ভারতীয় ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর PDF – Indian Geography GK Question and Answer in Bengali

5/5 - (1 vote)

ভারতীয় ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় 1000+ Geography GK MCQ in Bengali – ভূগোল প্রশ্ন ও উত্তর PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের ভূগোল প্রশ্ন উত্তর PDF.

নিচে Indian Geography GK Question and Answer in Bengali PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। 1000 ভূগোল প্রশ্ন উত্তর PDF || Geography Questions Answer in Bengali PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

ভারতীয় ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর – Indian Geography GK Question and Answer in Bengali

১। ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট খনি অঞ্চল কোনটি পালামৌ খনি অঞ্চল।
২। কালিকটের বর্তমান নাম কী – কোঝিকোড়।
৩। প্রথম কোন কোম্পানি ভারতে রেল-ইঞ্জিন তৈরি করে – টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ললাকোমােটিভ কোম্পানি।
৪। রাগী উৎপাদনে ভারতে প্রথম স্থানে আছে ‘কোন রাজ্য – কর্ণাটক। ।
৫। স্বাধীনতার আগে একমাত্র ডিজেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় ছিল – অসমের ডিগবয়।
৬। চম্বল উপত্যকায় বড় খাতবিশিষ্ট অঞ্চলকে কী বলে – বীহড়।
৭। প্রথম কাগজকল কোথায় স্থাপিত হয় – শ্রীরামপুরে (১৮৩২ সালে)।
৮। ভারতের সবচেয়ে পুরনো জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় গড়ে ওঠে – শিবসমুদ্রম জলপ্রপাতকে কেন্দ্র করে।
৯। কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের একমাত্র আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় আছে – তারাপুর।
১০। দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলটি কী নামে পরিচিত – ডেকানট্রাপ
১১। বাংলার যে জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে – নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া
১২। বাংলার পূর্বদিকে অবস্থিত দেশ হল – বাংলাদেশ ।
১৩। বর্তমানে বাংলার জেলার সংখ্যা হল – 23টি ।
১৪। উত্তর –পূর্ব ভারতের প্রবেশ দ্বার বলা হয়-শিলিগুড়িকে।
১৫। দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার হল – ক্যানিং ।

১৬। বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশটি বাংলায় যে জেলা নামে পরিচত – পুরুলিয়া ।
১৭। বাংলার ওপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে – 21 শে জুন ।
১৮। সুন্দরবন ম্যানগ্রোভ বাদাবন অবস্থিত যে জেলায় – দক্ষিণ 24 পরগনা ।
১৯। প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলাসদর হল – আলিপুর ।
২০। ‘Chicken’s Neck’ বলা হয় – উত্তর দিনাজপুরের চোপড়াকে ।
২১। ‘City of Joy’ বলা হয় – কলকাতাকে ।
২২। বাংলার উত্তরের সমভূমি অংশ হল – বরেন্দ্রভূমি ।
২৩। বাংলা ও নেপাল সীমান্তে রয়েছে – সিঙ্গলিলা ।
২৪। বাংলার সর্বোচ্চ শৃঙ্গ – সান্দাকফু ।
২৫। বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল – গোর্গাবুরু।
২৬। বাংলায় বালিয়াড়ি দেখা যায় – উপকূলীয় সমভূমিতে ।
২৭। রাঢ় সমভূমির ভূপ্রকৃতি – তরঙ্গায়িত ।
২৮। কালিম্পঙ -এর সর্বোচ্চ শৃঙ্গ হল – ঋষিলা ।
২৯। বক্স গিরিখাত দিয়ে যাওয়া যায় – ভুটানে ।
৩০। বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ দেখা যায় – বীরভূমে ।
৩১। পেডং কথার অর্থ – অর্কিডের শহর ।
৩২। তরাই শব্দের অর্থ – স্যাঁতসেঁতে ভূমি ।
৩৩। শুশুনিয়া পাহাড় অবস্থিত – বাঁকুড়া জেলায় ।
৩৪। দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ Rail Station হল – ঘুম ।
৩৫। রাঙামাটির দেশ বলা হয় – রাঢ় অঞ্চলকে ।
৩৬। মথুরাখালি পাহাড় অবস্থিত – বীরভূমে ।
৩৭। গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের – ধুলিয়ানে ।
৩৮। গঙ্গা বাংলায় প্রবাহিত হয়েছে – 520 কিমি ।
৩৯। বাংলার প্রধান নদী – গঙ্গা ।
৪০। দামোদর নদকে বলা হয় – বাংলার দুঃখ ।
৪১। বহরমপুর বিখ্যাত – রেশম শিল্পের জন্য ।
৪২। রাঢ় অঞ্চলের সবচেয়ে বড়ো শহর হল – বর্ধমান ।
৪৩। বাংলার দুটি প্রধান মৎস্য শিকার কেন্দ্র হল – দিঘা ও জুনপুট ।
৪৪। ভারতে প্রথম পাতাল রেল চালু হয় – কলকাতায় ।
৪৫। হলদিয়া বিখ্যাত – পেট্রোরসায়ন শিল্পের জন্য ।
৪৬। কৃষ্ণনগর বিখ্যাত – মৃৎ শিল্পের জন্য ।
৪৭। জলপাইগুড়ি শহর অবস্থিত – মহানন্দা ও বালাসন নদীর তীরে ।
৪৮। শংকরপুর একটি – মৎস্য বন্দর ।
৪৯। বাংলায় প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় অবস্থিত – কলকাতায় (বেলগাছিয়া) ।
৫০। লোথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি অবস্থিত – দক্ষিণ 24 পরগনায় ।
৫১। বক্সা অভয়ারণ্যটি স্থাপিত হয় –1986 সালে ।
৫২। বার্ড ফ্লু নির্ণয় কেন্দ্রটি অবস্থিত – কলকাতার বেলগাছিয়ায় ।
৫৩। দমদম বিমান বন্দরের পত্তন হয়েছিল – 1875 সালে।
৫৪। বাংলায় ধানের বউল বলা হয় – বর্ধমানকে ।
৫৫। জয়ন্তি হল – সংরক্ষিত বনভূমি ।
৫৬। সুন্দরবন হল – সুরক্ষিত বনভূমি ।
৫৭। খোয়াই অঞ্চল দেখা যায় – বীরভূম জেলায় ।
৫৮। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অধিক কাদাযুক্ত মাটি – খিয়র নামে পরিচিত ।
৫৯। তাল শব্দের অর্থ – জলাভূমি ও নিম্নভূমি ।
৬০। সুন্দরবনের যেসব অঞ্চলে কৃষিকাজ হয়,তাকে – আবাদ বলে ।
৬১। বাংলায় সবচেয়ে কম বৃষ্টি হয় – বীরভূমের ময়ূরেশ্বরে।
৬২। বাংলায় সবচেয়ে বেশি উষ্ণতা দেখা যায় -আসানসোলে।
৬৩। মৌসুমি রাজ্য বলা হয় – বাংলাকে ।
৬৪। খরার জেলা বলা হয় – পুরুলিয়াকে ।
৬৫। বাংলায় সর্বাধিক বৃষ্টিপাত হয় – বক্সা ডুয়ার্সে ।
৬৬। করোনেশন ব্রিজ অবস্থিত – তিস্তা নদীর ওপর ।
৬৭। কানা নদীর মধ্যবর্তী ও শেষ অংশের নাম – কুন্তী নদী।
৬৮। দামোদরের প্রধান উপনদীর নাম – বরাকর ।
৬৯। সুন্দরবন অঞ্চলের বৃহত্তম জলবহনকারী নদী হল – মাতলা ।
৭০। অজয়নদ -এর উৎপত্তি – দুমকা উচ্চভূমি থেকে ।
৭১। 2011 জনগণনা অনুসারে বাংলার বেশি জনসংখ্যাযুক্ত জেলা হল – উত্তর 24 পরগনা (10082852 জন) ।
৭২। 2011 জনগণনা অনুসারে বাংলার কম জনসংখ্যাযুক্ত জেলা হল – দক্ষিণ দিনাজপুর (1670931 জন)
৭৩। 2011 জনগণনা অনুসারে বাংলার জনসংখ্যা ছিল – 91347736 জন (পুরুষ=46927389জন এবং মহিলা=44420347 জন)।
৭৬। রাজ্যে স্ত্রী ও পুরুষের অনুপাত – 947:1000
৭৭। রাজ্যে সাক্ষরতার হার = 77.08% (পুরুষ -82.67% এবং স্ত্রী – 71.16%) ।
৭৮। রাজ্যে শিক্ষার হার বেশি – পূর্ব মেদনীপুর জেলায় (87.66%)।
৭৯। রাজ্যে শিক্ষার হার কম – উত্তর দিনাজপুর জেলায় (60.13%)।
৮০। বাংলার দুটি SEZs হল – হলদিয়া ও আসানসোল শিল্পাঞ্চল ।
৮১। বাংলার দুটি ম্যানগ্রোভ অরণ্যের গাছ হল – সুন্দরী ও গরাণ ।
৮২। বাংলার দুটি অর্থকারী ফসল হল – চা ও পাট ।
৮৩। উত্তরবঙ্গের দুটি নদী যার জলপ্রবাহ ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে – তিস্তা ও তোর্সা ।
৮৪। বাংলায় বিটুমিনাস কয়লা পাওয়া যায় – রাণীগঞ্জ ।
৮৫। ভারতের শেফিল্ড বলা হয় – হাওড়া শহরকে ।
৮৬। সুন্দরবনের আতঙ্ক বলা হয় – মাতলা নদীকে ।
৮৭। বাংলার নবীনতম জেলা – কালিম্পং (Feb, 2017)।
৮৮। বাংলার দীর্ঘতম ব্যারেজ – ফারাক্কা ব্যারেজ ।
৮৯। বাংলার দীর্ঘতম সেতু – রূপনারায়ণ সেতু ।
৯০। বাংলার দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হল – খড়গপুর ।
৯১। শত্রুঞ্জয় নদীর উৎপত্তিস্থল কোথায় – গির পর্বত।
৯২। ভাদর নদী কোন উপসাগরে গিয়ে পড়েছে– কাম্বে উপসাগরে।
৯৩। গিদ্ধা,ভারতের কোন প্রদেশের লোকনৃত্য– পঞ্জাব (লোহরি উৎসবে হয়)।
৯৪। পোচম পদ নদী প্রকল্পকোথায় অবস্থিত– আজ্জা প্রদেশের গোদাবরী নদীর ওপর। |
৯৫। শতদ্রুনদীর ওপর কোন দুটি বাঁধ অবস্থিত– ভাকরা ও নাঙ্গাল বাঁধ।
৯৬। মহালধিরাম পর্বতে অবস্থিত প্রস্রবণটির নাম কী – পাগলা ঝোরা।
৯৭। আরব সাগরের রানিনামে কোন বন্দর বিখ্যাত – কোচি (কোচিন)।
৯৮। প্রাচ্যের ভেনিসনামে কোন শহর পরিচিত – তিরুবনন্তপুরম (ত্রিবান্দ্রম)।

File Details:
File Name: ভারতীয় ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর [www.gksolve.in]
File Format: PDF
Quality: High
File Size: 3 Mb
File Location: Google Drive

Click Here to Download

Leave a Comment