. সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন –

a. চুয়াড় বিদ্রোহ

b. নীল বিদ্রোহ

c. কোল বিদ্রোহ

d. সাঁওতাল বিদ্রোহ

উত্তর:- কোল বিদ্রোহ

43. বিরসা মুন্ডার উপাস্য দেবতা ছিল

a. বিষ্ণু

b. সূর্য

c. গণেশ

d. শিব

উত্তর:- সূর্য

44. ‘হেদায়তি’ নামে পরিচিত ছিল –

a. দেবী সিংহের অনুগামীরা

b. ভবানী পাঠকের অনুগামীরা

c. তিতুমিরের অনুগামীরা

d. মজনু শাহের অনুগামীরা

উত্তর:- তিতুমিরের অনুগামীরা

45. ভারতের কোন্ বড়োলাট সন্ন্যাসী-ফকির বিদ্রোহের নামকরণ করেন?

a. লর্ড রিপন

b. লর্ড বেন্টিঙ্ক

c. ওয়ারেন হেস্টিংস

d. লর্ড ওয়েলেসলি

উত্তর:- ওয়ারেন হেস্টিংস

46. খুঁৎকাঠি প্রথা যে বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল, তা হল-

a. পাবনা বিদ্রোহ

b. মুন্ডা বিদ্রোহ

c. কোল বিদ্রোহ

d. চুয়াড় বিদ্রোহ

উত্তর:- মুন্ডা বিদ্রোহ

47. নীল বিদ্রোহের সময় বড়োলাট ছিলেন –

a. লর্ড ক্যানিং

b. লর্ড বেন্টিঙ্ক

c. লর্ড রিপন

d. লর্ড ডালহৌসি

উত্তর:- লর্ড ক্যানিং

48. ‘জমি আল্লাহর দান’ এই উক্তিটি হল –

a. হাজি শরিয়ৎ উল্লাহের

b. তিতুমিরের

c. দুদু মিঞার

d. নোয়া মিঞার

উত্তর:- হাজি শরিয়ৎ উল্লাহের

49. বাংলার “বিশেডাকাত” নামে পরিচিত ছিল –

a. বিশ্বনাথ বিশ্বাস

b. বিশ্বনাথ সর্দার

c. বিশ্বনাথ দাস

d. বিশ্বনাথ মাঝি

উত্তর:- বিশ্বনাথ সর্দার

50. পঞ্চম আইন পাস হয় –

a. ১৮২৫ খ্রিস্টাব্দে

b. ১৮৩০ খ্রিস্টাব্দে

c. ১৮৩৫ খ্রিস্টাব্দে

d. ১৮৪০ খ্রিস্টাব্দে

উত্তর:- ১৮৩০ খ্রিস্টাব্দে

File Details:
File Name: প্রাচীন ভারতের উপজাতি বিদ্রোহ MCQ [www.gksolve.in]
File Format: PDF
Quality: High
File Size: 3 Mb
File Location: Google Drive

Click Here to Download

Leave a Comment