ভারতবর্ষের হাইকোর্টের তালিকা – List of High Courts in India

Rate this post

ভারতবর্ষের হাইকোর্টের তালিকা – List of High Courts in India: আজ ভারতের বিভিন্ন রাজ্যের হাইকোর্ট তালিকা PDF টিদেওয়া হলো, যেটিতে ভারতের সমস্ত হাইকোর্টের নাম ও প্রতিষ্ঠা সালের তালিকাউপস্থাপন করলাম। কারণ, WBCS, WBP ও PSC-এর অনেক পরীক্ষাতে ভারতের হাইকোর্ট থেকে প্রশ্ন আসে; বিশেষত প্রতিষ্ঠা সাল থেকে। যেমন:- কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় কবে? মাদ্রাজ হাইকোর্ট কবে প্রতিষ্ঠা হয়? ইত্যাদি।

ভারতবর্ষের হাইকোর্টের তালিকা – List of High Courts in India

নামপ্রতিষ্ঠাকালএক্তিয়ারভুক্ত অঞ্চল
এলাহাবাদ হাইকোর্ট১৭ ই মার্চ ১৮৬৬উত্তরপ্রদেশ
আন্ধ্রপ্রদেশ হাইকোর্ট১ লা জানুয়ারী ২০১৯আন্ধ্রপ্রদেশ
বম্বে হাইকোর্ট১৪ অগাস্ট ১৮৬২মহারাষ্ট্র, গোয়া, দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলি
ক্যালকাটা হাইকোর্ট১ জুলাই ১৮৬২পশ্চিমবঙ্গ, আন্দামাঞ্জ ও নিকবর দ্বীপপুঞ্জ
ছত্তিসগড় হাইকোর্ট১ নভেম্বর ২০০০ছত্তিশগড়
দিল্লী হাইকোর্ট৩১ অক্টোবর ১৯৬৬দিল্লী
গৌহাটি হাইকোর্ট১ মার্চ ১৯৪৮অসম, অরুণাচল প্রদেশ, মিজোরাম ও নাগাল্যান্ড
গুজরাট হাইকোর্ট১ মে ১৯৬০গুজরাট
হিমাচল প্রদেশ হাইকোর্ট২৫ জানুয়ারী ১৯৭১হিমাচল প্রদেশ
জম্মু ও কাশ্মীর হাইকোর্ট২৬ মার্চ ১৯২৮`জম্মু ও কাশ্মীর, লাদাখ
ঝাড়খন্ড হাইকোর্ট১৫ নভেম্বর ২০০০ঝাড়খন্ড
কর্ণাটক হাইকোর্ট১৮৮৪কর্ণাটক
কেরালা হাইকোর্ট১ নভেম্বর ১৯৫৬কেরালা, লাক্ষাদ্বীপ
মধ্যপ্রদেশ হাইকোর্ট২ জানুয়ারী ১৯৩৬মধ্যপ্রদেশ
মাদ্রাজ হাইকোর্ট১৫ আগস্ট ১৮৬২তামিলনাডু, পুদুচেরি
মনিপুর হাইকোর্ট২৫ মার্চ ২০১৩মনিপুর
মেঘালয় হাইকোর্ট২৩ মার্চ ২০১৩মেঘালয়
উড়িষ্যা হাইকোর্ট৩ এপ্রিল ১৯৪৮ওড়িষ্যা
পাটনা হাইকোর্ট২ সেপ্টেম্বর ১৯১৬বিহার
পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট১৫ আগস্ট ১৯৪৭চন্ডিগড়, হরিয়ানা, পাঞ্জাব
রাজস্থান হাইকোর্ট২১ জুন ১৯৪৯রাজস্থান
সিকিম হাইকোর্ট১৬ মে ১৯৭৫সিকিম
তেলেঙ্গানা হাইকোর্ট১ জানুয়ারী ২০১৯তেলেঙ্গানা
ত্রিপুরা হাইকোর্ট২৬ মার্চ ২০১৩ত্রিপুরা
উত্তরাখন্ড হাইকোর্ট৯ নভেম্বর ২০০০উত্তরাখন্ড

ভারতের হাইকোর্ট সম্পর্কিত কিছু তথ্য:

  • ভারতে বর্তমানে ২৫টি হাইকোর্ট রয়েছে ।
  • ভারতের প্রাচীনতম হাইকোর্ট – কলকাতা হাইকোর্ট । প্রতিষ্ঠিত হয় ১লা জুলাই ১৮৬২ সালে।
  • হাইকোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন ভারতের রাষ্ট্রপতি।
  • হাইকোর্টের বিচাপতিদের অবসরের বয়স ৬২ বছর।
  • ২০০০ সালে মোট তিনটি হাইকোর্ট প্রতিষ্টিত হয় – উত্তরাখন্ড হাইকোর্ট, ঝাড়খন্ড হাইকোর্ট ও ছত্তীসগড় হাইকোর্ট।
  • ২০১৩ সালে মোট তিনটি হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় – ত্রিপুরা হাইকোর্ট, মেঘালয় হাইকোর্ট ও মনিপুর হাইকোর্ট।
  • ২০১৯ সালে মোট দুটি হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় – অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ও তেলেঙ্গানা হাইকোর্ট।

Leave a Comment