ভৌত বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর

Rate this post

ভৌত বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আলো অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনাধর্মী প্রশ্ন উত্তর PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 2000+ ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর PDF.

নিচে দশম শ্রেণী ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ভৌত বিজ্ঞানের PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

ভৌত বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর

১. হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে?

 (a) 1 টি 

 (b) 2 টি 

 (c) 3 টি ✓✓

 (d) 8 টি

Note: হাইড্রোজেনের তিনটি আইসোটোপ হল-

 (i) সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম (1H1)

(ii) ভারী হাইড্রোজেন ডয়টেরিয়াম (1H2)

(iii) ট্রাইটিয়াম (1H3)

২. যে সমস্ত রাশি প্রকাশের জন্য কেবল মান-এর প্রয়োজন হয় তাকে কি বলে?

 (a) স্কেলার রাশি ✓✓

 (b) ভেক্টর রাশি 

 (c) প্রাকৃতিক রাশি 

 (d) ভৌত রাশি

Note: স্কেলার রাশির উদাহরণ হল — দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা ইত্যাদি।

৩. প্রমাণ চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত?

 (a) 11.2 লিটার 

 (b) 22.4 লিটার ✓✓

 (c) 44.4 লিটার 

 (d) 44.8 লিটার

৪. 1 ক্যালরি (cal) = কত জুল (J) ?

 (a) 2.4 জুল 

 (b) 4.2 জুল ✓✓

 (c) 4.8 জুল 

 (d) 2.8 জুল

৫. পরমশূন্য উষ্ণতার মান কত?

 (a) 0°C 

 (b) 100°C 

 (c) 273°C 

 (d) -273°C ✓✓

Note: বাস্তবে কোনো গ্যাস পরমশূন্য উষ্ণতায় পৌঁছানোর আগেই তরলে পরিণত হয়ে যায়।

৬. মেন্ডেলিফ কত খ্রিস্টাব্দে পর্যায় সূত্রটি আবিষ্কার করেন?

 (a) 1869 খ্রিস্টাব্দে ✓✓

 (b) 1817 খ্রিস্টাব্দে 

 (c) 1867 খ্রিস্টাব্দে 

 (d) 1864 খ্রিস্টাব্দে

৭. নিম্নের কোনটি একটি নিউট্রন বিহীন পরমাণুর উদাহরণ?

 (a) ডয়টেরিয়াম 

 (b) ট্রাইটিয়াম 

 (c) প্রোটিয়াম ✓✓

 (d) এখানের কোনোটিই নয়

৮. সেলসিয়াস স্কেলে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?

 (a) 98.4°C 

 (b) 36.9°C ✓✓

 (c) 32.6°C 

 (d) 32.4°C

Note: ফারেনহাইট স্কেলে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4°F ।

৯. সি.জি.এস পদ্ধতিতে দ্রুতির একক হল —

 (a) মিটার/সেকেন্ড 

 (b) সেন্টিমিটার/সেকেন্ড ✓✓

 (c) ফুট/সেকেন্ড 

 (d) সবগুলিই সঠিক

Note: সি.জি.এস পদ্ধতিতে দ্রুতির একক হল সেন্টিমিটার/সেকেন্ড, এস.আই বা এম.কে.এস পদ্ধতিতে দ্রুতির একক মিটার/সেকেন্ড এবং এফ.পি.এস পদ্ধতিতে দ্রুতির একক হল ফুট/সেকেন্ড।

১০. কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি?

 (a) লাল ✓✓

 (b) বেগুনি 

 (c) সবুজ 

 (d) নীল

Note: লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। ট্রাফিক সিগনালে লাল আলো ব্যবহার করা হয়। বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম।

১১. ফিউজ তার কোন ধাতু দিয়ে তৈরি?

 (a) সীসা ও ক্রোমিয়াম 

 (b) নিকেল ও ক্রোমিয়াম 

 (c) সীসা ও টিন ✓✓

 (d) টিন ও কপার

Note: ফিউজ তার সীসা (75%) ও টিনের (25%) সংকর ধাতু দ্বারা তৈরি। ফিউজ তারের গলনাঙ্ক কম এবং রোধ বেশি।

১২. যে সমস্ত বলের একক মহাবিশ্বের যে কোন জায়গায় একই থাকে, সেই এককগুলিকে কি বলে?

 (a) অভিকর্ষীয় একক 

 (b) মহাকর্ষীয় একক 

 (c) পরম একক ✓✓

 (d) একক ত্বরণ

Note: সি.জি.এস পদ্ধতিতে বলের পরম একক ডাইন (Dyne)। এস.আই (বা এম.কে.এস) পদ্ধতিতে বলের পরম একক নিউটন।

১৩. বিভব পার্থক্যের একক কি?

 (a) এম্পিয়ার 

 (b) ভোল্ট ✓✓

 (c) ওহম 

 (d) কুলম্ব

Note: প্রবাহমাত্রার SI একক হল এম্পিয়ার। রোধের ব্যবহারিক একক হল ওহম এবং তড়িৎ আধানের একক হল কুলম্ব।

১৪. ফারেনহাইট স্কেলটি কে চালু করেন?

 (a) আন্দ্রে 

 (b) গ্যাব্রিয়েল ড্যানিয়েল ✓✓

 (c) অ্যাভোগাড্রো 

 (d) বয়েল

Note: ফরাসি বিজ্ঞানী গ্যাব্রিয়েল ড্যানিয়েল ফারেনহাইট স্কেল চালু করেন। এই স্কেলের নিম্নস্থিরাঙ্ক 32° এবং ঊর্ধ্বস্থিরাঙ্ক 212°।

১৫. ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়?

 (a) উত্তল লেন্স ✓✓

 (b) অবতল লেন্স 

 (c) অপসারী লেন্স 

 (d) b ও c উভয়ই

১৬. ‘কাপড় কাচা সোডা’র রাসায়নিক নাম কি?

 (a) সোডিয়াম ক্লোরাইড 

 (b) সোডিয়াম কার্বনেট ✓✓

 (c) হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট 

 (d) সোডিয়াম বাই কার্বনেট

Note: কাপড় কাচা সোডার রাসায়নিক নাম হল সোডিয়াম কার্বনেট (Na2CO3)। খাবার সোডার রাসায়নিক নাম সোডিয়াম বাই কার্বনেট (NaHCO3)।

১৭. সোনার সংকেত কি?

 (a) Au ✓✓

 (b) Ag 

 (c) Sn 

 (d) Sb

Note: সোনার সংকেত Au, রুপা বা সিলভারের সংকেত Ag, টিন এর সংকেত Sn, অ্যান্টিমনি এর সংকেত Sb ।

১৮. একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভরসংখ্যা বিভিন্ন হয় তাদের কি বলে?

 (a) আইসোটন 

 (b) আইসোবার 

 (c) আইসোটোপ ✓✓

 (d) আইসোডায়াফার

Note: যেসব মৌলের পরমাণুর ভর সংখ্যা সমান, কিন্তু প্রোটন সংখ্যা আলাদা তাদের আইসোবার বলা হয়। আবার যেসব মৌলের পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, তাদের পরস্পরের আইসোটোন বলা হয়।

১৯. নিম্নের কোনটি একটি কঠিন হ্যালোজেন মৌলের উদাহরণ?

 (a) ব্রোমিন 

 (b) আয়োডিন ✓✓

 (c) অ্যাসটাটিন 

 (d) কোনোটিই নয়

Note: ব্রোমিন হল একটি তরল হ্যালোজেন মৌল এবং অ্যাসটাটিন হল একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌল।

২০. IUPAC পদ্ধতিতে কোন গ্রুপের মৌলগুলিকে নিষ্ক্রিয় মৌল বলা হয়?

 (a) গ্রুপ 2 

 (b) গ্রুপ 11 

 (c) গ্রুপ 17 

 (d) গ্রুপ 18 ✓✓

Note: IUPAC পদ্ধতিতে গ্রুপ 18 -এর মৌলগুলিকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। নিষ্ক্রিয় মৌলগুলি হল – হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), ক্রিপ্টন (Kr), জেনন (Xe), রেডন (Rn)।

২১. খোলা বায়ুতে ব্লিচিং পাউডার রাখলে তা থেকে কোন গ্যাস নির্গত হয়?

 (a) ক্লোরিন ✓✓

 (b) কার্বন ডাই অক্সাইড 

 (c) সালফার ডাই অক্সাইড 

 (d) অ্যাসিটিলিন

২২. নিম্নের কোনটি জার্মান সিলভার এ থাকে না?

 (a) জিংক 

 (b) তামা 

 (c) নিকেল 

 (d) সিলভার ✓✓

Note: জার্মান সিলভার জিংক, তামা ও নিকেলের সংমিশ্রণে তৈরি। বাসনপত্র, সৌখিনদ্রব্য, ফুলদানি তৈরিতে জার্মান সিলভার ব্যবহার করা হয়।

২৩. দার্শনিকের উল কাকে বলা হয়?

 (a) নাইট্রিক অ্যাসিড 

 (b) জিংক অক্সাইড ✓✓

 (c) নাইট্রাস অক্সাইড 

 (d) সালফিউরিক অ্যাসিড

Note: নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস নামে পরিচিত। সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়।

২৪. নিম্নলিখিত কোনটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ?

 (a) কার্বন ডাই অক্সাইড 

 (b) মিথেন 

 (c) CFC 

 (d) সবকটি ✓✓

২৫. PVC এর মনোমারের নাম কি?

 (a) পলিভিনাইল ক্লোরাইড 

 (b) ভিনাইল ক্লোরাইড ✓✓

 (c) ইথিলিন 

 (d) পলিইথিলিন

Note: PVC এর পুরো নাম হল পলিভিনাইল ক্লোরাইড। PVC এর মনোমার হল ভিনাইল ক্লোরাইড এবং পলিইথিলিন এর মনোমার হল ইথিলিন।

Leave a Comment