সমুদ্র জলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো।

Rate this post

সমুদ্র জলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো: সমুদ্র জলের উষ্ণতা আধুনিক সমুদ্র বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমুদ্র জলের উষ্ণতার প্রধান উৎস হলো সূর্যকিরণ। তবে সমুদ্রগর্ভে নিমগ্ন আগ্নেয়গিরির অগ্নুৎপাত জনিত কারণেও সমুদ্রের জল উষ্ণ হয়। সমুদ্র জলের এই উষ্ণতা সর্বত্র সমান নয়।। নিম্নে সমুদ্র জলের উষ্ণতার তারতম্যের কারণ গুলি আলোচনা করা হলো-

১)আগত সৌর কিরণ: সূর্য থেকে আগত সৌর কিরণের পরিমাণের ওপর সমুদ্র জলের উষ্ণতার তারতম্য নির্ভর করে। যেখানে সূর্য রশ্মি লম্বভাবে পড়ে সেখানে দিবাভাগের দৈর্ঘ্য বেশি বলে সমুদ্র জলের উষ্ণতা বেশি হয়। আবার যেখানে সূর্য রশ্মি তীর্যকভাবে পরে সেখানে দিবাভাগের দৈর্ঘ্য কম বলে সমুদ্র জলের উষ্ণতা কম হয়।

২)অক্ষাংশ: সূর্য রশ্মির পতন কোণের তারতম্যের কারণে অক্ষাংশ ভেদে সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য দেখা যায়। এই কারণে নিরক্ষীয় অঞ্চলে সূর্য রশ্মি লম্ব ভাবে পতিত হয় বলে সমুদ্র জলের উষ্ণতা বেশি (গড়ে 26 ডিগ্রি সেন্টিগ্রেড) হয়। আবার মেরু প্রদেশীয় অঞ্চলে সূর্য রশ্মি তীর্যকভাবে পতিত হওয়ায় এখানকার সমুদ্র জলের উষ্ণতা কম (-3.5 ডিগ্রি সেন্টিগ্রেড) হয়।

৩)সমুদ্র জলের ঘনত্ব: সমুদ্র জলের ঘনত্ব অনুসারে সমুদ্র জলের উষ্ণতার তারতম্য হয়। ঘনত্ব বাড়লে সমুদ্র জলের উষ্ণতা বাড়ে এবং ঘনত্ব কমলে সমুদ্র জলের উষ্ণতা কমে।

৪)সমুদ্র জলের গভীরতা: গভীরতার তারতম্যে সমুদ্র জলের উষ্ণতার তারতম্য হয়। সাধারনত সমুদ্রের গভীরতা যত বাড়তে থাকে সমুদ্র জলের উষ্ণতা তত কমতে থাকে। তবে 2000 ফ্যাদম গভীরতার নিচে সমুদ্র জলের উষ্ণতা সর্বত্র প্রায় একই রকম (1°C) হয়।

৫)সমুদ্রস্রোত: উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত কোন অঞ্চলের সমুদ্র জলের উষ্ণতা কে নিয়ন্ত্রণ করে। উষ্ণ স্রোতের সংস্পর্শে সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি পায় এবং শীতল স্রোতের সংস্পর্শে সমুদ্র জলের উষ্ণতার হ্রাস পায়।

৬)মগ্ন শৈলশিরার অবস্থা: মগ্ন শৈলশিরার অবস্থান অনেক সময় সমুদ্র জলের উষ্ণতার তারতম্য ঘটায়। সমুদ্রের তলদেশে নিমজ্জিত বা মগ্ন শৈলশিরা অবস্থান করলে সমুদ্র জলের গভীরতা হ্রাস পায়ে বলে সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি পায়।

৭)হিমশৈলের উপস্থিতি: অধিক সংখ্যক হিমশৈলের উপস্থিতির জন্য সমুদ্র জলের উষ্ণতা পায়। কারণ আগত সৌরকিরণের কিছু অংশ হিমশৈলের উপরিভাগ থেকে প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। এর ফলে সমুদ্র জলের উষ্ণতা হ্রাস পায়। এছাড়া হিমশৈল গলে গেলে শীতল জল সমুদ্র জলের সাথে মিশ্রিত হয়েও সমুদ্র জলের উষ্ণতা কমিয়ে দেয়।

Leave a Comment