একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর | Class 11 History Questions and Answers

একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর একাদশ শ্রেণীর পরীক্ষায় Class 11 History Questions and Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর PDF.

নিচে Class 11 History Questions and Answers PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর | Class 11 History Questions and Answers

১) মেসোপটেমিয়ার মন্দিরগুলিকে কি বলা হত?

Ans: জিগুরাট।

২) প্রাচীন ভারতে কোন শতকে মহাজনপদগুলির উদ্ভব হয়?

Ans: খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে।

৩) প্লেটোর মতে একটি আদর্শ পলিশের জনসংখ্যা কত হওয়া উচিত?

Ans: ৫০০০ জন।

৪) ভারতে মোট পুরানের সংখ্যা কটি?

Ans: ১৮ টি।

৫) প্রাক ইতিহাস শব্দটির অর্থ কি?

Ans: যে সময়ে মানুষ লিখন পদ্ধতি জানতো না।

৬)”Study of History” গ্রন্থটির রচয়িতা কে?

Ans: আর্নল্ড টয়েনবি।

৭) প্রাচীন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার কি ছিল?

Ans: প্রস্তর নির্মিত হাতকুঠার।

৮) মিশরের সবচেয়ে বড় পিরামিডের নাম কি?

Ans: খুফুর পিরামিড।

৯) কোন অটোমান সুলতানকে “দি ম্যাগনিফিসেন্ট” বলা হয়?

Ans: সুলতান সুলেমান।

১০)”ফতোয়া-ই-জাহান্দারি” গ্রন্থের লেখক কে?

Ans: জিয়াউদ্দিন বরনী।

১১) ইংরাজি ম্যান্ডারিন শব্দটি এসেছে কি ধরনের শব্দ থেকে?

Ans: পর্তুগিজ শব্দ।

১২) কে রাষ্ট্রের সাথে ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতি প্রবর্তন করেন?

Ans: মন্তেস্কু।

১৩) হরপ্পা সভ্যতার কোথায় সামুদ্রিক বন্দর আবিষ্কৃত হয়েছে?

Ans: লোথাল।

১৪) ম্যানর ব্যবস্থায় দরিদ্র কৃষকদের কি বলা হত?

Ans: ভিলেন।

১৫) কোন ল্যাটিন শব্দ থেকে ইংরেজি ফিউডালিজম শব্দটির উৎপত্তি হয়েছে?

Ans: ফিউডালিস।

১৬) গ্রীক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন?

Ans: ৭টি।

১৭) আইন ই আকবরী গ্রন্থটি কার লেখা?

Ans: আবুল ফজল।

১৮) প্রাচীন মিশরীয় রানী নেফারতিতির স্বামীর নাম কি?

Ans: আখেনাটেন।

১৯) স্পার্টার ক্রীতদাসদের কি বলা হত?

Ans: হেলট।

২০) এথেন্সের ক্রীতদাসদের কি বলা হত?

Ans: থিটিস।

২১) দীন-ই-ইলাহি কে কবে প্রবর্তন করেন?

Ans: 1582 খ্রিস্টাব্দে, মোগল সম্রাট আকবর।

২২) প্রথম ক্রুসেড কবে শুরু হয়েছিল?

Ans: 1095 খ্রিস্টাব্দে।

২৩) কোন শহরকে কেন্দ্র করে হজরত মহম্মদের ইসলামিক গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়?

Ans: মদিনা।

২৪) কোন দেশে প্রথম মুদ্রণ ব্যবস্থার প্রচলন হয়?

Ans: চীন।

২৫)”প্রিন্সিপিয়া” গ্রন্থটি কার লেখা?

Ans: আইজাক নিউটন।

২৬) মনসব শব্দের অর্থ কি?

Ans: পদমর্যাদা।

২৭) জৈন ধর্মের শেষ তীর্থঙ্করকে ছিলেন?

Ans: মহাবীর।

২৮) হোমো ইরেক্টাস শব্দের অর্থ কি?

Ans: দণ্ডায়মান মানুষ।

২৯) রানী দুর্গাবতী রাজধানীর নাম কি?

Ans: গড়কাটাঙ্গা।

৩০) ভারতে আসার জলপথ কে কবে আবিষ্কার করেন?

Ans: 1498 খ্রিস্টাব্দে, ভাস্কো ডা গামা।

Leave a Comment