বৈদিক সভ্যতা MCQ প্রশ্ন উত্তর PDF – Vedic Civilization MCQ PDF in Bengali: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Vedic Civilization Question Answer History Gk PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বৈদিক সভ্যতা প্রশ্নোত্তর ইতিহাস Gk PDF. নিচে Vedic Civilization Question Answer History Gk PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। বৈদিক সভ্যতা প্রশ্নোত্তর ইতিহাস Gk PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
বৈদিক সভ্যতা MCQ প্রশ্ন উত্তর PDF – Vedic Civilization MCQ PDF in Bengali
১. বৈদিক যুগে চেনাব নদীটি কি নামে পরিচিত?
(a) আস্কিনি ✓✓
(b) পুরুষনী
(c) বিতস্তা
(d) শতদ্রু
২. ঋকবেদে সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন?
(a) ইন্দ্র ✓✓
(b) অগ্নি
(c) বরুণ
(d) বিষ্ণু
৩. আদি ঋক বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়?
(a) সমিতি
(b) সভা
(c) সমিতি ও সঙ্গম
(d) সভা ও সমিতি ✓✓
৪. আদি প্রাচীন ভারতে সংগীতের বই হিসেবে কোন গ্রন্থটি বিবেচিত হয়?
(a) সামবেদ ✓✓
(b) কৃষ্ণযজুর্বেদ
(c) অথর্ববেদ
(d) পুরুষসুক্ত
৫. ‘সত্যমেব জয়তে’ এই সংস্কৃত মন্ত্রটি কোথা থেকে নেওয়া হয়েছে?
(a) মুন্ডক উপনিষদ ✓✓
(b) আগম সাহিত্য
(c) বাইবেল
(d) ত্রিপিটক
৬. ঋকবেদে রাভি এবং ইরাবতী নদী কি নামে পরিচিত ছিল?
(a) পারুসনি ✓✓
(b) আসক্তি
(c) শতদ্রু
(d) বিতস্তা
৭. আর্যরা প্রথমে কোথায় বসবাস করে?
(a) সপ্তসিন্ধু ✓✓
(b) উত্তরপ্রদেশ
(c) দিল্লি
(d) বাংলা
৮. আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি?
(a) ঋকবেদ ✓✓
(b) সামবেদ
(c) যজুর্বেদ
(d) অথর্ববেদ
৯. আদি বৈদিক যুগে প্রাথমিকভাবে ধর্ম হল —
(a) প্রাকৃতিক পূজা এবং যজ্ঞ ✓✓
(b) প্রতিমা পূজা এবং যজ্ঞ
(c) ভক্তি
(d) প্রাকৃতিক পূজা এবং ভক্তি
১০. আদি বৈদিক সাহিত্যে কোন নদীটির অধিক উল্লেখ আছে?
(a) সিন্ধু ✓✓
(b) শতদ্রু
(c) সরস্বতী
(d) গঙ্গা
১১. বৈদিক সাহিত্যে কোন নদীকে বিতস্তা নামে অভিহিত করা হয়েছে?
(a) ঝিলাম ✓✓
(b) রাভি
(c) চেনাব
(d) শতদ্রু
১২. ঋকবেদে বরুণ কিসের দেবতা?
(a) সৃষ্টি সংক্রান্ত বিধানকারী দেবতা ✓✓
(b) শান্তি প্রেরণকারী দেবতা
(c) শত্রু দমনকারী দেবতা
(d) সমৃদ্ধির দেবতা
১৩. পারসিকদের ধর্মগ্রন্থের নাম কি?
(a) জেন্দ আবেস্তা ✓✓
(b) বাইবেল
(c) রামায়ণ
(d) কোরান
১৪. আমাদের মাতৃভূমি ‘ভারত’ প্রথম কোন গ্রন্থ হতে জানতে পারি?
(a) বিষ্ণুপুরাণ ✓✓
(b) বায়ুপুরাণ
(c) মৎস্য পুরাণ
(d) মার্কন্ডেয় পুরাণ
১৫. ঋকবেদের একজন যোদ্ধা নারী হলেন —
(a) বিশপলা ✓✓
(b) শর্মিষ্ঠা
(c) সুজাতা
(d) গার্গী
১৬. যোগদর্শনের ব্যাখ্যাকার কে?
(a) পতঞ্জলী ✓✓
(b) গৌতম
(c) জৈমিনি
(d) শঙ্করাচার্য
১৭. ‘দশ রাজার যুদ্ধ’ কোন নদীর তীরে হয়েছিল?
(a) রাভি ✓✓
(b) শতদ্রু
(c) সিন্ধু
(d) বিয়াস
১৮. ‘সংহিতা’ শব্দের অর্থ কি?
(a) সংকলন ✓✓
(b) সংহার
(c) সংযোগ
(d) সমান
১৯. ‘রামায়ণ’ অনুসারে রত্নাকরের অন্য নাম কি ছিল?
(a) বাল্মীকি ✓✓
(b) গৌতম
(c) বিশ্বামিত্র
(d) দুর্বাশা
২০. ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেন?
(a) পাঞ্জাব ✓✓
(b) রাজস্থান
(c) সিন্ধু
(d) গুজরাট
২১. ‘বেদ’ শব্দটি ‘বিদ্’ ধাতু থেকে এসেছে, যার অর্থ —
(a) জ্ঞান ✓✓
(b) শক্তি
(c) সত্য
(d) কর্ম
২২. বৈদিক যুগে রাষ্ট্রের ভিত্তি কি ছিল?
(a) পরিবার (Parivar) ✓✓
(b) জন (Jana)
(c) বিধাতা (Vidatha)
(d) সঙ্গ (Sangh)
২৩. বৈদিক সভ্যতা ভারতে কোন নদীর তীরে বিকশিত হয়েছিল?
(a) সরস্বতী ✓✓
(b) গোদাবরী
(c) তাপ্তি
(d) নর্মদা
২৪. নিচের কোনটি ভারতের বৃহত্তম ভাষাগোষ্ঠী?
(a) ইন্দো-আর্য ✓✓
(b) সিনো তিব্বতী
(c) অস্ট্রিক
(d) দ্রাবিড়িয়ান
২৫. বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম কি ছিল?
(a) নিষ্ক ✓✓
(b) শতমান
(c) কার্ষাপন
(d) কৃষ্নল