ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী তালিকা

Rate this post

ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী তালিকা: ভারত হল ২৮টি রাজ্য ও ৯ টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত একটি যুক্তরাষ্ট্রীয় রাজ্যসংঘ। এই দেশের প্রথম স্তরের প্রশাসনিক বিভাগের সংখ্যা ৩৬। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আবার জেলা ও ক্ষুদ্রতর প্রশাসনিক বিভাগে বিভক্ত।

ভারতের সমস্ত রাজ্যের রাজধানী তালিকা

নংরাজ্যরাজধানী
অন্ধ্রপ্রদেশঅমরাবতী
অরুণাচল প্রদেশইটানগর
আসামদিসপুর
উত্তরপ্রদেশলখনউ
উত্তরাখণ্ডগাইরসান (গ্রীষ্মকালীন)
দেরাদুন (শীতকালীন)
ওড়িশাভুবনেশ্বর
কর্ণাটকবেঙ্গালুরু
কেরালাতিরুবন্তপুরম
গুজরাটগান্ধীনগর
১০গোয়াপানাজি
১১ছত্তিশগড়রায়পুর
১২ঝাড়খণ্ডরাঁচি
১৩তামিলনাড়ুচেন্নাই
১৪তেলেঙ্গানাহায়দ্রাবাদ
১৫ত্রিপুরাআগরতলা
১৬নাগাল্যান্ডকোহিমা
১৭পশ্চিমবঙ্গকলকাতা
১৮পাঞ্জাবচণ্ডীগড়
১৯বিহারপাটনা
২০মণিপুরইম্ফল
২১মধ্যপ্রদেশভোপাল
২২মহারাষ্ট্রমুম্বাই
২৩মিজোরামআইজল
২৪মেঘালয়শিলং
২৫রাজস্থানজয়পুর
২৬সিকিমগ্যাংটক
২৭হরিয়ানাচণ্ডীগড়
২৮হিমাচল প্রদেশশিমলা

ভারতের সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী তালিকা

নংকেন্দ্রশাসিত অঞ্চলরাজধানী
আন্দামান ও নিকোবরপোর্ট ব্লেয়ার
চণ্ডীগড়চণ্ডীগড়
জম্মু-কাশ্মীরশ্রীনগর (গ্রীষ্মকালীন)
জম্মু (শীতকালীন)
দাদরা ও নগর হাভেলী এবং দমন ও দিউদমন
দিল্লীনিউ দিল্লী
পুদুচেরীপুদুচেরী
লাক্ষাদ্বীপকাভারাত্তি
লাদাখলে

Leave a Comment