ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা – ভারতের বিমানবন্দরগুলির তালিকা: ভারতের বিমানবন্দরগুলির তালিকা এই পৃষ্ঠায় দেওয়া হল। বিমানবন্দরগুলিকে ধরন ও অবস্থান অনুযায়ী শ্রেণীবিভক্ত করা হয়েছে। রাজ্যের সকল অসামরিক ও সামরিক বিমানবন্দরগুলি নাম এই তালিকায় পাওয়া যাবে।
মূলত ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরগুলো পরিচালনা করলেও কিছু প্রধান বিমানবন্দর বেসরকারি মালিকানাধীন রয়েছে। ভারতের সবচেযে বড় বিমানবন্দরগুলির মধো একটি হলো দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর।
ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা
নং | বিমানবন্দর | অবস্থান |
---|---|---|
১ | ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর | পালাম, নিউ দিল্লী |
২ | ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দর | ইম্ফল, মণিপুর |
৩ | কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দর | কান্নুর, কেরালা |
৪ | কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর | কোজিকোড, কেরালা |
৫ | কেম্পেগোদা আন্তর্জাতিক বিমানবন্দর | ব্যাঙ্গালুরু, কর্ণাটক |
৬ | কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর | কোচি, কেরালা |
৭ | কোয়েম্বাটুর আন্তর্জাতিক বিমানবন্দর | কোয়েম্বাটুর, তামিলনাড়ু |
৮ | গয়া বিমানবন্দর | গয়া, বিহার |
৯ | চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দর | চণ্ডীগড় |
১০ | চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর | চেন্নাই, তামিলনাড়ু |
১১ | চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর | লখনউ, উত্তরপ্রদেশ |
১২ | ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর | মুম্বাই, মহারাষ্ট্র |
১৩ | জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর | জয়পুর, রাজস্থান |
১৪ | ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর | নাগপুর, মহারাষ্ট্র |
১৫ | ডাবোলিম এয়ারপোর্ট | গোয়া |
১৬ | তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দর | তিরুচিরাপল্লী, তামিলনাড়ু |
১৭ | ত্রিভান্দুম আন্তর্জাতিক বিমানবন্দর | তিরুবনন্তপুরম, কেরালা |
১৮ | দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দর | ইন্দোর, মধ্যপ্রদেশ |
১৯ | নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর | কলকাতা, পশ্চিমবঙ্গ |
২০ | পুনে আন্তর্জাতিক বিমানবন্দর | পুনে, মহারাষ্ট্র |
২১ | বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর | শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ |
২২ | বিজয়ওয়ারা আন্তর্জাতিক বিমানবন্দর | গন্নাভারাম, অন্ধ্রপ্রদেশ |
২৩ | বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর | ভুবনেশ্বর, ওড়িশা |
২৪ | বিশাখাপত্তনম আন্তর্জাতিক বিমানবন্দর | বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ |
২৫ | বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর | পোর্টব্লেয়ার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ |
২৬ | মাদুরাই আন্তর্জাতিক বিমানবন্দর | মাদুরাই, তামিলনাড়ু |
২৭ | ম্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দর | ম্যাঙ্গালোর, কর্ণাটক |
২৮ | রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর | হায়দ্রাবাদ, তেলেঙ্গানা |
২৯ | লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর | বারাণসী, উত্তরপ্রদেশ |
৩০ | লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর | গুয়াহাটি, আসাম |
৩১ | শেখ উল আলম আন্তর্জাতিক বিমানবন্দর | শ্রীনগর, জম্মু ও কাশ্মীর |
৩২ | শ্রী গুরু রামদাস জী আন্তর্জাতিক বিমানবন্দর | অমৃতসর, পাঞ্জাব |
৩৩ | সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর | আহমেদাবাদ, গুজরাট |
৩৪ | সুরাট আন্তর্জাতিক বিমানবন্দর | সুরাট, গুজরাট |
আন্তর্জাতিক বিমানবন্দর প্রশ্ন ও উত্তর
Q. কেম্পেগোদা আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
Ans: কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে।
Q. সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
Ans: গুজরাটের আহমেদাবাদে।
Q. বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
Ans: পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে।
Q. নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
Ans: কলকাতায়।
Q. লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
Ans: আসামের গুয়াহাটিতে।
Q. চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
Ans: উত্তরপ্রদেশের লখনউ তে ।
Q. লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
Ans: উত্তরপ্রদেশের বারাণসীতে।
Q. রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
Ans: তেলেঙ্গানার হায়দ্রাবাদে।
Q. শ্রী গুরু রামদাস জী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
Ans: পাঞ্জাবের অমৃতসরে।
Q. ড: বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
Ans: মহারাষ্ট্রের নাগপুরে।
Q. ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
Ans: মহারাষ্ট্রের মুম্বাইয়ে।
Q. বিজয়ওয়ারা আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
Ans: অন্ধ্রপ্রদেশের গন্নাভারামে।
Q. বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
Ans: ওড়িশার ভুবনেশ্বরে।
Q. দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দর কোথায় অবস্থিত ?
Ans: মধ্যপ্রদেশের ইন্দোরে।
Q. ত্রিভান্দুম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
Ans: কেরালার তিরুবনন্তপুরমে।
Q. শেখ উল আলম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
Ans: জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে।