ভারতের জনগণনা ২০১১ – Census of India 2011

Rate this post

ভারতের জনগণনা ২০১১ – Census of India 2011: ১৫তম ভারতীয় জনগণনা দুই দফায় পরিচালিত হয়, ঘর তালিকাকরণ এবং জনসংখ্যা গণনা । বাড়ির বা ঘর তালিকা কারণে কাজ শুরু ১ এপ্রিল ২০১০ তারিখে এবং জড়িত সকল ভবন সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছিল। এছাড়াও প্রথম পর্যায়ে জাতীয় জনসংখ্যা রেজিস্টারের জন্য তথ্য সংগ্রহ করা হয়েছিল যা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই) কর্তৃক সকল নিবন্ধিত আবাসনের জন্য ১২ অঙ্কের ইউনিক আইডেনটিফিকেশন নাম্বারে ব্যবহার করা হবে।

দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যা শুমারী ৯ এবং ২৮ ফেব্রুয়ারি ২০১১ এর মধ্যে অনুষ্ঠিত হয়। ১৮৭২ থেকে ২০১১ পর্যন্ত ভারতে পরিচালিত জনগণনার মধ্যে এবারই প্রথম বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়। ৩১ মার্চ ২০১১ তারিখে প্রকাশিত প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ভারতে জনসংখ্যা বেড়ে ১২১ কোটি হয়েছে এবং জনসংখ্যা বৃদ্ধির হার ১৭.৬৪% শতাংশ. প্রাপ্তবয়স্ক সাক্ষরতার হার হল ৭৪.০৪% এবং বৃদ্ধির হার ৯.২১%। জনগণনা ২০১১ এর নীতিবাক্য ছিল, ‘আমাদের জনগণনা, আমাদের ভবিষ্যত’।

ভারতের জনগণনা ২০১১ – Census of India 2011

মোট জনসংখ্যা১২১ কোটি ১ লক্ষ ৯৩ হাজার ৪২২ জন
মোট জনসংখ্যায় পুরুষ৬২ কোটি ৩৭ লক্ষ ২৪ হাজার ২৪৮ জন (৫১.৪৮ শতাংশ)
মোট জনসংখ্যায় মহিলা৫৮ কোটি ৬৮ লক্ষ ৬৯ হাজার ১৭৪ জন (৪৮.৫২ শতাংশ)
জনসংখ্যা বৃদ্ধির হার১৭.৬৪ শতাংশ
বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার১.৬৪ শতাংশ
জনঘনত্ব৩৮২ জন/বর্গকিমি
লিঙ্গ অনুপাত৯৪০/১০০০
মোট স্বাক্ষরতার হার৭৪.০৪ শতাংশ
পুরুষ স্বাক্ষরতার হার৮২.১৪ শতাংশ
মহিলা স্বাক্ষরতার হার৬৫.৪৬ শতাংশ
জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম রাজ্যউত্তরপ্রদেশ
জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্যসিকিম
সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্যবিহার
সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্যঅরুণাচল প্রদেশ
সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলদিল্লী
সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
আয়তনে বৃহত্তম রাজ্যরাজস্থান
আয়তনে ক্ষুদ্রতম রাজ্যগোয়া
আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চললাক্ষাদ্বীপ
সর্বাধিক স্বাক্ষরতা হার বিশিষ্ট রাজ্যকেরালা
সর্বনিম্ন স্বাক্ষরতা হার বিশিষ্ট রাজ্যবিহার
সর্বাধিক স্বাক্ষরতা হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চললাক্ষাদ্বীপ
সর্বনিম্ন স্বাক্ষরতা হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলদাদরা ও নগর হাভেলি
সর্বাধিক মহিলা সংখ্যা বিশিষ্ট রাজ্যকেরালা
সর্বনিম্ন মহিলা সংখ্যা বিশিষ্ট রাজ্যহরিয়ানা
আয়তনে সবচেয়ে বৃহত্তম জেলাকচ্ছ (গুজরাট)
আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম জেলামাহে (পুদুচেরি)
জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম জেলাথানে (মহারাষ্ট্র)
জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম জেলাউচ্চ দিবাং উপত্যকা (অরুণাচল প্রদেশ)
গ্রামীণ জনসংখ্যা৬৯.১৮ শতাংশ
শহুরে জনসংখ্যা৩১.৩৬ শতাংশ
মুসলিম জনসংখ্যা১২.৮ শতাংশ
মোট জেলা৬৪০টি
মহানগরের সংখ্যা৩৫টি
মোট লোকসভা কেন্দ্র৫৪৩টি
মোট বিধানসভা কেন্দ্র৩৭২৬টি

সেনসাস ২০১১ এর স্লোগান: আমাদের জনগণনাই আমাদের ভবিষ্যৎ (Our Census, Our Future)

Leave a Comment