পরিবেশ সংক্রান্ত যন্ত্রপাতি ও তার কাজ: আজ পরিবেশ সংক্রান্ত যন্ত্রপাতি ও তার কাজ PDF টি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে পরিবেশের বিভিন্ন বিষয় সমূহ পরিমাপ বা নির্ণয় করতে যেসব যন্ত্র ব্যবহৃত হয়, তার তালিকা দেওয়া হয়েছে। প্রাইমারী টেট সহ অন্যান্য চাকরীর পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসবে। যেমন:- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কী? বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কী?
পরিবেশ সংক্রান্ত যন্ত্রপাতি ও তার কাজ
নং | যন্ত্রপাতি | কাজ |
---|---|---|
১ | BOD মিটার | জলের BOD পরিমাপ |
২ | BPR | সমুদ্রের নিচে জলের চাপের পার্থক্য পরিমাপ |
৩ | DART | সুনামির পূর্বাভাস |
৪ | GPS | কোনো স্থানের অবস্থান নির্ণয় |
৫ | OTEC | সুমদ্র জলের তাপমাত্রার পার্থক্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন |
৬ | PH মিটার | জল ও মাটির অম্লতা পরিমাপ |
৭ | অল্টিমিটার | সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা পরিমাপ |
৮ | অ্যানিমোমিটার | বায়ুর গতিবেগ পরিমাপ |
৯ | ইকো সাউন্ডার | জলের গভীরতা পরিমাপ |
১০ | উইন্ড টারবাইন | বায়ু শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন |
১১ | কারেন্ট মিটার | নদীতে জলের গতিবেগ পরিমাপ |
১২ | গ্লুকোজমিটার | রক্তে শর্করার পরিমাপ |
১৩ | টাইডাল এনার্জি কনভার্টার | জোয়ার-ভাটা শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন |
১৪ | টারবিডিটি মিটার | জলের ঘোলাটে ভাব মাপার জন্য |
১৫ | থার্মোমিটার | উষ্ণতার পরিমাপ |
১৬ | বাত পতাকা | বায়ু প্রবাহের দিক নির্ণয় |
১৭ | ব্যারোমিটার | বায়ুর চাপ পরিমাপ |
১৮ | রেনগেজ | বৃষ্টিপাতের পরিমান পরিমাপ |
১৯ | সাউন্ড লেভেল মিটার | শব্দদূষণ পরিমাপ |
২০ | সিসমোগ্রাফ | ভূমিকম্প নির্ণয় |
২১ | সেক্সট্যান্ট | সূর্যের কৌনিক দুরত্ব পরিমাপ |
২২ | সৌরকোশ | সৌর শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন |
২৩ | স্ফিগমোম্যানোমিটার | রক্তচাপ পরিমাপ |
২৪ | হাইগ্রোমিটার | বায়ুর আর্দ্রতার পরিমাপ |