বাংলাদেশের নদী তীরবর্তী শহর তালিকা

Rate this post

বাংলাদেশের নদী তীরবর্তী শহর তালিকা: দক্ষিণ এশিয়ায় অন্তর্গত বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। শাখা-প্রশাখাসহ প্রায় ৩১০ টি নদ-নদী বিপুল জলরাশি নিয়ে ২৪,১৪০ কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ২০০৫ সালে বাংলাদেশের নদ-নদী শীর্ষক গ্রন্থে বলেছে নদ-নদীর সংখ্যা ৩১০টি। এরপর ২০১১ সালে নদ-নদীর সংখ্যা হয় ৪০৫ টি।

বাংলাদেশের অধিকাংশ এলাকাই শত শত নদীর মাধ্যমে বয়ে আসা পলি মাটি জমে তৈরি হয়েছে। বাংলাদেশের প্রধান প্রধান নদ-নদীসমূহের তালিকা নিম্নে প্রদান করা হলঃ

নদীমাতৃক বাংলাদেশে অসংখ্য নদনদীর মধ্যে অনেকগুলো আকার এবং গুরুত্বে বিশাল। এসব নদীকে বড় নদী হিসেবে উল্লেখ করা হয়। বৃহৎ নদী হিসেবে কয়েকটিকে উল্লেখ করা যায় এমন নদীসমূহ হচ্ছে: পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলি, শীতলক্ষ্যা, তিস্তা, গোমতী ইত্যাদি।

বাংলাদেশের নদী তীরবর্তী শহর তালিকা

নংশহরযে নদীর তীরবর্তী
কুড়িগ্রামধরলা
কুমিল্লাগোমতী
কুষ্টিয়াগড়াই
খাগড়াছড়িচেঙ্গী
খুলনাভৈরব, রূপসা
গাজীপুরতুরাগ
গোপালগঞ্জমধুমতি
চট্টগ্রাম, রাঙামাটিকর্ণফুলী
চাঁদপুরমেঘনা
১০চাঁপাইনবাবগঞ্জমহানন্দা
১১ঝিনাইদহনবগঙ্গা
১২টাঙ্গাইলযমুনা, ধলেশ্বরী, বংশী
১৩টুঙ্গিপাড়াবাইগার
১৪ঠাকুরগাঁওটাঙ্গন
১৫ঢাকাবুড়িগঙ্গা
১৬দিনাজপুরপুনর্ভবা
১৭নড়াইলচিত্রা
১৮নারায়ণগঞ্জশীতলক্ষ্যা
১৯পঞ্চগড়, বগুড়াকরতোয়া
২০পাবনাইছামতি
২১বরিশালকীর্তনখোলা
২২বান্দরবারশংখ বা সাঙ্গু
২৩ব্রাহ্মনবাড়িয়াতিতাস
২৪মাদারীপুরআড়িয়াল খাঁ
২৫মৌলভীবাজারমনু
২৬যশোরকপোতাক্ষ, ভৈরব, ভদ্রা
২৭রংপুর, গাইবান্ধাঘাঘট
২৮রাজশাহীপদ্মা
২৯লালমনিরহাটতিস্তা
৩০সিরাজগঞ্জযমুনা
৩১সিলেটসুরমা

Leave a Comment