বানডাকা কী? বান ডাকা কাকে বলে?
বানডাকা: ভরা কোটালের সময় সমুদ্রের জল অধিক ফুলে উঠে নদীর মোহনা থেকে প্রবল বেগে নদী প্রবাহের বিপরীত দিকে নদী খাতের মধ্য দিয়ে জলোচ্ছ্বাস ঘটিয়ে প্রবাহিত হয়। একে বান ডাকা বলে। নদীর মোহনা অগভীর, সংকীর্ণ ও ফানেল আকৃতির হলে, নদীর মোহনায় বালির চরা সৃষ্টি হলে, নদীর ঢাল কম থাকলে এবং নদীতে সারা বছর প্রচুর জল প্রবাহিত হলে ভরা কোটলের সময় এই বান ডাকার ঘটনা ঘটে।
উদাহরণ: পশ্চিমবঙ্গের হুগলি নদীতে ও ইংল্যান্ডের টেমস নদীতে বানডাকা দেখা যায়।