হুগলি শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ গুলি আলোচনা কর

হুগলি শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ: ভারতের পশ্চিমবঙ্গের হুগলি শিল্পাঞ্চলকে কেন্দ্র করে প্রধানত পাট শিল্পের কেন্দ্রীভবন লক্ষ্য করা যায়। অর্থাৎ হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প হল পাট শিল্প। এই হুগলি শিল্পাঞ্চলটি হুগলি নদীর উভয় তীরে উত্তরে বাঁশবেড়িয়া থেকে দক্ষিনে বিড়লাপুর পর্যন্ত প্রায় ৪২৫ বর্গকিমি এলাকাব্যাপী গড়ে উঠেছে । এই হুগলি শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ গুলি হল নিম্নরূপ:

কলকাতা বন্দরের সুবিধা – কলকাতা বন্দর ভারতের অন্যতম প্রধান নদীবন্দর যা এই হুগলী শিল্পাঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় শিল্পের  প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি  এবং শিল্পাঞ্চলে উৎপাদিত পন্য সহজেই রপ্তানীর পাওয়া যায়। যা এই শিল্পাঞ্চলের বিকাশের গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। 

কাঁচামালের সহজলভ্যতা – হুগলি শিল্পাঞ্চলের প্রয়োজনীয় কাঁচামাল, যেমন – কাচাপাট, বাঁশ, চামড়া, লৌহ ইস্পাত, বিভিন্ন খনিজ আকরিক পার্শ্ববর্তী খনিজ সমৃদ্ধ ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড় প্রভৃতি রাজ্য এবং পাট পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে অতিসহজেই পাওয়া যায়। 

সমৃদ্ধ বাজার – হুগলি শিল্পাঞ্চলটি কলকাতা মহানগরীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় ঘনজনবসতিপূর্ন  এবং এই শিল্পাঞ্চলটি সমগ্র পূর্ব ভারতের বৃহত্তম শিল্পাঞ্চল হওয়ায় শিল্পজাত দ্রব্যের চাহিদা প্রচুর । যা এই শিল্পের সমৃদ্ধির অন্যতম প্রধান কারণ । 

সুলভ শ্রমিক – পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী রাজ্য গুলি ঘনবসতি পূর্ন হওয়ায় অতি সহজেই শিল্পের প্রয়োজনীয় শ্রমিক পাওয়া যায়। এছাড়া খরগপুর IIT থেকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ শ্রমিক পাওয়া যায় বলে এই শিল্পাঞ্চলের আধুনিকীকরন সহজ হয়েছে। 

শক্তি সম্পদ – হুগলি শিল্পাঞ্চলের জন্য যে শক্তি সম্পদের দরকার হয় তা প্রধানত তাপবিদ্যুৎ কেন্দ্র গুলি থেকে সরবরাহ করা হয়ে থাকে। যেমন – ব্যান্ডেল, দূর্গাপুর, সাওতালদিহি, টিটাগড়, কোলাঘাট ও বজবজ প্রভৃতি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং DVC জলবিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া যায়। 

উন্নত পরিবহন – পূর্ব ও দক্ষিন-পূর্ব রেলপথ, বিভিন্ন জাতীয় ও রাজ্য সড়ক এবং হুগলি নদীর জলপথের সাহায্যে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আমদানী এবং উৎপাদিত পন্যের রপ্তানী অনায়াসেই করা যায়। 

মূলধনের জোগান – বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থা এই শিল্পাঞ্চলের বিভিন্ন শিল্পে প্রচুর মূলধন বিনিয়োগ করে বলে শিল্পের প্রয়োজনীয় মূলধনের জোগানের অভাব হয় না । 

স্বচ্ছ জলের জোগান – বিভিন্ন শিল্পের জন্য যে প্রচুর স্বচ্ছ জলের দরকার হয় তা হুগলী ও ভাগীরথী নদী থেকে অতি সহজেই পাওয়া যায়।   

Leave a Comment