অবস্থার পরিবর্তন MCQ প্রশ্ন ও উত্তর

অবস্থার পরিবর্তন MCQ প্রশ্ন ও উত্তর: সাধারণভাবে পদার্থের তিনটি অবস্থা কঠিন, তরল ও গ্যাসীয়। পদার্থের যেকোনো একটি অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়াকে পদার্থের অবস্থার পরিবর্তন বলে।

1. পদার্থের অবস্থান্তর একটি

   a. ভৌত পরিবর্তন

   b. রাসায়নিক পরিবর্তন

   c. ভৌত-রাসায়নিক পরিবর্তন

   d. কোনোটিই নয়

উত্তর: ভৌত পরিবর্তন

2. যে অবস্থান্তরের সময় বস্তু থেকে তাপ নিষ্কাশন করতে হয়, সেই অবস্থান্তরকে বলে

   a. প্রাকৃতিক অবস্থান্তর

   b. নিম্ন অবস্থান্তর

   c. উচ্চ অবস্থান্তর

   d. স্বাভাবিক অবস্থান্তর

উত্তর: নিম্ন অবস্থান্তর

3. তাপ প্রয়োগের ফলে নীচের কোন পদার্থটি সরাসরি বাষ্পে পরিণত হয় না ?

   a. চর্বি

   b. কর্পূর

   c. আয়োডিন

   d. অ্যামোনিয়াম ক্লোরাইড

উত্তর: চর্বি

4. নির্দিষ্ট গলনাঙ্ক ও হিমাঙ্ক নেই এমন দুটি পদার্থ হল

   a. মাখন ও মোম

   b. বরফ ও মাখন

   c. মোম ও বরফ

   d. বরফ

উত্তর: মাখন ও মোম

5. বাষ্পায়ন হয় তখন, যখন

   a. ঘরের তাপমাত্রা শিশিরাঙ্ক এর সমান হয়

   b. বায়ু জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়

   c. আপেক্ষিক আদ্রতা 100% হয়

   d. কোনোটিই নয়

উত্তর: কোনোটিই নয়

6. বিশুদ্ধ চাপে কি ধরনের পদার্থের গলনাঙ্ক এবং হিমাঙ্ক একই হয় ?

   a. বিশুদ্ধ অনিয়তাকার

   b. বিশুদ্ধ তরল পদার্থের

   c. বিশুদ্ধ কেলাসাকার পদার্থের

   d. সাধারণ যে-কোন পদার্থের

উত্তর: বিশুদ্ধ কেলাসাকার পদার্থের

7. যে-কোনো অবস্থান্তরের সময় পদার্থের উষ্ণতা

   a. হ্রাস পায়

   b. বৃদ্ধি পায়

   c. হ্রাস বা বৃদ্ধি উভয়ই হতে পারে

   d. অপরিবর্তিত থাকে

উত্তর: অপরিবর্তিত থাকে

8. বটমলির পরীক্ষায় সাফল্যের জন্য পারিপার্শ্বিক উষ্ণতা থাকা উচিত

   a. 0 ডিগ্রি সেলসিয়াস-এর কম

   b. 0 ডিগ্রি সেলসিয়াস-এর বেশি

   c. 0 ডিগ্রি সেলসিয়াস

   d. কোনোটিই নয়

উত্তর: 0 ডিগ্রি সেলসিয়াস-এর বেশি

9. তাপমাত্রার পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক

   a. 0 K

   b. 273 K

   c. -273 K

   d. 100 K

উত্তর: 273 K

10. প্যারাফিন তরল থেকে কঠিন হলে তার আয়তন হ্রাস পায়। এর গলনাঙ্ক

   a. চাপ বাড়লে হ্রাস পায়

   b. চাপ বাড়লে বৃদ্ধি পায়

   c. চাপের উপর নির্ভর করে না

   d. কোনোটিই নয়

উত্তর: চাপ বাড়লে বৃদ্ধি পায়

11. ভাত রান্না করতে সবচেয়ে বেশি সময় লাগবে

   a. সমুদ্রপৃষ্ঠে

   b. সিমলায়

   c. সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার নীচে কোন সাবমেরিনে

   d. এভারেস্টের চূড়ায়

উত্তর: এভারেস্টের চূড়ায়

12. গরমকালে ফ্যানের হাওয়া আরামদায়ক, কারণ এটি

   a. হাওয়া ঠাণ্ডা করে

   b. তাপীয় বিকিরণ কমায়

   c. বায়ু চলাচল বৃদ্ধি করে

   d. বাষ্পায়নের হার বৃদ্ধি করে

উত্তর: বাষ্পয়নের হার বৃদ্ধি করে

13. দুই খন্ড বরফকে চেপে ধরলে একটি খন্ডে পরিণত হয়, কারণ

   a. চাপে তাপশক্তির উদ্ভব হয়

   b. চাপে তাপশক্তি শোষিত হয়

   c. চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক হ্রাস পায়

   d. চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক বৃদ্ধি পায়

উত্তর: চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক হ্রাস পায়

14. সমুদ্র জল অপেক্ষা বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক

   a. কম

   b. বেশি

   c. উভয়ের সমান

   d. জলের ঘনত্বের উপর নির্ভরশীল

উত্তর: কম

15. বরফ গলনের লীনতাপ

   a. 540 cal/g

   b. 0 cal/g

   c. 80 cal/g

   d. 100 cal/g

উত্তর: 80 cal/g

16. একটি খোলা পাত্রে কিছুটা জল বাষ্পায়নের জন্য রাখা হল। কিছুক্ষণ পরে ওই জলের তাপমাত্রা

   a. সামান্য বাড়বে

   b. সামান্য কমবে

   c. অনেকটা কমবে

   d. একই থাকবে

উত্তর: সামান্য কমবে

17. জলে লবন মিশালে ওর হিমাঙ্ক

   a. কমে

   b. বাড়ে

   c. প্রথমে বাড়ে, পরে কমে

   d. অপরিবর্তিত থাকে

উত্তর: কমে

18. প্রেশার কুকারে রান্না অপেক্ষাকৃত দ্রুত হয়। কারণ বাষ্পচাপ বৃদ্ধির ফলে

   a. স্ফুটনাঙ্ক হ্রাস পায়

   b. স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়

   c. লীনতাপ হ্রাস পায়

   d. লীনতাপ বৃদ্ধি পায়

উত্তর: স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়

19. শিশিরাঙ্ক নির্ভর করে

   a. বায়ুর আয়তনের উপর

   b. ঘরের তাপমাত্রার উপর

   c. প্রতি একক আয়তনে উপস্থিতি জলীয় বাষ্পের উপর

   d. ঘরের আয়তনের উপর

উত্তর: প্রতি একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের উপর

20. কোন আবদ্ধ পাত্রে জল নিয়ে চাঁদে গিয়ে পাত্রটি খুললে, পাত্রের জল

   a. জমে যাবে

   b. ফুটবে

   c. অক্সিজেন এবং হাইড্রোজেন বিশ্লিষ্ট হবে

   d. বাস্পায়িত হবে

উত্তর: ফুটবে

21. বরফের গলনাঙ্ক

   a. চাপ বৃদ্ধিতে বৃদ্ধি পায়

   b. চাপ বৃদ্ধিতে হ্রাস পায়

   c. চাপের উপর নির্ভরশীল নয়

   d. কখনো বাড়ে কখনো কমে

উত্তর: চাপ বৃদ্ধিতে হ্রাস পায়

22. সাধারণত কোনো সংকর ধাতুর গলনাঙ্ক ওর উপাদান ধাতুগুলির গলনাঙ্ক অপেক্ষা

   a. বেশি হয়

   b. কম হয়

   c. একই থাকে

   d. নির্দিষ্টভাবে কিছু বলা যায় না

উত্তর: কম হয়

23. কোনো দ্রবণে যে তাপমাত্রায় দ্রাব ও দ্রাবক একসঙ্গে জমে কঠিন হয়, তাকে বলে

   a. হিমাঙ্ক

   b. সংকট তাপমাত্রা

   c. ইউটেকটিক তাপমাত্রা

   d. কোনোটিই নয়

উত্তর: ইউটেকটিক তাপমাত্রা

24. গলনের সময় বস্তুতে প্রদত্ত তাপ ব্যবহৃত হয়

   a. তাপমাত্রা বৃদ্ধিতে

   b. ঘনত্ব বৃদ্ধিতে

   c. অনুগুলির গড় দূরত্ব বৃদ্ধিতে

   d. ভর হ্রাসে

উত্তর: অনুগুলির গড় দূরত্ব বৃদ্ধিতে

25. স্ফুটনের সময় তরলের উপরের বাষ্পের চাপ, বায়ুমন্ডলীয় চাপ অপেক্ষা

   a. বেশি হয়

   b. কম হয়

   c. উভয়ই সমান হয়

   d. বাষ্পের কোনো চাপ নেই

উত্তর: উভয়ই সমান হয়

26. অ্যালকোহল জলের তুলনায় বেশি উদ্বায়ী, কারণ

   a. এটির স্ফুটনাঙ্ক জলের চেয়ে কম

   b. এটির বাষ্পচাপ জলের চেয়ে 2.5 গুণ বেশি

   c. এটির হিমাঙ্ক জলের চেয়ে কম

   d. এটি একটি জৈব তরল

উত্তর: এটির স্ফুটনাঙ্ক জলের চেয়ে কম

27. জলের বাষ্পীভবনের লীনতাপ সর্বদা বরফ গলনের লীনতাপ অপেক্ষা বেশি, কারণ

   a. স্ফুটনে গতিশক্তির বৃদ্ধি বেশি

   b. স্ফুটনে গতিশক্তি হ্রাস পায়

   c. বরফ গলনে আয়তন হ্রাস পায়

   d. বাষ্পীভবনে আয়তন বৃদ্ধি অপেক্ষাকৃত বেশি

উত্তর: বাষ্পীভবনে আয়তন বৃদ্ধি অপেক্ষাকৃত বেশি

28. বটমলির পরীক্ষাটি সফল হতে গেলে, চারপাশের বায়ুমণ্ডলের তাপমাত্রা

   a. 0°C -এর অনেক কম হতে হবে

   b. ঠিক 0°C -ই হতে হবে

   c. 0°C -এর ওপরে থাকতে হবে

   d. যে-কোনো তাপমাত্রাতেই ঘটতে পারে

উত্তর: 0°C -এর ওপরে থাকতে হবে

29. এক ঠান্ডা পানীয়র বোতল খোলা অবস্থায় দাড়িপাল্লায় রেখে কয়েকবার ওজন করা হল। দেখা গেল, এটির ওজন

   a. বৃদ্ধি পাচ্ছে

   b. হ্রাস পাচ্ছে

   c. প্রথমে বৃদ্ধি পাচ্ছে ও পরে হ্রাস পাচ্ছে

   d. একই থাকছে

উত্তর: প্রথমে বৃদ্ধি পাচ্ছে ও পরে হ্রাস পাচ্ছে

30. কোন পদার্থের বাষ্পীভবনের লীনতাপ সর্বদা

   a. গলনের লীনতাপের চেয়ে বেশি

   b. উর্ধ্বপাতনের লীনতাপের চেয়ে বেশি

   c. উর্ধ্বপাতনের লীনতাপের সমান

   d. গলনের লীনতাপের চেয়ে কম

উত্তর: গলনের লীনতাপের চেয়ে বেশি

31. গলনের ফলে আয়তন কমে নিম্নের কোনটির ?

   a. বরফ

   b. তামা

   c. মোম

   d. পিতল

উত্তর: বরফ

32. শিশির জমার উপযুক্ত পরিবেশ হল

   a. মেঘমুক্ত আকাশ

   b. মেঘাচ্ছন্ন আকাশ

   c. সন্ধ্যা বেলার আকাশ

   d. এদের কোনোটিই নয়

উত্তর: মেঘমুক্ত আকাশ

33. যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু, তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই উষ্ণতাকে বলে

   a. সংকট উষ্ণতা

   b. শিশিরাঙ্ক

   c. গলনাঙ্ক

   d. স্ফুটনাঙ্ক

উত্তর: শিশিরাঙ্ক

34. নীচের কোনটি আগুন তাড়াতাড়ি নেভাতে সাহায্য করবে ?

   a. 0°C -এর বরফ

   b. 100°C -এর বাষ্প

   c. 100°C -এর জল

   d. 0°C -এর জল

উত্তর: 100°C -এর জল

35. 0°C তাপমাত্রায় 1 g বরফকে 100°C তাপমাত্রা বাষ্পে পরিণত করার জন্য প্রয়োজনীয় তাপ

   a. 100 cal

   b. 180 cal

   c. 716 cal

   d. 880 cal

উত্তর: 716 cal

36. সিসা ও টিনের গলনাঙ্ক যথাক্রমে

327°C ও 232°C । এদের মিশ্রণে তৈরি ঝালাই করার রাংঝালের গলনাঙ্ক

   a. 327°C -এর বেশি

   b. 232°C -এর কম

   c. 327°C এবং 232°C -এর মধ্যে

   d. বলা সম্ভব নয়

উত্তর: 232°C -এর কম

37. বাষ্পায়নের সময় তরলের তাপমাত্রা

   a. হ্রাস পায়

   b. বৃদ্ধি পায়

   c. অপরিবর্তিত থাকে

   d. প্রথমে একই থাকে পরে বৃদ্ধি পায়

উত্তর: হ্রাস পায়

38. হাতে এক ফোঁটা স্পিরিট ফেললে হাতে ঠান্ডা লাগে, কারণ (i) স্পিরিট খুব উদ্বায়ী তরল পদার্থ (ii) এটি বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীনতাপ হাত থেকে গ্রহণ করে।

   a. (i) নং সঠিক

   b. (ii) নং সঠিক

   c. (i) নং ও (ii) নং উভয়েই সঠিক

   d. কোনোটিই সঠিক নয়

উত্তর: (i) নং ও (ii) নং উভয়েই সঠিক

39. স্টিম বর্ণহীন হলেও কেটলির ফুটন্ত জল থেকে উৎপন্ন স্টিম সাদা দেখায়, কারণ

   a. স্টিমের ঘনীভবন এবং আলোর বিক্ষিপ্ত প্রতিফলন

   b. শীতলীভবন ও আলোর নিয়মিত প্রতিফলন

   c. আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

   d. কোনোটিই নয়

উত্তর: স্টিমের ঘনীভবন এবং আলোর বিক্ষিপ্ত প্রতিফলন

40. অত্যন্ত উঁচু জায়গায় ফুটন্ত জলে হাত দেওয়া কষ্টদায়ক নয়, কারণ

   a. উঁচু জায়গায় তাপমাত্রা অনেক কম

   b. অত্যন্ত উঁচু জায়গায় জল খুব কম উষ্ণতায় ফোটে

   c. উঁচু জায়গায় জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়

   d. কোনোটিই নয়

উত্তর: অত্যন্ত উঁচু জায়গায় জল খুব কম উষ্ণতায় ফোটে

41. 1 বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধিতে বরফের গলনাঙ্ক

   a. 1°C কমে

   b. 1°C বাড়ে

   c. 0.0073°C বাড়ে

   d. 0.0073°C কমে

উত্তর: 0.0073°C কমে

42. বিশুদ্ধ জল অপেক্ষা সমুদ্র জলের হিমাঙ্ক

   a. কম

   b. বেশি

   c. উভয়েই সমান

   d. কোনোটিই নয়

উত্তর: কম

43. বেশি তাপ অনুভূত হবে

   a. 100°C তাপমাত্রার জলে

   b. 100°C তাপমাত্রার বাষ্পে

   c. 50°C উষ্ণতার জলে

   d. 60°C উষ্ণতার জলে

উত্তর: 100°C তাপমাত্রার বাষ্পে

44. বিশুদ্ধ জলের হিমাঙ্ক 0°C । জলের মধ্যে কিছু পরিমাণ লবণ মেশালে দ্রবণের হিমাঙ্ক হবে

   a. 0°C

   b. 0°C অপেক্ষা বেশি

   c. 0°C অপেক্ষা কম

   d. 10°C

উত্তর: 0°C অপেক্ষা কম

45. জলের স্ফুটনাঙ্ক নির্ণয়ের সময় থার্মোমিটারের কুন্ডটি রাখা দরকার

   a. জলের ভিতরে

   b. জলের তলের ঠিক ওপরে

   c. ফুটন্ত জলের তল স্পর্শ করে

   d. কোনোটিই নয়

উত্তর: জলের তলের ঠিক ওপরে

46. বরফের ওপর চাপ বৃদ্ধিতে বরফের গলনাঙ্ক

   a. হ্রাস পায়, কারণ বর্ধিত চাপে গলনের সুবিধা হয়

   b. বৃদ্ধি পায়, কারণ বর্ধিত চাপে গলনের সুবিধা হয়

   c. হ্রাস পায়, কারণ বর্ধিত চাপে গলনের অসুবিধা হয়

   d. বৃদ্ধি পায়, কারণ বর্ধিত চাপে গলনের অসুবিধা হয়

উত্তর: হ্রাস পায়, কারণ বর্ধিত চাপে গলনের সুবিধা হয়

47. গলিত ঢালাই লোহাকে ছাঁচে ফেলে নিখুঁত আকৃতির লোহার সরঞ্জাম প্রস্তুত করা হয়, কারণ

   a. লোহার কঠিনীভবনের লীনতাপ খুব বেশি

   b. কঠিনীভবনের লীনতাপ খুব কম

   c. কঠিন হলে লোহা আয়তনে বাড়ে

   d. লোহার হিমাঙ্ক বেশি

উত্তর: কঠিন হলে লোহা আয়তনে বাড়ে

48. একটি বড়ো হিমশৈলের উপরিতল অপেক্ষা তলদেশ দ্রুত হারে গলে, কারণ

   a. তলদেশের পারিপার্শ্বিক তাপমাত্রা বেশি

   b. তলদেশের বরফে অপদ্রব্যের পরিমাণ বেশি

   c. তলদেশের বেশি চাপের জন্য বরফের গলনাঙ্ক কমে যায়

   d. উপরিতলের বরফের গঠন আলাদা ধরনের হয়

উত্তর: তলদেশের বেশি চাপের জন্য বরফের গলনাঙ্ক কমে যায়

49. একটি বরফের মধ্যে গর্ত করে জল রাখলে সেটি

   a. বরফে পরিণত হবে

   b. বরফে পরিণত হবে না

   c. বরফ হতেও পারে আবার নাও পারে

   d. জল বরফে ও বরফ জলে পরিণত হবে

উত্তর: বরফে পরিণত হবে না

50. একটি পাত্রে কিছু জল নিয়ে তাতে স্টিম চালনা করা হল

   a. কিছু সময় পরে জল থেকে যাবে

   b. জলের উষ্ণতা 100°C হবে কিন্তু ফুটবে না

   c. জল 100°C উষ্ণতায় পৌঁছানোর আগেই ফুটতে থাকবে

   d. জল ফুটবে ও কিছুটা স্টিম জলে পরিণত হবে

উত্তর: জলের উষ্ণতা 100°C হবে কিন্তু ফুটবে না

51. লবণ ও বরফের হিমমিশ্রের উষ্ণতা

   a. 0°C

   b. 4°C

   c. -23°C

   d. -8.5°C

উত্তর: -23°C

52. 0°C উষ্ণতায় 10 g বরফকে 0°C উষ্ণতার 10 g জলে পরিণত করতে কত তাপ লাগবে ?

   a. 80 cal

   b. 800 cal

   c. 8 cal

   d. 537 cal

উত্তর: 800 cal

53. বস্তুর অবস্থান্তরের সময় গৃহীত তাপকে বলে

   a. বোধগম্য তাপ

   b. লীনতাপ

   c. বিকীর্ণ তাপ

   d. বিশেষ কোন নাম নেই

উত্তর: লীনতাপ

54. জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি করা হয় এমন যন্ত্রটির নাম হল

   a. থার্মোমিটার

   b. ক্যালরি মিটার

   c. হিপসোমিটার

   d. ব্যারোমিটার

উত্তর: হিপসোমিটার

55. শীতকালে আমাদের শরীরের ত্বক ফেটে যাওয়ার কারণ হল

   a. শীতকালে বায়ুমণ্ডলের উষ্ণতা অনেক কম থাকে

   b. শীতকালে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে

   c. শীতকালে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম থাকে

   d. শীতকালে বায়ু চলাচল কম হয়

উত্তর: শীতকালে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম থাকে

56. মেঘ হল

   a. সম্পৃক্ত বাষ্প

   b. অসম্পৃক্ত বাষ্প

   c. ঊর্ধ্বাকাশের কুয়াশা

   d. কোনোটিই নয়

উত্তর: ঊর্ধ্বাকাশের কুয়াশা

57. 100°C -এর 25 g জলকে 100°C -এর সম্পূর্ণ বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ

   a. 2500 cal

   b. 13,425 cal

   c. 2000 cal

   d. 80 cal

উত্তর: 13,425 cal

58. বায়ুমন্ডলে জলীয় বাষ্পের উপস্থিতি  বাষ্পায়নের হার

   a. বাড়িয়ে দেয়

   b. কমিয়ে দেয়

   c. একই রাখে

   d. বাড়াতেও পারে কমাতেও পারে

উত্তর: কমিয়ে দেয়

59. 0°C তাপমাত্রায় 12 g বরফকে গলিয়ে 0°C তাপমাত্রার জলে পরিণত করতে কত তাপ লাগবে ?

   a. 940 cal

   b. 960 cal

   c. 950 cal

   d. 930 cal

উত্তর: 960 cal

সমাধান: বরফ গলনের জন্য প্রয়োজনীয় তাপ = mL

এখানে, বরফের ভর (m) = 12 g

বরফ গলনের লীনতাপ ( L) = 80 cal/g

অতএব, প্রয়োজনীয় তাপ 12×80 = 960 cal

60. 0°C উষ্ণতার 50 g জলকে বরফে পরিণত করতে কত তাপ নিষ্কাশন করতে হবে ?

   a. 5000 cal

   b. 4000 cal

   c. 3000 cal

   d. 6000 cal

উত্তর: 4000 cal

সমাধান: এখানে বরফের ভর (m) = 50 g

বরফ গলনের লীনতাপ (L) = 80 cal/g

অতএব, নিষ্কাশিত তাপ = mL = 50 × 80 = 4000 cal

Leave a Comment