বিভিন্ন দেশের স্থানান্তর কৃষির নাম – Shifting Agriculture In Different Countries: আজ বিভিন্ন দেশের স্থানান্তর কৃষির নাম তালিকা PDF টি শেয়ার করছি, যেটিতে বিশ্বের বিভিন্ন দেশের স্থানান্তর কৃষির প্রচলিত বা স্থানীয় নামের তালিকা রয়েছে। অর্থাৎ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় বলা যায় বাংলা জিকে বা সাধারণ জ্ঞানের। ইংরাজিতে একে ‘Shifting Cultivation‘ বলা হয়ে থাকে। চাকরীর পরীক্ষাতে স্থানান্তর কৃষি থেকে প্রশ্ন সাধারনত এসেই থাকে। যেমন:- রোকা কোন দেশের স্থানান্তর কৃষির নাম? ঝুম চাষ কোন কোন দেশে দেখা যায়? ইত্যাদি।
বিভিন্ন দেশের স্থানান্তর কৃষির নাম – Shifting Agriculture In Different Countries
নং | দেশ | স্থানান্তর কৃষির নাম |
---|---|---|
১ | ইন্দোনেশিয়া | হুমা |
২ | উগান্ডা | চেতেমনী |
৩ | কঙ্গো | মাসোলে |
৪ | জাম্বিয়া | চেতেমনী |
৫ | জিম্বাবোয়ে | চেতেমনী |
৬ | থাইল্যান্ড | তামরাই |
৭ | দক্ষিন আফ্রিকা | ফ্যাঙ |
৮ | পূর্ব আফ্রিকা | লোগন |
৯ | ফিলিপাইন | কেইঞ্জিন |
১০ | বাংলাদেশ | ঝুম |
১১ | ব্রাজিল | রোকা |
১২ | ভিয়েতনাম | রে |
১৩ | ভেনেজুয়েলা | কোনুকো |
১৪ | মাদাগাস্কার | তাবী |
১৫ | মায়ানমার | টাঙ্গিয়া, তোন্যক |
১৬ | মালেশিয়া | লাডাং, লায়রান |
১৭ | মেক্সিকো | মিলপা, কোমিল |
১৮ | লাওস | হে |
১৯ | শ্রীলঙ্কা | চেনা |
২০ | সুদান | নামাসু |