Ssc Group-d Gk Question In Bengali

Rate this post

Ssc Group-d Gk Question In Bengali:

০১) নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: মহাপদ্ম নন্দ

০২) নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন ?

উত্তর: ধননন্দ

০৩) চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন ?

উত্তর: ৩২৪ খ্রিস্টপূর্বাব্দে

০৪) বিন্দুসার কে অমৃতাঘাত উপাধি কারা দেন ?

উত্তর: গ্রীকরা

০৫) চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন বৈদেশিক পর্যটক ভারতে আসেন ?

উত্তর: মেগাস্থিনিস

০৬) অজাত শত্রু কে ছিলেন ?

উত্তর: বিম্বিসারের পুত্র

০৭) পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন ?

উত্তর: উদয় ভদ্র

০৮) মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?

উত্তর: সম্রাট অশোক

০৯) বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন ?

উত্তর: হর্ষঙ্ক বংশ

১০) মৌর্য রাজাদের রাজধানী কোথায় ছিল ?

উত্তর: পাটলিপুত্র

১১) ভারতীয় সংবিধান কার্যকরী হয় কত সালে ?

উত্তর: ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি

১২) Father of the Constitution of India কাকে বলা হয় ?

উত্তর: ডঃ বি আর আম্বেদকর

১৩) ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতীক কি ?

উত্তর: রাজ্যসভা

১৪) সরকারের নতুন আর্থিক বছর শুরু হয় কত তারিখ থেকে?

উত্তর: ১লা এপ্রিল

১৫) আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন কে মগধের রাজা ছিল ?

উত্তর: ধন নন্দ

১৬) লোকসভার সদস্য প্রার্থীদের অন্তত কত বছর হতে হবে ?

উত্তর: 25 বছর

১৭) ভারতের নিয়ন্ত্রক ও মহা গণনা পরীক্ষককে কে নিযুক্ত করেন ?

উত্তর: রাষ্ট্রপতি

১৮) The story of the Integration of the Indian States বইটির লেখক কে ?

উত্তর: ভি পি মেনন

১৯) কেরালার পর ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি ?

উত্তর: মিজোরাম

২০) ভারতীয় পার্লামেন্টের কটি কক্ষ আছে ?

উত্তর: দুটি

২১) রাষ্ট্রপতি সর্বমোট কতজন সদস্য কে পার্লামেন্টে মনোনীত করতে পারেন ?

উত্তর: ১৪ জন

২২) প্রতিপাদ স্থানের সময়ের ব্যবধান কত ঘন্টা ?

উত্তর: ১২ ঘণ্টা

২৩) সুমেরুতে ধ্রুবতারার উন্নতি কোণের মান কত ?

উত্তর: ৯০⁰ উত্তর

২৪) জাপানের প্রতিদিন গড়ে কতবার ভূমিকম্প হয় ?

উত্তর: ২০ বার

২৫) কত সালে ভূমিকম্পে কচ্ছের রন অঞ্চল বসে গিয়ে জলাভূমির সৃষ্টি করেছে ?

উত্তর: ১৮১৯ সালে

২৬) জীবাশ্ম দেখা যায় কোন শিলায় ?

উত্তর: পাললিক শিলা

২৭) ভূমিকম্পের কেন্দ্র সাধারণত ভূপৃষ্ঠ থেকে কত কিমি এর মধ্যে হয় ?

উত্তর: 16 কিমি

২৮) প্রাথমিক শিলা কোন শিল্পকে বলা হয় ?

উত্তর: আগ্নেয় শিলা

২৯) কয়লার রূপান্তরিত রূপ কি ?

উত্তর: গ্রাফাইট

৩০) ভূত্বকের গড় গভীরতা কত ?

উত্তর: ৬০ কিমি

৩১) লাভা গঠিত শিলার নাম কি ?

উত্তর: ব্যাসল্ট

৩২) উত্তর থেকে দক্ষিনে হিমালয় পর্বত কে কয় ভাগে ভাগ করা হয় ?

উত্তর: ৪ ভাগে

৩৩) কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?

উত্তর: নর্মদা

৩৪) জাপানের ফুজিয়ামা কি ধরনের আগ্নেয়গিরি ?

উত্তর: সুপ্ত

৩৫) একটি স্তুপ পর্বত এর উদাহরণ দাও ।

উত্তর: সাতপুরা পর্বত

৩৬) কলম্বিয়ার স্নেক মালভূমি কি জাতীয় মালভূমি ?

উত্তর: মহাদেশীয়

৩৭) বঙ্কিমচন্দ্রের কোন বিখ্যাত রচনা অন্যতম প্রধান চরিত্র তিলোত্তমা ?

উত্তর: দুর্গেশনন্দিনী

৩৮) কোন বাঙালি লেখক এর ছদ্মনাম কালপেঁচা ?

উত্তর: বিনয় ঘোষ

৩৯) কোন কবি ধুমকেতু ছদ্মনামে লিখতেন ?

উত্তর: নজরুল ইসলাম

৪০) Death of a Salesman নাটকের রচয়িতা কে ?

উত্তর: হেনরি মিলার

৪১) বাংলার এক কোভিদ লেখনীতে চরিত্রের নাম নীরা, কবির নাম কি ?

উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়

৪২) পিটুইটারি গ্রন্থির ক্ষরণ মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত ?

উত্তর: হাইপোথ্যালামাস

৪৩) দেহের তরুণাস্থি ও অস্থির বৃদ্ধিতে সাহায্য করে কোন্ হরমোন ?

উত্তর: সোমাটোট্রফিক হরমোন

৪৪) শৈশবে STH-এর বেশি ক্ষরণে কী অস্বাভাবিকত্ব দেখা যায় ?

উত্তর: অতিকায়ত্ব বা জাইগ্যানটিজম

৪৫) STH-এর পুরো নাম কী ?

উত্তর: সোমাটোট্রফিক হরমোন

৪৬) প্রাপ্তবয়স্কদের STH-এর অধিক ক্ষরণে যে-অস্বাভাবিকত্ব দেখা যায়, তার নাম কী ?

উত্তর: অ্যাক্রোমেগালি

৪৭) অগ্র পিটুইটারি নিঃসৃত কোন্ ট্রফিক হরমোন স্টেরয়েড হরমোনগুলির নিঃসরণ নিয়ন্ত্রণ করে?

উত্তর: ACTH

৪৮) গোনাডোট্রফিক হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় ?

উত্তর: পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ডক থেকে

৪৯) LH-এর কাজ কী?

উত্তর: স্ত্রীদের দেহে এই হরমোন করপাস লুটিয়াম গঠনে এবং তা থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে

৫০) রক্তবাহ সংকোচক নামে কোন্ নিউরোহরমোন পরিচিত ?

উত্তর: ADH

Leave a Comment