কারেন্ট অ্যাফেয়ার্স 24th এপ্রিল 2024 | Gksolve Bengali Current Affairs 24th April 2024

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 24th এপ্রিল 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolve Bengali Current Affairs 24th April 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 24th এপ্রিল 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Gksolve Bengali Current Affairs 24th April 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 24th এপ্রিল 2024 | Gksolve Bengali Current Affairs 24th April 2024

1. মেঘালয়ে সম্প্রতি 34 তম Seng Khihlang উৎসব সম্পন্ন হলো।

2. Stefanos Tsitsipas কে হারিয়ে নরওয়ের Casper Ruud সম্প্রতি ATP Barcelona Open 500 সিঙ্গেলস খেতাব জিতলেন।

3. গ্লোবাল মিলিটারি স্পেন্ডিং 2023 এ ভারত চতুর্থ স্থান অধিকার করলো।

4. আন্দামান এবং নিকোবর লোকসভা নির্বাচনে প্রথমবার ভোট দিয়ে শিরোনামে উঠে এলো Shompen উপজাতি।

5. ট্রাইবাল স্কিল ডেভেলপমেন্ট -এর জন্য ISKCON এবং NSDC জোটবদ্ধ হলো।

6. গান্ধীনগরের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়, Starburst Aerospace এর সাথে চুক্তি স্বাক্ষর করলো।

7. দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করতে কুয়েতে প্রথমবার হিন্দি রেডিও ব্রডকাস্ট চালু হলো।

8. প্রতিবছর 23 শে এপ্রিল ওয়ার্ল্ড বুক এবং কপিরাইট দিবস পালন করা হয়।

9. বৃহত্তম মন্দির উৎসব Thrissur Pooram 2024 সম্প্রতি কেরলে উদযাপিত হলো।

10. প্রখ্যাত শিল্পপতি রতন টাটাকে KISS Humanitarian আওয়ার্ড 2021 -এ সম্মানিত করা হলো।

আরও পড়ুন:

Leave a Comment