নিরপেক্ষ উপাদান কাকে বলে?

Rate this post

নিরপেক্ষ উপাদান কাকে বলে?: প্রকৃতিতে যে সকল বস্তু বা উপাদান মানুষের কোন উপকারও করে না এবং অপকারও করে না অর্থাৎ মানুষের জীবন ও জীবিকার সাথে যাদের ভাল মন্দের প্রত্যক্ষ ও পরোক্ষ কোন সম্পর্ক নেই, তাদের নিরপেক্ষ উপাদান বলে। অবশ্য মানুষ বিভিন্ন প্রাকৃতিক বাধাকে অতিক্রম করে তার সংস্কৃতির সাহায্যে নিরপেক্ষ উপাদানকে সম্পদে পরিণত করে।

উদাহরণ: আন্টার্টিকার ভূগর্ভে সঞ্চিত খনিজ পদার্থ বিভিন্ন প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতার কারণে এখনো পর্যন্ত উত্তোলন করা সম্ভব হয়নি।মানুষের কাছে ওইসব খনিজ পদার্থের কোন উপযোগিতা বা কার্যকারিতা নেই। আবারো খনিজ পদার্থ গুলি মানুষের কোনো ক্ষতিও করে না। তাই আন্টার্টিকার ভূগর্ভে সঞ্চিত খনিজ পদার্থ সম্পদ নয়, নিরপেক্ষ উপাদান।

Leave a Comment