ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তালিকা

Rate this post

ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তালিকা: পরমাণু শক্তি ভারতে চতুর্থ বৃহত্তম বিদ্যুতের উৎস। পরমাণু শক্তির স্থান এদেশে তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ ও পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎশক্তির ঠিক পরেই। ২০১০ সালের হিসেব অনুযায়ী, ভারতে মোট ১৯টি পারমাণবিক চুল্লি রয়েছে, যা থেকে মোট ৪,৫৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। অতিরিক্ত ২,৭২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য আরও চারটি পারমাণবিক চুল্লি নির্মাণের কাজ চলছে।এছাড়াও আইটিইআর প্রকল্পে অংশগ্রহণের মাধ্যমে ফিউসন রিঅ্যাক্টরগুলির উন্নয়নের কাজেও ভারত জড়িত।

১৯৯০-এর দশকের প্রথম পাদ থেকে ভারতের পরমাণু জ্বালানির প্রধান উৎস রাশিয়া। দেশের আভ্যন্তরিণ ইউরেনিয়াম সঞ্চয়ের পরিমাণ কমে আসায় ২০০৬ থেকে ২০০৮ সালে ভারতে উৎপাদিত পরমাণু বিদ্যুতের হার কমে গিয়ে হয় ১২.৮৩ শতাংশ। ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপের কাছ থেকে অনুমতি পেয়ে ভারত আন্তর্জাতিক পরমাণু বাণিজ্যের জগতে প্রবেশ করে। এরপর ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, কাজাকস্তান প্রভৃতি দেশের সঙ্গে পরমাণু চুক্তিতে আবদ্ধ হয় ভারত। ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে ২০০০ টন পরমাণু জ্বালানি সরবরাহের জন্য রাশিয়ার সঙ্গে ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তিতে সাক্ষর করে ভারত।

আগামী ২৫ বছরে সামগ্রিক বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের হারকে ৪.২ শতাংশ থেকে ৯ শতাংশে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে ভারত। ২০১০ সালে ভারতের দেশীয় পরমাণু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়ে হয়েছে ৬,০০০ মেগাওয়াট। ২০০৯ সালের হিসেব অনুযায়ী, কার্যকরী পরমাণু চুল্লির সংখ্যার বিচারে ভারতের স্থান বিশ্বে নবম। আরও নয়টি চুল্লি নির্মীয়মান। তার মধ্যে দুটি ফ্রান্সের আরেভা নির্মিত দুটি ইপিআর-ও রয়েছে। দেশীয় পরমাণু চুল্লিগুলির মধ্যে রয়েছে টিএপিএস-৩ ও -৪; দুটিই ৫৪০ মেগাওয়াটের চুল্লি। ২০১০ সালের মধ্যে ভারতের ৭১৭ মিলিয়ন মার্কিন ডলারের ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর প্রকল্পটি চালু হয়ে যাওয়ার কথা।

ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তালিকা

নংপারমাণবিক বিদ্যুৎ কেন্দ্ররাজ্য
নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রউত্তরপ্রদেশ
কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকর্ণাটক
কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুজরাট
কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রতামিলনাড়ু
মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রতামিলনাড়ু
তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রমহারাষ্ট্র
রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্ররাজস্থান

Q. ভারতে মোট কতগুলি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে ?

Ans: ভারতে ৭টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ২২টি পারমাণবিক চুল্লি রয়েছে।

Q. ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি ?

Ans: কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।

Q. ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি ?

Ans: অপ্সরা

Q. ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি ?

Ans: তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।

Q. ভারতে প্রথম পারমাণবিক কেন্দ্র কত সালে গঠিত হয় ?

Ans: ৯৬৯ সালে।

Leave a Comment