বিভিন্ন দেশের সংবাদ এজেন্সি PDF – বিভিন্ন দেশের সংবাদ সংস্থার নাম তালিকা: আজ বিভিন্ন দেশের সংবাদ সংস্থার নাম তালিকা PDF টি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে বিশ্বের বিখ্যাত কয়েকটি দেশের সংবাদ এজেন্সির নাম দেওয়া হয়েছে। চাকরীর পরীক্ষায় জিকের অংশ হিসাবে এখান থেকে প্রশ্ন আসে; যেমন- রয়টার কোন দেশের সংবাদ সংস্থার নাম? আনতারা কোন দেশের সংবাদ এজেন্সি? ইত্যাদি।
Q. রিটা কোন দেশের সংবাদ এজেন্সি ?
উত্তর: রিটা রাশিয়ার সংবাদ এজেন্সি।
Q. ভারতের সংবাদ এজেন্সি বা সংস্থার নাম কি ?
উত্তর: প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, হিন্দুস্থান সমাচার, UNI ও ভারতী হলো ভারতের সংবাদ সংস্থা।
Q. অন্তরা কোন দেশের সংবাদ সংস্থা ?
উত্তর: ইন্দোনেশিয়ার সংবাদ এজেন্সির নাম হল অন্তরা।
Q. আমেরিকার সংবাদ এজেন্সির নাম কি ?
উত্তর: ইউনাইটেড প্রেস, ইন্টারন্যাশনাল নিউজ সার্ভিস ও অ্যাসোসিয়েটেড প্রেস হল আমেরিকার সংবাদ সংস্থা।
Q. প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া সংবাদ সংস্থাটি কোন দেশে অবস্থিত ?
উত্তর: প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া সংবাদ সংস্থাটি ভারতে অবস্থিত এবং এটিই ভারতের বৃহত্তম সংবাদ এজেন্সি।
Q. আমেরিকার বৃহত্তম সংবাদ সংস্থার নাম কি ?
উত্তর: এপি বা অ্যাসোসিয়েট প্রেস হল আমেরিকার বৃহত্তম সংবাদ সংস্থা। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৮৪৬ সালে এবং এই সংস্থার সদর দপ্তর নিউইয়র্ক সিটি।
বিভিন্ন দেশের সংবাদ এজেন্সি
সংবাদ এজেন্সি | দেশ |
---|---|
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, ইউ এন আই, হিন্দুস্থান সমাচার, সমাচার, ভারতী | ভারত |
বাংলাদেশ সংবাদ সংস্থান (BSS) | বাংলাদেশ |
অ্যাসোসিয়েট প্রেস অফ পাকিস্তান | ইসলামাবাদ |
এজেন্সি ফ্রান্স প্রেস (AFT) | ফ্রান্স |
অন্তরা | ইন্দোনেশিয়া |
ইউনাইটেড প্রেস | আমেরিকা |
অ্যাসোসিয়েটেড প্রেস (AP) | আমেরিকা |
ইন্টার্নেশনাল নিউজ সার্ভিস | আমেরিকা |
কাইওডন থসথান | টোকিও |
সেটাকা | চেক প্রজাতন্ত্র |
আরব নিউজ এজেন্সি | আরব |
রিটা (RITA) | রাশিয়া |
চায়না নিউজ সার্ভিস | বেইজিং |
মিডল ইস্ট এজেন্সি | কায়রো |
রয়টার | UK |
কানাডিয়ান প্রেস | টরেন্টো |