আন্তর্জাতিক সীমারেখা তালিকা PDF – বিভিন্ন দেশের সীমারেখা: আজ বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা PDF টি শেয়ার করছি, যেটিতে বিভিন্ন দেশের মধ্যে সীমানা বা বর্ডার গুলির নাম দেওয়া হয়েছে। চাকরীর পরীক্ষাতে এই তালিকা থেকে প্রশ্ন আসে, যেমন- ডুরান্ড লাইন কোন কোন দেশকে পৃথক করেছে? ভারত ও চিনের সীমারেখার নাম কী? বা ম্যাকমোহন লাইন কী?- এই সমস্ত যাবতীয় প্রশ্নের সঠিক উত্তর জানতে পিডিএফটি সংগ্রহ করুন।
আন্তর্জাতিক সীমারেখা তালিকা PDF – বিভিন্ন দেশের সীমারেখা
ক্রম | সীমারেখা | অবস্থান |
---|---|---|
১ | ১০ ডিগ্রী চ্যানেল | আন্দামান ও নিকোবর |
২ | ১৬তম প্যারালাল | নামিবিয়া ও অ্যাঙ্গোলা |
৩ | ১৭তম প্যারালাল | উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম |
৪ | ২৪তম প্যারালাল | ভারত ও পাকিস্তান |
৫ | ২৮তম প্যারালাল | ভারত ও পাকিস্তান |
৬ | ৩৭তম প্যারালাল | ভারত ও মায়ানমার |
৭ | ৩৮তম প্যারালাল | উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া |
৮ | ৪৯তম প্যারালাল | মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা |
৯ | ৮⁰ চ্যানেল | ভারত (মিনিকয় দ্বীপ) ও মালদ্বীপ |
১০ | ৯⁰ চ্যানেল | লাক্ষাদ্বীপ ও মিনিকয় |
১১ | ইংলিশ চ্যানেল | ইংল্যান্ড ও ফ্রান্স |
১২ | ওডার-নাইসে লাইন | পূর্বতন পূর্ব জার্মানি ও পোল্যান্ড |
১৩ | গ্রেট চ্যানেল | ভারত (আন্দামান, নিকোবর) ও সুমাত্রা |
১৪ | জিব্রাল্টার প্রণালী | ইউরোপ ও আফ্রিকা |
১৫ | ডানকান প্যাসেজ | গ্রেট আন্দামান ও লিটন আন্দামান |
১৬ | ডুরান্ড লাইন | পাকিস্তান ও আফগানিস্তান |
১৭ | তিন বিঘা করিডোর | ভারত ও বাংলাদেশ |
১৮ | পক প্রণালী | ভারত ও শ্রীলঙ্কা |
১৯ | মালাক্কা প্রণালী | মালয়েশিয়া ও সুমাত্রা |
২০ | ম্যাকমোহন লাইন | ভারত ও চীন |
২১ | ম্যাগিনট লাইন | জার্মানি ও ফ্রান্স |
২২ | ম্যানারহেম রেখা | রাশিয়া ও ফিনল্যান্ড |
২৩ | র্যাডক্লিফ লাইন | ভারত ও পাকিস্তান |
২৪ | লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল | ভারত ও চীন |
২৫ | লাইন অফ কন্ট্রোল | ভারত ও পাকিস্তান |
২৬ | লাইন অফ ডিমারকেশন | পর্তুগাল ও স্পেন |
২৭ | লোহিত সাগর | এশিয়া ও আফ্রিকা |
২৮ | সমব্রেরো চ্যানেল | আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জ |
২৯ | সাত-এল-আরব | ইরাক ও ইরান |
৩০ | সিগফ্রেড লাইন | জার্মানি ও ফ্রান্স |
৩১ | হিনডেন বার্গ লাইন | জার্মানি ও পোল্যান্ড |