কম্পিউটারের মেমরি নির্ধারক ইউনিট – Computer Memory Units

Rate this post

কম্পিউটারের মেমরি নির্ধারক ইউনিট – Computer Memory Units: কম্পিউটার মেমরি (Computer memory) বলতে কোন কম্পিউটার ব্যবস্থায় স্থায়ী বা অস্থায়ীভাবে উপাত্ত ধারণকারী যন্ত্রাংশকে বোঝায়। এগুলি মূলত অর্ধপরিবাহী চিপ দিয়ে বানানো হয়ে থাকে।

কম্পিউটার কোন কাজ সম্পাদন করার আগে অ্যাপ্লিকেশন ও উপাত্ত হার্ড ডিস্ক থেকে সিস্টেম মেমরিতে কপি করে নেয়। কম্পিউটারে সাধারণত দুই ধরনের মেমরি থাকে – ক্যাশ মেমরি ও প্রধান মেমরি।

ক্যাশ মেমরি খুবই দ্রুতগতিসম্পন্ন স্ট্যাটিক র‌্যাম (Static RAM, সংক্ষেপে SRAM) দিয়ে গঠিত এবং সাধারণত প্রসেসরের সাথে সমন্বিত অবস্থায় থাকে।

প্রধান মেমরি অনেকগুলি ডাইন্যামিক র‌্যাম চিপ (ডির‌্যাম চিপ) দিয়ে গঠিত, যে চিপগুলি বিভিন্ন উপায়ে ডুয়াল ইনলাইন মেমরি মডিউলে (Dual Inline Memory Module বা সংক্ষেপে DIMM ডিম) প্যাকেজ করা হয়।

কম্পিউটারের মেমরি নির্ধারক ইউনিট – Computer Memory Units

০১ইউনিট ১ বিট (Bit)বাইনারি ডিজিট (Binary Digit)
০২৪ বিটস্ (Bits)১ নিবল (Nibble)
০৩৮ বিটস্ (Bits)১ বাইট (Byte)
০৪১ কিলোবাইট (KB)১০২৪ বাইট
০৫১ মেগাবাইট (MB)১০,৪৮,৫৭৬ বাইট / ১০২৪ কিলোবাইট
০৬১ গিগাবাইট (GB)১,০৭,৩৭,৪১,৮২৪ বাইট / ১০,৪৮,৫৭৬ কিলোবাইট / ১০২৪ মেগাবাইট
০৭১ টেরাবাইট (TB)১,০৯,৯৫১,১৬,২৭,৭৭৬ বাইট / ১০৭,৩৭,৪১,৮২৪ কিলোবাইট / ১০,৪৮,৫৭৬ মেগাবাইট / ১০২৪ গিগাবাইট
০৮১০২৪ টেরাবাইট (TB)১ পেটাবাইট (Petabyte)
০৯১০২৪ পেটাবাইট (PB)১ এক্সাবাইট (Exabyte)
১০১০২৪ এক্সাবাইট (EB)১ জেটাবাইট (Zettabyte)
১১১০২৪ জেটাবাইট (ZB)১ জোটাবাইট (Yottabyte)
১২১০২৪ জোটাবাইট (YB)১ ব্রনটোবাইট (Brontobyte)
১৩১০২৪ ব্রনটোবাইট (BB)১ জিয়পবাইট (Geopbyte)

Leave a Comment