বিশ্বের বিখ্যাত জলপ্রপাত সমূহ তালিকা – List Of Famous Waterfalls In The World: জলপ্রপাত বা ঝরনা হল একটি নির্দিষ্ট উচ্চতা থেকে প্রাকৃতিক ভাবে বহমান জলের প্রবল বেগে পরে। ঝরনা সাধারণত প্রাকৃতিক সৌন্দর্যের একটি অন্যতম নিদর্শন হিসেবে চিহ্নিত হয়।
নদীর পার্বত্য প্রবাহপথে কঠিন ও নরম শিলাস্তর অনুভূমিক বা আড়াআড়িভাবে অবস্থান করলে উপরের কঠিন শিলা স্তর ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে নিচের নরম শিলাস্তর উন্মুক্ত হয় এবং দ্রুত ক্ষয় পাওয়ার কারণে হঠাৎ খাড়া ঢাল সৃষ্টি করে জলরাশি প্রবল বেগে উপর থেকে নিচে পতিত হয়, তাকে জলপ্রপাত বলে।
জলপ্রপাতের বৈশিষ্ট্য:
- ভূমি ঢালের হঠাৎ বিশাল পরিবর্তন হয়।
- কঠিন ও কোমল শিলা আড়াআড়িভাবে অবস্থান করে।
- জল প্রবল বেগে নিচের দিকে পতিত হয়।
- জলপ্রপাতের নিচে প্রপাত কূপ সৃষ্টি হয়।
বিশ্বের বিখ্যাত জলপ্রপাত সমূহ তালিকা
নং | জলপ্রপাত | উচ্চতা | দেশ |
---|---|---|---|
১ | এঞ্জেল জলপ্রপাত | ৯৭৯ মি. | ভেনেজুয়েলা |
২ | তুগেলা জলপ্রপাত | ৯৪৮ মি. | দক্ষিণ আফ্রিকা |
৩ | মাত্তেনবাচ জলপ্রপাত | ৯৩০ মি. | সুইজারল্যান্ড |
৪ | ট্রেস হেরমানাস জলপ্রপাত | ৯১৪ মি. | পেরু |
৫ | ওলো উপেনা জলপ্রপাত | ৯০০ মি. | মার্কিন যুক্তরাষ্ট্র |
৬ | উমবিল্লা জলপ্রপাত | ৮৯৬ মি. | পেরু |
৭ | স্কোরগা জলপ্রপাত | ৮৭৫ মি. | নরওয়ে |
৮ | ভিন্নুফসেন জলপ্রপাত | ৮৬০ মি. | নরওয়ে |
৯ | বালাইফসেন জলপ্রপাত | ৮৫০ মি. | নরওয়ে |
১০ | পুউকাওকু জলপ্রপাত | ৮৪০ মি. | মার্কিন যুক্তরাষ্ট্র |
১১ | জেমস ব্রুস জলপ্রপাত | ৮৪০ মি. | কানাডা |
১২ | ব্রোওন জলপ্রপাত | ৮৩৬ মি. | নিউজিল্যান্ড |
১৩ | স্ট্রুপেনফসেন জলপ্রপাত | ৮২০ মি. | নরওয়ে |
১৪ | রামনেফজেলফসেন | ৮১৮ মি. | নরওয়ে |
১৫ | বিহিলাউ জলপ্রপাত | ৭৯২ মি. | মার্কিন যুক্তরাষ্ট্র |
১৬ | কলোনিয়াল ক্রিক জলপ্রপাত | ৭৮৮ মি. | মার্কিন যুক্তরাষ্ট্র |
১৭ | মঙ্গেফসেন জলপ্রপাত | ৭৭৩ মি. | নরওয়ে |
১৮ | গোকতা ক্যাটারাক্টস | ৭৭১ মি. | পেরু |
১৯ | মুতারাজি জলপ্রপাত | ৭৬২ মি. | জিম্বাবুয়ে |
২০ | কজেলফোসেন | ৭৫৫ মি. | নরওয়ে |
২১ | জোহান্নেসবার্গ জলপ্রপাত | ৭৫১ মি. | মার্কিন যুক্তরাষ্ট্র |
২২ | ওসেমাইট জলপ্রপাত | ৭৩৯ মি. | মার্কিন যুক্তরাষ্ট্র |
২৩ | ক্লাউডক্যাপ জলপ্রপাত | ৭৩২ মি. | মার্কিন যুক্তরাষ্ট্র |
২৪ | ক্যাসকেড দি ট্রু দে ফার | ৭২৫ মি. | ফ্রান্স |
২৫ | ওলমাফসেন | ৭২০ মি. | নরওয়ে |
২৬ | মানওয়াইনুই জলপ্রপাত | ৭১৯ মি. | মার্কিন যুক্তরাষ্ট্র |
২৭ | কজেরাগফসেন | ৭১৫ মি. | নরওয়ে |
২৮ | আভালানচে বাসিন জলপ্রপাত | ৭০৭ মি. | মার্কিন যুক্তরাষ্ট্র |
২৯ | হ্যারিসন বাসিন জলপ্রপাত | ৭০৭ মি. | মার্কিন যুক্তরাষ্ট্র |
৩০ | হালোকু জলপ্রপাত | ৭০০ মি. | মার্কিন যুক্তরাষ্ট্র |
৩১ | চেম্বারলাইন জলপ্রপাত | ৭০০ মি. | নিউজিল্যান্ড |
৩২ | দান্তেফোসেন | ৭০০ মি. | নরওয়ে |
৩৩ | ব্রুফোসেন | ৬৯৮ মি. | নরওয়ে |
৩৪ | স্পায়ারফোসেন | ৬৯০ মি. | নরওয়ে |
৩৫ | সাল্টো কুকেনাম | ৬৭৪ মি. | ভেনেজুয়েলা |
৩৬ | সাল্টো ইউতাজ | ৬৭১ মি. | ভেনেজুয়েলা |
৩৭ | লা চোর্রেরা জলপ্রপাত | ৫৯০ মি. | কলম্বিয়া |
কয়েকটি উল্লেখযোগ্য জলপ্রপাত
1. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?
উত্তর: ভেনেজুয়েলার ওরিনোকো নদীর উপনদী রিয় কারনী নদীর এঞ্জেল জলপ্রপাত।
2. পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাত কোনটি?
উত্তর: আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত।
3. পৃথিবীর বিস্তৃততম জলপ্রপাত কোনটি?
উত্তর: ব্রাজিলের ইগুয়াজু হয় পৃথিবীর বিস্তৃততম জলপ্রপাত।
4. পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতর নাম কি?
উত্তর: জাইরে নদীর স্ট্যানলি জলপ্রপাত হয় পৃথিবীর বৃহত্তম।
5. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?
উত্তর: কর্ণাটক রাজ্যের ভারাহি নদীর কুঞ্চিকল জলপ্রপাত হল ভারতের উচ্চতম জলপ্রপাত।
6. যোগ বা গারসোপ্পা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত?
উত্তর: যোগ বা গারসোপ্পা জলপ্রপাত কর্নাটকের সরাবতী নদীতে অবস্থিত।
7. শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত?
উত্তর: শিবসমুদ্রম জলপ্রপাত কর্নাটকের কাবেরী নদীর অবস্থিত।
8. হুড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত?
উত্তর: হুড্রু জলপ্রপাত ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদী অবস্থিত।