মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নাম

মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নাম: আজ বিভিন্ন অঙ্গের আবরণীর নাম তালিকাটি প্রকাশ করছি, যেটিতে মানব দেহের বিভিন্ন অঙ্গ ও তার আবরণীর নামের তালিকাটি উল্লেখ করা হয়েছে। জীবন বিজ্ঞানের অন্যতম অংশ এটি। যেকোনো চাকরির পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে; যেমন- বৃক্কের আবরণীর নাম কী? হৃদপিন্ডের আবরণীর নাম কী? ফুসফুসের আবরণীর নাম কী? মস্তিষ্কের আবরণীর নাম কী? ইত্যাদি।

বিভিন্ন অঙ্গের আবরণীর নাম

নংঅঙ্গের নামআবরণী
ফসফুসপ্লুরা
বৃক্করেনাল ক্যাপসুল
মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডমেনিনজেস
যকৃৎগ্লিনস ক্যাপসুল
হৃদপিন্ডপেরিকার্ডিয়াম
অস্থি (বাইরে)পেরিঅস্টিয়াম
অস্থি (ভেতর)এন্ডোস্টিয়াম
কোষ গহ্বরটনোপ্লাস্ট
ক্রোমোজমপেলিকল (কল্পিত)
১০তরুণাস্থিপেরিকন্ড্রিয়াম

Leave a Comment