দ্রুতগামী মন্থরগামী ও সর্বাপেক্ষা আদিম প্রাণী

Rate this post

দ্রুতগামী মন্থরগামী ও সর্বাপেক্ষা আদিম প্রাণী:

০১) সর্বপেক্ষা দ্রুত স্তন্যপায়ী প্রাণীর নাম কি ?

উত্তর: চিতা

০২) সর্বাপেক্ষা দ্রুতগামি পাখির নাম কি ?

উত্তর: জাপানের স্পাইন টেল সুইফট

০৩) সর্বাপেক্ষা দ্রুতগামি সাপের নাম কি ?

উত্তর: আফ্রিকার ম্যুমবা

০৪) দ্রুতগামী সরীসৃপের নাম কি ?

উত্তর: নেমিডোফোরাস

০৫) দ্রুতগামী মাছের নাম কি ?

উত্তর: সেলফিশ

০৬) দ্রুতগামী পতঙ্গ নাম কি ?

উত্তর: ডিয়ার বট ফ্লাই

০৭) দ্রুত ডানা স্পন্দনক্ষম পাখির নাম কি ?

উত্তর: হামিং বার্ড

০৮) সর্বপেক্ষা দ্রুত ডানা স্পন্দনকারী পতঙ্গের নাম কি ?

উত্তর: ফোরসিপোমাইলা

০৯) সর্বাপেক্ষা মন্থরগামী স্তন্যপায়ী প্রাণীর নাম কি ?

উত্তর: শ্লথ

১০) সর্বাপেক্ষা মন্থর ডানা স্পন্দনকারি পাখির নাম কি ?

উত্তর: শকুন

১১) মন্থরগামী মোলাস্কার নাম কি ?

উত্তর: হেলিক্স

১২) সর্বাপেক্ষা মন্থর বৃদ্ধি প্রাণীর নাম কি ?

উত্তর: গভীর সমুদ্রবাসী ক্লাম্প

১৩) সর্বাপেক্ষা আদিম স্তন্যপায়ী প্রাণীর নাম কি ?

উত্তর: একিডনা

১৪) সর্বাপেক্ষা আদিম প্রাইমেটের নাম কি ?

উত্তর: লেমুর

১৫) সর্বপেক্ষা আদিম বানবের নাম কি ?

উত্তর: গিবন

১৬) সর্বাপেক্ষা আদিম মোলাস্কার নাম কি ?

উত্তর: কিটোডারমা

১৭) সর্বাপেক্ষা আদিম অঙ্গুরীমাল প্রাণীর নাম কি ?

উত্তর: পলিগারডিয়াস

১৮) সর্বপেক্ষা আদিম সরীসৃপ প্রাণীর নাম কি ?

উত্তর: স্পেনোডন

১৯) সর্বপেক্ষা আদিম সন্ধিপদ প্রাণীর নাম কি ?

উত্তর: পেরিপেটাস

২০) সর্বাপেক্ষা আদিম কৃমির নাম কি ?

উত্তর: প্লানেরিয়া

Leave a Comment