ফিফা ফুটবল বিশ্বকাপ জয়ী দেশের তালিকা PDF – FIFA World Cup Winners List from 1930 to 2022

Rate this post

ফিফা ফুটবল বিশ্বকাপ জয়ী দেশের তালিকা PDF – FIFA World Cup Winners List from 1930 to 2022: ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ, সকার বিশ্বকাপ, অথবা শুধু বিশ্বকাপ নামেও পরিচিত) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যেখানে ফিফাভুক্ত দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়। ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। ১৯৩০ সালে এই প্রতিযোগিতা শুরু হয় এবং এখন পর্যন্ত চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।

প্রতিযোগিতাটি দুটি ভাগে বিভক্ত, বাছাইপর্ব ও চূড়ান্ত পর্ব । চূড়ান্ত পর্যায়ে কোন দল খেলবে তা নির্বাচনের জন্য অংশগ্রহণকারী দলগুলোকে বাছাইপর্বে অংশ নিতে হয়। বর্তমানে মূল বিশ্বকাপের আগের তিন বছর ধরে প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বর্তমান ধরন অনুযায়ী ৩২টি জাতীয় দল চূড়ান্ত পর্বে অংশ নেয়। আয়োজক দেশে প্রায় একমাস ধরে এই চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা চলে। দর্শক সংখ্যার দিক দিয়ে বিশ্বকাপ মূল পর্ব বিশ্বের বৃহত্তম অনুষ্ঠান। ফিফার হিসেব অনুযায়ী ২০০৬ সালের বিশ্বকাপের ফাইনাল খেলা দেখেছেন প্রায় ৭১৫.১ মিলিয়ন দর্শক।

এ পর্যন্ত অনুষ্ঠিত ২২টি আসরে কেবল ৮টি জাতীয় দল বিশ্বকাপ শিরোপা জিতেছে। বর্তমান শিরোপাধারী চ্যাম্পিয়ন আর্জেন্টিনা । তৃতীয়বার জয়ী– ১৯৭৮ , ১৯৮৬ ও ২০২২ । ৫ বার বিশ্বকাপ জিতে ব্রাজিল হচ্ছে বিশ্বকাপের সফলতম দল, ৫ বার বিশ্বকাপ জিতেছে। জার্মানি ও ইতালি ৪টি করে শিরোপা নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যান্যদের মধ্যে উরুগুয়ে ও ফ্রান্স দু’বার করে এবং ইংল্যান্ড ও স্পেন একবার করে শিরোপা জিতেছে।

সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে কাতারে, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা, ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

১৯৯১ সাল থেকে ফিফা ফিফা মহিলা বিশ্বকাপ আয়োজন শুরু করেছে। এটিও সাধারণ বিশ্বকাপের ন্যায় চার বছর পর পর অনুষ্ঠিত হয়।

ফিফা ফুটবল বিশ্বকাপ জয়ী দেশের তালিকা

সালবিজয়ী দেশরানার্স আপআয়োজক দেশ
1930উরুগুয়েআর্জেন্টিনাউরুগুয়ে
1934ইতালিচেকোস্লোভাকিয়াইতালি
1938ইতালিহাঙ্গেরিফ্রান্স
1950উরুগুয়েব্রাজিলব্রাজিল
1954জার্মানিহাঙ্গেরিসুইজারল্যান্ড
1958ব্রাজিলসুইডেনসুইডেন
1962ব্রাজিলচেকোস্লোভাকিয়াচিলি
1966ইংল্যান্ডজার্মানিইংল্যান্ড
1970ব্রাজিলইতালিমেক্সিকো
1974জার্মানিনেদারল্যান্ডসপশ্চিম জার্মানি
1978আর্জেন্টিনানেদারল্যান্ডসআর্জেন্টিনা
1982ইতালিজার্মানিস্পেন
1986আর্জেন্টিনাজার্মানিমেক্সিকো
1990জার্মানিআর্জেন্টিনাইতালি
1994ব্রাজিলইতালিUSA
1998ফ্রান্সব্রাজিলফ্রান্স
2002ব্রাজিলজার্মানিদক্ষিণ কোরিয়া, জাপান
2006ইতালিফ্রান্সজার্মানি
2010স্পেননেদারল্যান্ডসদক্ষিণ আফ্রিকা
2014জার্মানিআর্জেন্টিনাব্রাজিল
2018ফ্রান্সক্রোয়েশিয়ারাশিয়া
2022আর্জেন্টিনাফ্রান্সকাতার

Leave a Comment