Bengali Gk – Bangla General Knowledge

Rate this post

Bengali Gk – Bangla General Knowledge:

১) জলদাপাড়া অভয়ারণ্য – জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ (এক সিংহ গন্ডার)

২) চাপড়ামারি অভয়ারণ্য – জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ (হাতি, বাঘ)

৩) গরুমারা অভয়ারণ্য – পশ্চিমবঙ্গ (ভারতীয় গণ্ডার)

৪) সিঙ্গালিলা জাতীয় উদ্যান – পশ্চিমবঙ্গ

৫) সুন্দরবন জীবমণ্ডল সংরক্ষণ – পশ্চিমবঙ্গ (রয়েল বেঙ্গল টাইগার)

৬) পেরিয়ার অভয়ারণ্য – ইদুক্কি, কেরল (হাতি, বাঘ চিতা, সম্বর)

৭) সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান – কেরল (হাতি, বাঘ, প্রজাপতি)

৮) অগস্থ মালাই জীবমণ্ডল সংরক্ষণ – কেরল

৯) ইরাভিকুলাম জাতীয় উদ্যান – ইদুক্কি, কেরল

১০) মালাবার অভয়ারণ্য

১১) মানস ব্যাঘ্রপ্রকল্প – বরপেটা, অসম (বাঘ)

১২) কাজিরাঙা জাতীয় উদ্যান – জোরহাট, অসম (একশৃঙ্গগন্ডার)

১৩) সোনাইরূপা অভয়ারণ্য

১৪) গরমপানি অভয়ারণ্য

১৫) নামেরি জাতীয় উদ্যান

১৬) রঙ্গনথিটু পক্ষীরালয় – মহীশূর, কর্ণাটক

১৭) নাগরহোল জাতীয় উদ্যান – কুর্গ, কর্ণাটক

১৮) ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়- হোয়াইট হল

১৯) PLO এর সদর দপ্তর- রামাল্লা, ফিলিস্তিন

২০) IAEA এর সদর দপ্তর- ভিয়েনা

২১) WHO এর সদর দপ্তর- জেনেভা

২২) FAO এর সদর দপ্তর- রোম

২৩) BIMSTEC এর সদর দপ্তর- ঢাকা

২৪) ‘সিরডাপ’ (CIRDAP) এর সদর দপ্তর- ঢাকা

২৫) NAM এর সদর দপ্তর- সদর দপ্তরবিহীন

২৬) G-8 এর সদর দপ্তর- সদর দপ্তরবিহীন

২৭) UNIDO এর সদর দপ্তর- ভিয়েনা

২৮) ICJ ( International Court of Justice) এর সদর দপ্তর- হেগ

২৯) OPCW (Organisation for the Prohibition of Chemical Weapons) এর সদর দপ্তর- হেগ

৩০) OPEC এর সদর দপ্তর- ভিয়েনা

Leave a Comment