অশ্ব অক্ষাংশ কি? | ঘোড়া অক্ষাংশ কি? | Horse Latitudes

অশ্ব অক্ষাংশ কি? | ঘোড়া অক্ষাংশ কি? | Horse Latitudes: উত্তর আটলান্টিক মহাসাগরের ওপরে অবস্থিত কর্কটীয় শান্ত বলয়কে অর্থাৎ 30°-35° উত্তর অক্ষাংশকে অশ্ব অক্ষাংশ বলে। অবশ্য কোন কোন সমুদ্র বিজ্ঞানী কর্কটীয় ও মকরীয় উভয় শান্ত বলয়ের উৎপত্তি একই ভৌগলিক কারণে হওয়ায় কর্কটীয় ও মকরীয় উভয় শান্ত বলয়কেই অশ্ব অক্ষাংশ বলার পক্ষপাতি।

উত্তর আটলান্টিক মহাসাগরের ওপরে অবস্থিত কর্কটীয় শান্ত বলয়ে অর্থাৎ 30°-35° উত্তর অক্ষাংশ বরাবর বায়ু সর্বদা নিম্নমুখী ভাবে প্রবাহিত হয় এবং এই অঞ্চলে বায়ুর পার্শ্বপ্রবাহ প্রায় থাকেই না। এই কারণে প্রাচীনকালে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ থেকে উত্তর আমেরিকা যাওয়ার পথে একটি ঘোড়া বোঝাই পালতোলা জাহাজ এখানে এসে বায়ুর পার্শ্ব প্রবাহের অভাবে আটকে যায়। কিছুদিন অপেক্ষা করার পর খাদ্য ও পানীয় জলের অপচয়ের আশঙ্কায় এবং জাহাজকে হালকা করার উদ্দেশ্যে ঘোড়াগুলিকে সমুদ্রে নিক্ষেপ করে। তখন থেকেই এই অক্ষাংশকে অশ্ব অক্ষাংশ বলে।

Leave a Comment