গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন তালিকা – এক কথায় প্রকাশ – Bangla Ak kothay Prokash: আজ এক কথায় প্রকাশ PDF টি দিচ্ছি, যেটিতে পরীক্ষায় আসার মতো প্রস্তাবিত গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন তালিকা দেওয়া হয়েছে। Abgari Police এবং Primary TET পরীক্ষায় বাংলা ব্যাকরণের অন্যতম অধ্যায় হিসাবে এখান থেকে প্রশ্ন আসে। আশা করি চাকরীর পরীক্ষাতে এই অংশ থেকে কমন পাবেন।
গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন তালিকা – এক কথায় প্রকাশ – Bangla Ak kothay Prokash
নং | বাক্য | বাক্য সংকোচন |
---|---|---|
১ | অগ্রপশ্চাৎ বিবেচনা করিয়া কাজ করে না যে | অবিমৃষ্যকারী |
২ | অগ্রসর হইয়া অভ্যর্থনা | প্রত্যুদ্গমন |
৩ | অগ্রে দান গ্রহণ করে যে | অগ্রদানী |
৪ | অগ্রে বর্তমান থাকে যে | অগ্রবর্তী |
৫ | অতি শীতও নয়, গ্রীষ্মও নয় | নাতিশীতোষ্ণ |
৬ | অনুকরণ করার ইচ্ছা | অনুচিকীর্ষা |
৭ | অনুকরণ করিতে ইচ্ছুক | অনুচিকীর্ষু |
৮ | অন্ন ভক্ষণ করিয়া যে প্রাণ ধারণ করে | অন্নগতপ্ৰাণ |
৯ | অন্য সময়/বার | বারান্তর |
১০ | অপকার করার ইচ্ছা | অপচিকীর্ষা |
১১ | অপত্য হইতে বিশেষ পার্থক্য না করিয়া | অপত্যনির্বিশেষে |
১২ | অপরের দোষ খুঁজে বেড়ায় যে | ছিদ্রান্বেষী |
১৩ | অভিজ্ঞতার অভাব | অনভিজ্ঞতা |
১৪ | অভ্র লেহন করে যে | অভ্রংলেহি |
১৫ | অশ্ব, রথ, হস্তী ও পদাতিক সৈন্যের সমাহার | চতুরঙ্গ |
১৬ | অশ্বে আরোহণ করে যে ব্যক্তি বা সৈনিক | অশ্বারোহী |
১৭ | অসম্ভব কাণ্ড ঘটাইতে অতিশয় পটু | অঘটনঘটনপটীয়সী |
১৮ | অস্ত যাইতে উদ্যত | অস্তোন্মুখ, অস্তায়মান |
১৯ | আচরণের যোগ্য | আচরণীয় |
২০ | আচারে যাহার নিষ্ঠা আছে | আচারনিষ্ঠ |
২১ | আট প্রহর যাহা পরা যায় | আটপৌরে (শাড়ি) |
২২ | আত্ম বা যে নিজে বিষয়কেই সর্বস্ব বলিয়া মনে করে | আত্মসর্বস্ব |
২৩ | আয়ুর পক্ষে হিতকর | আয়ুষ |
২৪ | ইচ্ছামত কাজ বা আচরণ করে যে | স্বেচ্ছাচারী |
২৫ | ইহার তুল্য | ঈদৃশ |
২৬ | ঈষৎ উন (একটু কম) যাহা | ঈষদূন |
২৭ | ঈষৎ উষ্ণ যাহা | ঈষদুষ্ণ, কবোষ্ণ, কদুষ্ণ |
২৮ | ঈষৎ পাংশুবর্ণ | কয়রা |
২৯ | ঈষৎ বক্র | বঙ্কিম |
৩০ | ঈষৎ শিক্ষিত | শিক্ষিতকল্প |
৩১ | উড়ন্ত পাখির ঝাঁক | বলাকা |
৩২ | উৎসবের নিমিত্তে গৃহ | মণ্ডপ |
৩৩ | উদরই সর্বস্ব যার | উদরসর্বস্ব |
৩৪ | উপস্থিত বুদ্ধি আছে যাহার | প্রত্যুৎপন্নমতি |
৩৫ | এক মনুর শাসন কালান্তে অন্য মনুর কালরাম্য | মন্বন্তর |
৩৬ | একই সময়ে বর্তমান | সমসাময়িক |
৩৭ | একশত পঞ্চাশ বছর পূর্তিতে হয় | সার্ধশতবর্ষ পূর্তি উৎসব |
৩৮ | একশত বছর পূর্তিতে হয় | শতবর্ষ পূর্তি উৎসব |
৩৯ | কন্যার সঙ্গে পৃথক বিচার না করিয়া | কন্যানির্বিশেষে |
৪০ | কষ্টে গমন করা যায় যেখানে | দুর্গম |
৪১ | কষ্টে দমন করা যায় যাহাকে | দুর্দমনীয় |
৪২ | কাজ সমাধা হয় যাহা দ্বারা | কেজো |
৪৩ | কামনা দূর হইয়াছে যাহার | বিতকাম |
৪৪ | কি করতে হবে তা বুঝতে পারে না যে | কিংকর্তব্যবিমূঢ় |
৪৫ | কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে | আত্মনিষ্ঠ |
৪৬ | কোনটা দিক, কোনটা বিদিক, এই জ্ঞান নাই যাহার | দিগ্বিদিকজ্ঞান শূন্য |
৪৭ | ক্ষমা করার ইচ্ছা | চিক্ষমিষা |
৪৮ | গঙ্গার অপত্য | গাঙ্গেয় |
৪৯ | গমন করার ইচ্ছা | জিগমিষা |
৫০ | গাম্ভীব ধনুক যাহার | গাম্ভীবধনা |
৫১ | গিলিবার ইচ্ছা | জিগরিষা |
৫২ | গ্রহণ করিবার ইচ্ছা | জিযৃক্ষা |
৫৩ | গ্রামে প্রস্তুত | গ্রাম্য বা গ্রাম্যজাত |
৫৪ | ঘর্ষণ বা পেষণজাত সুগন্ধ | পরিমল |
৫৫ | ঘৃণার যোগ্য | ঘৃণ্য, ঘৃণার্হ |
৫৬ | ঘৃতের অল্প গন্ধ যাহাতে | ঘৃতগন্ধি |
৫৭ | চন্দ্র চূড়াতে যাহার | চন্দ্রচূড় |
৫৮ | চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত | চান্দ্ৰ |
৫৯ | চাঁদের মতো | চাঁদপনা |
৬০ | ছয় মাস অন্তর | ষাম্মাসিক |
৬১ | জয় করার ইচ্ছা | জিগীষা |
৬২ | জয়ের জন্য উৎসব | জয়ন্তী |
৬৩ | জ্বল জ্বল করিতেছে যাহা | জাজ্বল্যমান |
৬৪ | ঠকাতে অভ্যস্ত যে | ঠগ |
৬৫ | ঠিক বিপরীত দিকে অবস্থিত | প্রতীপ |
৬৬ | ডালিমের ভুঁড়ি | আনারকলি |
৬৭ | ডিঙ্গি বাইবার দাঁড় | বৈঠা |
৬৮ | ডিম্বাশয়ের মধ্যে প্রাণ কোষ | ডিম্বাণু |
৬৯ | ঢিপির মতো | ঢ্যাপসা |
৭০ | তয় দূর করে যে | তমোঘ্নে, তমোনাশ |
৭১ | তুলার দ্বারা তৈরি | তুলোট, তুলট |
৭২ | ত্বরায় গমন করে যে | তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম |
৭৩ | ত্রাণ লাভ করার ইচ্ছা | তিতিৎসা |
৭৪ | দান করার ইচ্ছা | দিৎসা |
৭৫ | দার পরিগ্রহ করেন নাই যিনি | অকৃতদার |
৭৬ | দিন ও রাত্রি ব্যাপিয়া | দিবারাত্র, অহোরাত্র |
৭৭ | দেখবার ইচ্ছা | দিদৃক্ষা |
৭৮ | ধনুকের ধ্বনি | টঙ্কার |
৭৯ | ধলার মতো রং যার | পাংশুল |
৮০ | নিজেকে যে বড় মনে করে | হামবড়া |
৮১ | নিন্দা করতে ইচ্ছা | জুগুলা |
৮২ | নিন্দা করার অযোগ্য | অনিন্দ্য |
৮৩ | নিয়মের অধীন | বিধিবদ্ধ |
৮৪ | নির্মাণ করার ইচ্ছা | নির্মিৎসা |
৮৫ | পঁচাত্তর বছর পূর্তিতে হয় | প্লাটিনাম জয়ন্তী |
৮৬ | পঁচিশ বছর পূর্তিতে হয় | রজত জয়ন্তী |
৮৭ | পঞ্চাশ বছর পূর্তিতে হয় | সুবর্ণ জয়ন্তী |
৮৮ | পরের উন্নতি দেখলে যার হিংসা হয় | পরশ্রীকাতর |
৮৯ | পর্বতের কন্যা | পার্বতী |
৯০ | পা ধুইবার জল | পাদ্য |
৯১ | পিতার ভ্রাতা | পিতৃব্য |
৯২ | প্রতিকার করিতে ইচ্ছুক | প্রতিচিকীর্ষ |
৯৩ | প্রতিকার করিবার ইচ্ছা | প্রতিচিকীর্ষা |
৯৪ | প্রবেশ করার ইচ্ছা | বিবক্ষা |
৯৫ | প্রেম করিবার ইচ্ছা | প্ৰেমীষা |
৯৬ | ফল পাকিলে যে উদ্ভিদ মরিয়া যায় | ঔষধি |
৯৭ | ফাঁস দিয়া মানুষ মারে যে | ফাঁসুড়ে |
৯৮ | ফাল্গুন মাসের পূর্ণিমা | ফাল্গুনী |
৯৯ | ফিকা কমলা রং | বাসন্তী |
১০০ | ফুলতোলা মসলিন শাড়ি | জামদানি |
১০১ | বমি করার ইচ্ছা | বিবমিষা |
১০২ | বমি করার ইচ্ছা | বিবমিষা |
১০৩ | বলার ইচ্ছা | বিবক্ষা |
১০৪ | বহু গৃহ হইতে ভিক্ষা সংগ্রাহক | মাধুকরী |
১০৫ | বহুকাল যাবৎ চলে আসছে যা | চিরন্তন |
১০৬ | বাক্য ও মনের অগোচর | অবামানসগোচর |
১০৭ | বাঘের চামড়া | কৃত্তি |
১০৮ | বালক হইতে আরম্ভ করিয়া বৃদ্ধ ও স্ত্রীলোক সকলেই | আবালবৃদ্ধবণিতা |
১০৯ | বাস করার ইচ্ছা | বিবৎসা |
১১০ | বাস্তু হতে উৎখাত যারা | উদ্বাস্তু |
১১১ | বিজয় লাভের ইচ্ছা | বিজিগীষা |
১১২ | বিষ্ণুর উপাসক | বৈষ্ণব |
১১৩ | বিহঙ্গের ধ্বনি | কাকলি |
১১৪ | বীণার ঝঙ্কার | নিক্কণ |
১১৫ | বীরের ধ্বনি | হুঙ্কার |
১১৬ | বেঁচে থাকার ইচ্ছা | জিজীবিষা |
১১৭ | ব্যাঙের ছানা | ব্যাঙাচি |
১১৮ | ভদ্রলোক যে রকম ব্যবহার করেন | ভদ্রোচিত |
১১৯ | ভবিষ্যৎ কী হইবে দেখে না যে | অপরিণামদর্শী |
১২০ | ভবিষ্যৎ ভাবিয়া দেখে না যে | অদূরদর্শী |
১২১ | ভবিষ্যতে কী হবে দেখে যে | পরিণামদর্শী |
১২২ | ভুজ বা বাহুতে ভর করিয়া চলে যে | ভুজঙ্গ |
১২৩ | ভূত, ভবিষ্যত ও বর্তমান জানেন যিনি | ত্রিকালজ্ঞ |
১২৪ | ভোজন করার ইচ্ছা | বুভুক্ষা |
১২৫ | ভ্রমণ করিবার ইচ্ছা | বিভ্রমিষা |
১২৬ | ভ্রাতাদের মধ্যে সদ্ভাব | সৌভ্রাতৃত্ব |
১২৭ | মক্ষিকাও প্রবেশ করিতে পারে না যেখানে | নির্মক্ষিক |
১২৮ | মন হরণ করে যা | মনোহরী |
১২৯ | মরণের ইচ্ছা | মুমূর্ষা |
১৩০ | মাথা পাতিয়া লইবার যোগ্য | শিরোধার্য |
১৩১ | মুক্তি পাইতে ইচ্ছুক | মুক্তিকামী |
১৩২ | মুক্তি পাওয়ার ইচ্ছা | মুমুক্ষা |
১৩৩ | যার অনুরাগ দূর হয়েছে | বীতরাগ |
১৩৪ | যার কিছু নেই | আবিষ্কন |
১৩৫ | যারা এক মাতার গর্ভে জন্মিয়াছে | সহোদর, সোদর |
১৩৬ | যাহা আঘাত দ্বারা সহজে ভাঙ্গে না | ঘাতসহ |
১৩৭ | যাহা উচ্চারণ করিতে কষ্ট হয় দুরুচ্চার্য, অনুচ্চার্য | |
১৩৮ | যাহা চিন্তা বা ভাবা যায় নাই | অচিন্তিতপূর্ব |
১৩৯ | যাহা ধ্যানের যোগ্য | ধ্যেয় |
১৪০ | যাহা পূর্বে কখনো দেখা যায় নাই বা পূর্বে ঘটে নাই | অদৃষ্টপূর্ব |
১৪১ | যাহা পূর্বে কখনো হয় নাই | অভূতপূর্ব |
১৪২ | যাহা পূর্বে ছিল এখন নাই | ভূতপূর্ব |
১৪৩ | যাহা পূর্বে ভস্ম ছিল না, এখন ভস্মে পরিণত হইতেছে | ভস্মীভূত |
১৪৪ | যাহা লংঘন করা দূরূহ | দুর্লংঘন |
১৪৫ | যাহা লাফাইয়া চলে | প্লবগ |
১৪৬ | যাহা সরোবরে জন্মে | সরোজ, সরসিজ |
১৪৭ | যাহা সর্বদা ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছে | সতত-সঞ্চারমান |
১৪৮ | যাহা সহজে জীর্ণ হয় | সুপ্রাচ্য |
১৪৯ | যাহা সহজে জীর্ণ হয় না | দুষ্প্ৰাচ্য |
১৫০ | যাহা সহজে পরিপাক করিতে পারা যায় না | গুরুপাক, দুষ্প্ৰাচ্য |
১৫১ | যাহাকে কোনক্রমেই নিবারণ করা যায় না | অনিবার্য |
১৫২ | যাহার কোথাও উঁচু কোথাও নিচু | বন্ধুর |
১৫৩ | যাহার জটা আছে | জটিল, জটাধারী |
১৫৪ | যাহার দুই হাত সমান চলে | সব্যসাচী |
১৫৫ | যাহার পর্যবাসন ঘটিয়াছে | পর্যবসিত |
১৫৬ | যাহার পূর্বজন্মের কথা স্মরণ থাকে | জাতিস্মর |
১৫৭ | যাহার সর্ব হারাইয়াছে | সর্বস্বান্ত |
১৫৮ | যাহার সর্বস্ব চুরি হইয়া গিয়াছে | হৃতসর্বস্ব |
১৫৯ | যাহার সর্বস্ব হৃত হইয়া গিয়াছে | হৃতসর্বস্ব |
১৬০ | যিনি অপ্রিয় কথা বলে থাকে | অপ্রিয়বাদী |
১৬১ | যিনি ন্যায় শাস্ত্রে পণ্ডিত | নৈয়ায়িক |
১৬২ | যিনি প্রতিষ্ঠা লাভ করিয়াছেন | লক্ষপ্রতিষ্ঠ |
১৬৩ | যিনি বক্তৃতা দানে পটু | বাগ্মী |
১৬৪ | যিনি যুদ্ধে স্থির থাকেন | যুধিষ্ঠির |
১৬৫ | যিনি সকল অত্যাচার সহ্য করেন | সর্বংসহা |
১৬৬ | যিনি স্মৃতি শাস্ত্র জানেন | স্মার্ত |
১৬৭ | যুদ্ধ করার ইচ্ছা | যুযুৎসা |
১৬৮ | যে (ভাই) পরে জন্মগ্রহণ করিয়াছে | অনুজ |
১৬৯ | যে কোন বিষয়ে স্পৃহা হারিয়েছে | বীতস্পৃহ |
১৭০ | যে গাঁজার নেশা করে | গেঁজেল |
১৭১ | যে তৃণাদি খাইয়া জীবন ধারণ করে | তৃণভুক |
১৭২ | যে নারী অপরের দ্বারা পালিত | পরভর্তিকা |
১৭৩ | যে নারী কখনও সূর্যকে দেখে নাই | অসূর্যস্পশ্যা |
১৭৪ | যে নারী গোপনে প্রিয়জনের সাথে মিলিত হয় | অভিসারিণী |
১৭৫ | যে নারী স্বয়ং পতিবরণ করে | স্বয়ংবরা |
১৭৬ | যে নারীর সন্তান হয় না | বন্ধ্যা |
১৭৭ | যে নারীর স্বামী পুত্র নেই | অবীরা |
১৭৮ | যে নারীর স্বামী বিদেশে থাকে | প্রোষিতভর্তৃকা |
১৭৯ | যে নারীর হাসি পবিত্র | সুচিষ্মিতা |
১৮০ | যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ | শ্বাপদসংকুল |
১৮১ | যে বা যাহা প্রবীণ বা প্রাচীন নয় | অর্বাচীন |
১৮২ | যে বুকে হাঁটিয়া গমন করে | সরীসৃপ |
১৮৩ | যে বৃহৎ বৃক্ষে ফল হয় কিন্তু ফুল হয় না | বনস্পতি |
১৮৪ | যে ভরণ পোষণ করছে | ভর্তা |
১৮৫ | যে রমণীর অসূয়া (হিংসা, পরশ্রীকাতরতা) নাই | অনুসূয়া |
১৮৬ | যে রূপ ইচ্ছা | যদৃচ্ছা |
১৮৭ | যে সুন্দরের নিন্দা করা যায় না | অনিন্দ্যসুন্দর |
১৮৮ | রমণের ইচ্ছা | রিরংসা |
১৮৯ | রাত্রির প্রথম ভাগ | পূর্বরাত্র |
১৯০ | রাত্রির মধ্যভাগ | মহানিশা |
১৯১ | রাত্রির শেষ ভাগ | পররাত্র |
১৯২ | রেশম দ্বারা নির্মিত | রেশমি |
১৯৩ | শক্তি বা শক্তিকে অতিক্রম না করিয়া | যথাশক্তি |
১৯৪ | শক্তির উপাসক | শাক্ত |
১৯৫ | শুনিবামাত্র স্মরণ রাখিতে পারে যে | শ্রুতিধর |
১৯৬ | শ্রবণ করার ইচ্ছা | শ্রবনেচ্ছা |
১৯৭ | ষাট বছর পূর্তিতে হয় | হীরক জয়ন্তী |
১৯৮ | সকল পদার্থ ভক্ষণ করে যে | সর্বভুক |
১৯৯ | সময়ের গণ্ডিকে অতিক্রম করে যা টিকে থাকে | কালজয়ী |
২০০ | সম্মুখে অগ্রসর হইয়া অভ্যর্থনা | প্রত্যুদ্গমন |
২০১ | সর্বস্ব যাহা পরিপাক হয় না | দুষ্প্রাচ্য, দুষ্পরিপাচ্য |
২০২ | সিংহের গর্জন | সিংহনাদ |
২০৩ | সৃষ্টি করার ইচ্ছা | সিসৃক্ষা |
২০৪ | হনন করার ইচ্ছা | জিঘাংসা |
২০৫ | হরিণের চামড়া | অজিন |
২০৬ | হরেক রকম বলে যে | হরবোলা |
২০৭ | হস্তী তাড়নের নিমিত্তে ব্যবহৃত দণ্ড | অঙ্কুশ |
২০৮ | হাত পা বাঁধার শিকল | আন্দু |
২০৯ | হাতির শাবক | করভ |
২১০ | হাতের চতুর্থ অঙ্গুলি | অনামিকা |