পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ ও জেলা: আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ২৩টি জেলা সমন্বিত এবং এই ২৩টি জেলাকে শাসন ব্যবস্থার সুবিধার্থে ৫টি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে।
এক-একটি প্রশাসনিক বিভাগ ৪টি বা ৫টি জেলা নিয়ে গঠিত ও প্রতিটি জেলার একটি করে সদর শহর রয়েছে এবং প্রত্যেকটি প্রশাসনিক বিভাগের একটি করে সদর দপ্তর রয়েছে।
পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ ও জেলা তালিকা দেওয়া রইলো (Administrative Divisions and Districts of West Bengal) । পশ্চিমবঙ্গের মোট ৫টি প্রশাসনিক বিভাগ রয়েছে । সেগুলি হল –
প্রেসিডেন্সি বিভাগ
প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলাগুলি হল –
- হাওড়া জেলা
- কলকাতা জেলা
- নদীয়া জেলা
- উত্তর ২৪ পরগণা জেলা
- দক্ষিণ ২৪ পরগণা জেলা
মেদিনীপুর বিভাগ
মেদিনীপুর বিভাগের অন্তর্গত জেলাগুলি হল –
- বাঁকুড়া জেলা
- পূর্ব মেদিনীপুর জেলা
- পশ্চিম মেদিনীপুর জেলা
- পুরুলিয়া জেলা
- ঝাড়গ্রাম জেলা
বর্ধমান বিভাগ
বর্ধমান বিভাগের অন্তর্গত জেলাগুলি হল –
- বীরভূম জেলা
- হুগলী জেলা
- পশ্চিম বর্ধমান জেলা
- পূর্ব বর্ধমান জেলা
মালদা বিভাগ
মালদা বিভাগের অন্তর্গত জেলাগুলি হল –
- মালদা জেলা
- উত্তর দিনাজপুর জেলা
- দক্ষিণ দিনাজপুর জেলা
- মুর্শিদাবাদ জেলা
জলপাইগুড়ি বিভাগ
জলপাইগুড়ি বিভাগের অন্তর্গত জেলাগুলি হল –
- জলপাইগুড়ি জেলা
- কোচবিহার জেলা
- দার্জিলিং জেলা
- আলিপুরদুয়ার জেলা
- কালিম্পং জেলা
জলপাইগুড়ি বিভাগের ৫টি জেলা, মালদা বিভাগে ৪টি জেলা, বর্ধমান বিভাগে ৪টি জেলা, মেদিনীপুর বিভাগে ৫টি জেলা এবং প্রেসিডেন্সি বিভাগে ৫টি জেলা রয়েছে।
৫টি প্রশাসনিক বিভাগের প্রধান কার্যালয়
নং | বিভাগ | সদরদপ্তর |
---|---|---|
১ | প্রেসিডেন্সি বিভাগ | কলকাতা |
২ | মেদিনীপুর বিভাগ | মেদিনীপুর |
৩ | বর্ধমান বিভাগ | চুঁচুড়া |
৪ | মালদা বিভাগ | ইংলিশ বাজার |
৫ | জলপাইগুড়ি বিভাগ | জলপাইগুড়ি |