পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ – নদী তালিকা – পশ্চিমবঙ্গের নদ – নদী: পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য। এই রাজ্যের বিভিন্ন নদনদীর মধ্যে গঙ্গা ও তার শাখা ভাগীরথী-হুগলী, তিস্তা, মহানন্দা ,জলঢাকা, দামোদর, কংসাবতী, রূপনারায়ণ, অজয়, জলঙ্গী, কালিন্দী, পিয়ালী, মাতলা প্রভৃতি উল্লেখযোগ্য নদী প্রবাহিত হয়েছে।
পশ্চিমবঙ্গের বেশির ভাগ নদ-নদী উত্তরে হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে অথবা পশ্চিমের ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে সৃষ্টি হয়ে এই রাজ্যের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিকে বয়ে গিয়েছে। হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে সৃষ্ট নদ-নদীগুলি বরফ গলা জলে পুষ্ট বলে সারা বছর জল থাকে। পশ্চিমের মালভূমি অঞ্চলে সৃষ্ট নদ-নদীগুলি বর্ষার জলে পুষ্ট বলে বর্ষাকাল ছাড়া বছরের অন্য সময় বিশেষ করে ফাল্গুন-চৈত্র মাসে জল খুব কমে যায় অথবা একদমই জল থাকেনা।
পশ্চিমবঙ্গের ভূমিরূপের অবস্থান অনুযায়ী গঙ্গা, ইছামতি, রূপনারায়ণ ইত্যাদি নদ-নদীগুলোত জোয়ার-ভাটা খেলে অর্থাৎ জোয়ারের সময় বঙ্গোপসাগরের লবণাক্ত জল হলেও সারা বছর জলের জোগান থাকে। অন্যদিকে রাঢ় অঞ্চলের কংসাবতীর মতো নদীগুলোর অবস্থান উঁচু থাকায় জোয়ারের জল ঢোকেনা। ফলে সম্বৎসর বর্ষা ভালো হলে জল থাকে, আর না-হলে নদীবক্ষ শুকিয়ে যায়।
পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ – নদী তালিকা
দার্জিলিং
- তিস্তা
- জলঢাকা
- গিস
- মেচি
- নবুচ
- মহানন্দা
জলপাইগুড়ি
- তিস্তা
- তোর্সা
- জলঢাকা
- রায়ডাক
- কালজানি
- সংকোষ
- মুজনাই
- করুনা
- করলা
- নেওড়া
- মহানন্দা
কোচবিহার
- তিস্তা
- তোর্সা
- রায়ডাক
- জলঢাকা
- কালিন্দী
- সংকোষ
- কালজানি
উত্তর দিনাজপুর
- মহানন্দা
- কুলিক
- আন্নাই
- নাগর
- গামর
দক্ষিন দিনাজপুর
- মহানন্দা
- আত্রাই
- পুনর্ভবা
- অঙ্গন
- টাঙ্গন
মালদা
- গঙ্গা
- কালিন্দী
- মহানন্দা
- পাগল
- হিরমতী
- টাঙ্গন
- নাগরা
- পুনর্ভবা
মুর্শিদাবাদ
- ভাগীরথী
- ভৈরব
- জলঙ্গী
- ময়ুরাক্ষী
- দ্বারকা
- পিয়ালমারা
- ব্রাহ্মণী
বীরভুম
- বক্রেশ্বর
- দ্বারকেশ্বর
- ব্রাহ্মণী
- ময়ুরাক্ষী
- পাগলা
- কুলা
- শাল
- হিংলা
- অব্যয়
- দ্বারকা
বর্ধমান
- ভাগীরথী
- বাঁকা
- ব্রাহ্মণী
- অব্যয়
- দামোদর
- বরাকর
নদিয়া
- ইছামতি
- চুর্নী
- জলঙ্গী
- ভাগীরথী
- ভৈরব
- মাথাভাঙ্গা
উত্তর ২৪ পরগনা
- ইছামতি
- যমুনা
- বিদ্যাধরী
- কালিন্দী
- রায়মঙ্গল
দক্ষিন ২৪ পরগনা
- মাতলা
- বিদ্যাধরী
- সপ্তমুখী
- গোসাবা
- হাঁড়িভাঙ্গা
- কালিন্দী
- রায়মঙ্গল
হুগলি
- দামোদর
- রূপনারায়ণ
- দ্বারকেশ্বর
- মুন্ডেশ্বরী
- হুগলি
- সরস্বতী
- কুন্তি
- বেহুলা
বাঁকুড়া
- দামোদর
- দ্বারকেশ্বর
- কংসাবতী
- গন্ধেশ্বরী
- শিলাবতী
পুরুলিয়া
- দ্বারকেশ্বর
- কংসাবতী
- দুধভরিয়া
- ঢাকা
- কুমারী
- দামোদর
- কুবরু
- হনুমতী
পূর্ব মেদিনীপুর
- রূপনারায়ণ
- হলদি
- সুবর্ণরেখা
- ধালডেল
- দ্বারকেশ্বর
- রসুলপুর
পশ্চিম মেদিনীপুর
- সুবর্ণরেখা
- দ্বারকেশ্বর
- শিলাই
- কাঁসাই
হাওড়া
- হুগলি
- রূপনারায়ণ
- দামোদর
কলকাতা
- হুগলি