বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি

Rate this post

বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি: আজ বিভিন্ন প্রাণীর গমন অঙ্গের নাম তালিকা PDF টি আপনাদের সকলের সাহায্যার্থে বিনামূল্যে এবং বাংলায় প্রদান করছি, যেটিতে প্রানীদের গমন পদ্ধতিও উল্লেখিত আছে। জীবন বিজ্ঞানের অংশ হিসাবে এখান থেকে প্রায়ই প্রশ্ন আসে; যেমন:- অ্যামিবার গমন অঙ্গের নাম কী? কেঁচোর গমনাঙ্গের নাম কী? ইত্যাদি।

বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি

প্রাণীর নামগমন অঙ্গগমন পদ্ধতি
অক্টোপাসপেশীসুইমিং
অ্যামিবাক্ষনপদঅ্যামিবয়েড
ইউগ্লিনাফ্ল্যাজেলাফ্ল্যাজেলীয় গতি
কেঁচোসিটি বা সিটাক্রিপিং
জেলিফিসপেশীসুইমিং
জোঁকচোষক অঙ্গলুপিং
টিকটিকিদুইজোড়া পাক্রলিং
ডলফিনপুচ্ছ ও ফ্লিপারসন্তরণ
তারামাছটিউব ফীটলুপিং
তিমিপুচ্ছ ও ফ্লিপারসন্তরণ
পাখিডানা ও পাফ্লাইং ও ওয়াকিং
প্যারামিসিয়ামসিলিয়াসিলিয়ারি গমন
বাদুড়অস্থিযুক্ত প্যাটাজিয়ামউড্ডয়ন
সাপপ্যাটাজিয়ামনিস্ক্রিয় উড্ডয়ন
হাইড্রাকর্ষিকালুপিং, সামারসল্টিং

Leave a Comment