গজনীর সুলতান মামুদ প্রশ্নোত্তর | Ghazni Sultan Mamud Question and Answer

Rate this post

গজনীর সুলতান মামুদ প্রশ্নোত্তর | Ghazni Sultan Mamud Question and Answer: মাহমুদ গজনভি (২ নভেম্বর ৯৭১ – ৩০ এপ্রিল ১০৩০), সুলতান মাহমুদ ও মাহমুদে জাবুলি বলে পরিচিত, ছিলেন গজনভি সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক। ৯৯৭ থেকে ১০৩০ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি পূর্ব ইরানি ভূমি এবং ভারত উপমহাদেশের উত্তর পশ্চিম অংশ (বর্তমান আফগানিস্তান ও পাকিস্তান) জয় করেন। সুলতান মাহমুদ সাবেক প্রাদেশিক রাজধানী গজনিকে এক বৃহৎ সাম্রাজ্যের সমৃদ্ধশালী রাজধানীতে পরিণত করেন। তার সাম্রাজ্য বর্তমান আফগানিস্তান, পূর্ব ইরান ও পাকিস্তানের অধিকাংশ এলাকা জুড়ে ছিল। তিনি সুলতান (“কর্তৃপক্ষ”) উপাধিধারী প্রথম শাসক যিনি আব্বাসীয় খিলাফতের আনুগত্য স্বীকার করে নিজের শাসন চালু রাখেন। নিজ শাসনামলে তিনি ১৭ বার ভারত আক্রমণ করেন। ইসমাইল গজনভি তার পূর্বসূরি,উত্তরসূরী হলেন মুহাম্মদ গজনভি।

গজনীর সুলতান মামুদ প্রশ্নোত্তর | Ghazni Sultan Mamud Question and Answer

1)আফগানিস্থানে গজনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

Ans: আলপ্তগিন।(962 খ্রীঃ)

2) আলপ্তগীনের মৃত্যুর পর কে গজনীর সিংহাসনে বসেন?

Ans: সবুক্তগীন।

3) প্রথম ভারত আক্রমণ কারী তুর্কি সুলতানের নাম কি?

Ans: সবুক্তগীন।

4) সবুক্তগীনের ভারত আক্রমণের সময় পাঞ্জাবের রাজা কে ছিলেন?

Ans: শাহী বংশীয় রাজা জয়পাল।

5) সবুক্তগীনের মৃত্যুর পর কে গজনীর সিংহাসনে বসেন?

Ans: সুলতান মামুদ।

6) সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন?

Ans: 17 বার

7)সুলতান মামুদ সর্বপ্রথম কবে ভারত আক্রমণ করেন?

Ans: 1001 খ্রীঃ।

8) সুলতান মামুদের নেতৃত্বে সর্বশেষ ভারত আক্রমণ কবে হয়েছিল?

Ans: 1027 খ্রীঃ।

9) সুলতান মামুদের ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য কি ছিল?

Ans: ভারতের হিন্দু মঠ ও মন্দির গুলি থেকে ধনরত্ন লুণ্ঠন করা।

10) কোন ঐতিহাসিক সুলতান মামুদ “লুণ্ঠনকারী দস্যু বলে অভিহিত করেছেন?

Ans: ভিন সেন্ট স্মিথ।

11) সুলতান মামুদ কবে গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন করেন?

Ans: 1025খ্রীঃ।

12)”বাৎসিকান” কাকে বলা হয়?

Ans: সুলতান মাহমুদ কে।

13)”বাৎসিকান” শব্দের অর্থ কী?

Ans: মূর্তি ধ্বংসকারী।

14) সুলতান মাহমুদের রাজসভার দুজন ঐতিহাসিকের নাম লেখ?

Ans: ফিরদৌসি ও উৎবি।

15) “শাহনামা” গ্রন্থটি কার লেখা?

Ans: ফিরদৌসি।

16) আলবেরুনী কার সঙ্গে ভারতে এসেছিলেন?

Ans: সুলতান মাহমুদের সঙ্গে ভারত আক্রমণের সময়।

17) অলবেরুনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন?

Ans: খোয়ারিজাম রাজ্যে।

18) আল বেরুনীর প্রকৃত নাম কি?

Ans: আবু রিহান।

19) ভারত ভ্রমণ সংক্রান্ত অলবেরুনির লেখা বই এর নাম কি?

Ans: তহকিক-ই-হিন্দ বা কিতাব-উল-হিন্দ। )আরবী ভাষায় লেখা)

20)সুলতান মামুদের কবে কোথায় মৃত্যু হয়?

Ans: 1030 খ্রীঃ গজনীতে।

Leave a Comment