বিখ্যাত ব্যক্তিদের স্লোগান PDF – Slogans of Indian Freedom Fighters: আজ ভারতের বিখ্যাত ব্যক্তিদের স্লোগান তালিকা PDF টি দিচ্ছি, যেটিতে ভারতের উল্লেখযোগ্য স্বাধীনতা সংগ্রামীদের ও বিশিষ্ট ব্যক্তিদের স্লোগান গুলি দেওয়া হলো। ইতিহাস ও জেনারেল স্টাডিজের অংশ হিসাবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- জয় জওয়ান জয় কিষান শ্লোগানটি কার? গরিবি হটাও স্লোগানটি কে দিয়েছিলেন? ইত্যাদি।
Q. তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, জয় হিন্দ, দিল্লি চলো উক্তি গুলি কার ?
উত্তর: এই উক্তিগুলি নেতাজি সুভাষচন্দ্র বসুর।
Q. ইনক্লাব জিন্দাবাদ এই স্লোগানটি কোন বিপ্লবীর ?
উত্তর: ইনক্লাব জিন্দাবাদ এই উক্তিটি ভগৎ সিং এর।
Q. ভারত ছাড়ো, করেঙ্গে ইয়া মরেঙ্গে এই উক্তি গুলি কার ?
উত্তর: ভারত ছাড়ো, করেঙ্গে ইয়া মরেঙ্গে উক্তি গুলি মহাত্মা গান্ধীর।
Q. জয় জওয়ান জয় কিষান স্লোগানটি কোন বিপ্লবীর ?
উত্তর: জয় জওয়ান জয় কিষান এই স্লোগানটি লাল বাহাদুর শাস্ত্রীর।
Q. গরিবি হটাও এই স্লোগানটি কার ?
উত্তর: গরীবি হটাও স্লোগান টি ইন্দিরা গান্ধীর।
Q. স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার ?
উত্তর: স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি বালগঙ্গাধর তিলকের।
Q. বন্দেমাতরম স্লোগানটি কোন বিখ্যাত ব্যক্তির ?
উত্তর: বন্দেমাতরম স্লোগানটি বিখ্যাত ব্যক্তি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের।
Q. সত্যমেব জয়তে স্লোগানটি কোন বিখ্যাত ব্যক্তির ?
উত্তর: বিখ্যাত ব্যক্তি মদনমোহন মালব্য এর উক্তি সত্যমেব জয়তে।
বিখ্যাত ব্যক্তিদের স্লোগান PDF – Slogans of Indian Freedom Fighters
ব্যক্তি | স্লোগান |
---|---|
নেতাজি সুভাষচন্দ্র বসু | তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, জয় হিন্দ, দিল্লি চলো |
ভগৎ সিং | ইনক্লাব জিন্দাবাদ, সাম্রাজ্যবাদকো নাশ হো |
মহাত্মা গান্ধী | করেঙ্গে ইয়া মরেঙ্গে, ভারত ছাড়ো |
লাল বাহাদুর শাস্ত্রী | জয় জওয়ান জয় কিষান |
রামপ্রসাদ বিসমিল | সরফরোশি কি তামান্না অব হামারে দিলমে হ্যায় |
রাজীব গান্ধী | মেরে ভারত মহান হ্যায় |
মহঃ ইকবাল | সারে জাঁহাসে আচ্ছা |
রবীন্দ্রনাথ ঠাকুর | জনগণমন অধিনায়ক জয় হে |
অটল বিহারী বাজপেয়ী | জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান |
বালগঙ্গাধর তিলক | স্বরাজ আমার জন্মগত অধিকার |
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | বন্দেমাতরম |
জওহরলাল নেহেরু | পূর্ণ স্বরাজ, আরাম হারাম হ্যাঁয় |
মন্ডল পান্ডে | মারো ফিরিঙ্গি কো |
বিনোবা ভাবে | জয় জগত |
সঞ্জয় গান্ধী | কাম অধিক বাতে কম |
পি. ভি. নরসিংস রাও | দেশ বাচাও, দেশ বানাও |
ইন্দিরা গান্ধী | গরীবি হটাও |
বল্লভভাই প্যাটেল | কর মাত দো |
মুরলী মনোহর জোশি | কাশ্মীর চলো |
জয়প্রকাশ নারায়ন | সম্পূর্ণ ক্রান্তি |
ভারতেন্দু হরিশচন্দ্র | হিন্দি, হিন্দু, হিন্দুস্তান |
লালা লাজপত রায় | সাইমন কমিশন বাপাস যাও |
মদনমোহন মালোব্য | সত্যমেব জয়তে |
দয়ানন্দ সরস্বতী | বেদো কি অর লটো |