বিখ্যাত ব্যক্তিদের স্লোগান PDF – Slogans of Indian Freedom Fighters

Rate this post

বিখ্যাত ব্যক্তিদের স্লোগান PDF – Slogans of Indian Freedom Fighters: আজ ভারতের বিখ্যাত ব্যক্তিদের স্লোগান তালিকা PDF টি দিচ্ছি, যেটিতে ভারতের উল্লেখযোগ্য স্বাধীনতা সংগ্রামীদের ও বিশিষ্ট ব্যক্তিদের স্লোগান গুলি দেওয়া হলো। ইতিহাস ও জেনারেল স্টাডিজের অংশ হিসাবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- জয় জওয়ান জয় কিষান শ্লোগানটি কার? গরিবি হটাও স্লোগানটি কে দিয়েছিলেন? ইত্যাদি।

Q. তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, জয় হিন্দ, দিল্লি চলো উক্তি গুলি কার ?

উত্তর: এই উক্তিগুলি নেতাজি সুভাষচন্দ্র বসুর।

Q. ইনক্লাব জিন্দাবাদ এই স্লোগানটি কোন বিপ্লবীর ?

উত্তর: ইনক্লাব জিন্দাবাদ এই উক্তিটি ভগৎ সিং এর।

Q. ভারত ছাড়ো, করেঙ্গে ইয়া মরেঙ্গে এই উক্তি গুলি কার ?

উত্তর: ভারত ছাড়ো, করেঙ্গে ইয়া মরেঙ্গে উক্তি গুলি মহাত্মা গান্ধীর।

Q. জয় জওয়ান জয় কিষান স্লোগানটি কোন বিপ্লবীর ?

উত্তর: জয় জওয়ান জয় কিষান এই স্লোগানটি লাল বাহাদুর শাস্ত্রীর।

Q. গরিবি হটাও এই স্লোগানটি কার ?

উত্তর: গরীবি হটাও স্লোগান টি ইন্দিরা গান্ধীর।

Q. স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার ?

উত্তর: স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি বালগঙ্গাধর তিলকের।

Q. বন্দেমাতরম স্লোগানটি কোন বিখ্যাত ব্যক্তির ?

উত্তর: বন্দেমাতরম স্লোগানটি বিখ্যাত ব্যক্তি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের।

Q. সত্যমেব জয়তে স্লোগানটি কোন বিখ্যাত ব্যক্তির ?

উত্তর: বিখ্যাত ব্যক্তি মদনমোহন মালব্য এর উক্তি সত্যমেব জয়তে।

বিখ্যাত ব্যক্তিদের স্লোগান PDF – Slogans of Indian Freedom Fighters

ব্যক্তিস্লোগান
নেতাজি সুভাষচন্দ্র বসুতোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, জয় হিন্দ, দিল্লি চলো
ভগৎ সিংইনক্লাব জিন্দাবাদ, সাম্রাজ্যবাদকো নাশ হো
মহাত্মা গান্ধীকরেঙ্গে ইয়া মরেঙ্গে, ভারত ছাড়ো
লাল বাহাদুর শাস্ত্রীজয় জওয়ান জয় কিষান
রামপ্রসাদ বিসমিলসরফরোশি কি তামান্না অব হামারে দিলমে হ্যায়
রাজীব গান্ধীমেরে ভারত মহান হ্যায়
মহঃ ইকবালসারে জাঁহাসে আচ্ছা
রবীন্দ্রনাথ ঠাকুরজনগণমন অধিনায়ক জয় হে
অটল বিহারী বাজপেয়ীজয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান
বালগঙ্গাধর তিলকস্বরাজ আমার জন্মগত অধিকার
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়বন্দেমাতরম
জওহরলাল নেহেরুপূর্ণ স্বরাজ, আরাম হারাম হ্যাঁয়
মন্ডল পান্ডেমারো ফিরিঙ্গি কো
বিনোবা ভাবেজয় জগত
সঞ্জয় গান্ধীকাম অধিক বাতে কম
পি. ভি. নরসিংস রাওদেশ বাচাও, দেশ বানাও
ইন্দিরা গান্ধীগরীবি হটাও
বল্লভভাই প্যাটেলকর মাত দো
মুরলী মনোহর জোশিকাশ্মীর চলো
জয়প্রকাশ নারায়নসম্পূর্ণ ক্রান্তি
ভারতেন্দু হরিশচন্দ্রহিন্দি, হিন্দু, হিন্দুস্তান
লালা লাজপত রায়সাইমন কমিশন বাপাস যাও
মদনমোহন মালোব্যসত্যমেব জয়তে
দয়ানন্দ সরস্বতীবেদো কি অর লটো

Leave a Comment