বিভিন্ন দেশের তৃণভূমির নাম তালিকা: তৃণভূমি এমন অঞ্চল যেখানে গাছপালার মধ্যে ঘাসের (পোয়াসি) আধিপত্য থাকে। তবে শর (সাইপারেসি) এবং নলখাগড়া (জুঙ্গাকেসি)-ও দেখা যায়। সঙ্গে নানা অনুপাতে ক্লোভার (ত্রিপত্রবিশেষ) এর মতো শিম্ব জাতীয় গুল্ম এবং অন্যান্য ভেষজ পাওয়া যায়। কুমেরু বাদে সমস্ত মহাদেশে তৃণভূমি প্রাকৃতিকভাবে দেখা যায় এবং পৃথিবীর বেশিরভাগ পরিবেশ অঞ্চল-এ পাওয়া যায়। তার উপরে পৃথিবীর বৃহত্তম বায়োমসমূহের মধ্যে একটি হ’ল তৃণভূমি। বলতে গেলে বিশ্বজুড়ে ভূদৃশ্য অধিকার করে আছে তৃণভূমি। তৃণভূমি, পৃথিবীর পৃষ্ঠের ৩১-৪৩% অংশ জুড়ে রয়েছে। এগুলি আমাদের গ্রহের অন্যতম উৎপাদনশীল ভূদৃশ্য । বিভিন্ন ধরনের তৃণভূমি রয়েছে: প্রাকৃতিক তৃণভূমি, আধা-প্রাকৃতিক তৃণভূমি এবং কৃষিজ তৃণভূমি।
বিভিন্ন দেশের তৃণভূমির নাম তালিকা
নং | তৃণভূমি | দেশ |
---|---|---|
১ | মিচেল তৃণভূমি | অস্ট্রেলিয়া ও ওশিয়ানিয়া |
২ | ডাউনস্ তৃণভূমি | অস্ট্রেলিয়া |
৩ | সাভানা তৃণভূমি | আফ্রিকা ও অস্ট্রেলিয়া |
৪ | এল গ্রান চাকো তৃণভূমি | আর্জেন্টিনা |
৫ | স্তেপস্ তৃণভূমি | ইউরোপ ও উত্তর এশিয়া |
৬ | তৈগা তৃণভূমি | ইউরোপ ও এশিয়া |
৭ | প্রেইরী তৃণভূমি | উত্তর আমেরিকা |
৮ | আলং আলং তৃণভূমি | এশিয়া ও ইন্দোনেশিয়া |
৯ | পার্কল্যান্ড তৃণভূমি | জিম্বাবুয়ে |
১০ | ভেল্ডস্ তৃণভূমি | দক্ষিণ আফ্রিকা |
১১ | পম্পাস্ তৃণভূমি | দক্ষিণ আমেরিকা |
১২ | সেল্ভাস তৃণভূমি | দক্ষিণ আমেরিকা |
১৩ | ক্যান্টারবেরি তৃণভূমি | নিউজিল্যান্ড |
১৪ | তুসোক তৃণভূমি | নিউজিল্যান্ড |
১৫ | সেরাডোস্ তৃণভূমি | প্যারাগুয়ে |
১৬ | মন্টানা তৃণভূমি | বলিভিয়া |
১৭ | ক্যাম্পোস তৃণভূমি | ব্রাজিল |
১৮ | লিয়ানোস তৃণভূমি | ভেনেজুয়েলা |
১৯ | পুস্তাজ তৃণভূমি | হাঙ্গেরী |