ভারতের বিভিন্ন প্রতিরক্ষা বাহিনীর মূলমন্ত্র তালিকা: আজ ভারতের বিভিন্ন প্রতিরক্ষা বাহিনীর মোটো pdfটি শেয়ার করছি, যেটিতে ভারতীয় আর্মড ফোর্সের মূলমন্ত্র সমূহের তালিকা দেওয়া হয়েছে। ভারতে পুলিশ এবং অন্যান্য চাকরীর পরীক্ষাতে এই মোটো থেকে প্রায়ই প্রশ্ন আসে; যেমন:- ভারতীয় নৌবাহিনীর মোটো কী? ইন্ডিয়ান আর্মির মূলমন্ত্র কী? ইত্যাদি।
ভারতের বিভিন্ন প্রতিরক্ষা বাহিনীর মূলমন্ত্র তালিকা
নং | প্রতিরক্ষা বাহিনী | মোটো |
---|---|---|
১ | আর্মি মেডিক্যাল কর্পস | Sarve Santu Niramaya |
২ | ইন্ডিয়ান আর্মি | Service Before Self |
৩ | ইন্ডিয়ান এয়ারফোর্স | Touch the Sky with Glory |
৪ | ইন্ডিয়ান কোস্ট গার্ড | Vayam Rakshamah (We Protest) |
৫ | ইন্ডিয়ান নেভি | Sham No Varunah |
৬ | ইন্ডিয়ান মিলিটারি একাডেমী | Veerta aur Vivek |
৭ | ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ | Shaurya-Dridhata-Karma Nishtha |
৮ | কর্পস অফ আর্মি এয়ার ডিফেন্স | Aakasey Satrun Jahi |
৯ | টেরিটোরিয়াল আর্মি | Savdhani Va Shoorta (Vigilance & Valour) |
১০ | ন্যাশনাল ক্যাডেট কর্পস | Unity and Discipline |
১১ | ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স | Saving Lives & Beyond |
১২ | ন্যাশনাল সিকিউরিটি গার্ডস | Sarvatra Sarvottam Suraksha |
১৩ | বর্ডার সিকিউরিটি ফোর্স | Kartavya Jeevan Paryant (Duty unto Death) |
১৪ | মিলিটারি নার্সিং সার্ভিসেস | Service with a Smile |
১৫ | সশস্ত্র সীমা বল | Service, Security and Brotherhood |
১৬ | সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স | Protection and Security |
১৭ | সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স | Service & Loyalty |