কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল কী? | Central Business District (CBD): কোন নগর বা শহরের কেন্দ্রে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজকর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত অঞ্চলকে কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল বা Central Business District (CBD) বলে। কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চলে ব্যাংক, অফিস ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্ঘবদ্ধ অবস্থান লক্ষ্য করা যায়।
বৈশিষ্ট্য
১)কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল বা CBD হলো কোন শহর বা নগরের স্থায়ী ও মূল্যবান অংশ। এই অংশকে কেন্দ্র করেই অপরাপর অংশের বিকাশ ঘটে।
২)কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চলে বড় বড় ঘরবাড়ি, ব্যবসা-বাণিজ্যের সর্বাধিক সুবিধা, ভূমির গুরুত্ব ও উচ্চমূল্য পরিলক্ষিত হয়।
৩)কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চলে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান বিকাশ লাভ করে এবং সর্বাধিক পরিবহনের ব্যবস্থা থাকে।
উদাহরণ: কলকাতা মহানগরের কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল বা CBD বড়বাজার থেকে বি-বা-দী বাগ পর্যন্ত বিস্তৃত।