পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা – Chief Ministers of West Bengal: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার-প্রধান। ভারতের সংবিধান অনুযায়ী, রাজ্যপাল রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান হলেও প্রকৃত শাসনক্ষমতা মুখ্যমন্ত্রীর হাতেই ন্যস্ত থাকে। নিয়মানুসারে, বিধানসভা নির্বাচনের পরে রাজ্যপাল সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলকে (বা জোটকে) সরকার গঠনের আহ্বান জানান। রাজ্যপালই মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন। কিন্তু মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভা তাদের কাজকর্মের জন্য রাজ্য বিধানসভার কাছে যৌথভাবে দায়ী থাকেন। বিধানসভায় আস্থাভোটে জয়লাভ করলে মুখ্যমন্ত্রী পাঁচ বছরের মেয়াদে তার পদে আসীন থাকতে পারেন এবং তার পদটিও কোনও মেয়াদের নির্দিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ নয়।
১৯৪৭ সালের ২০শে জুন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় ভারতভাগের প্রেক্ষিতে বাংলার ভাগ্য নির্ধারিত হয়। আইনসভার সংখ্যাগরিষ্ঠ মুসলিম লীগ প্রতিনিধিরা সমগ্র বাংলাকে পাকিস্তানভূক্ত করার পক্ষে রায় দেন। কিন্তু বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিম অংশের নির্বাচিত প্রতিনিধিরা ৫৮-২১ ভোটে বাংলার পশ্চিম অংশকে ভারতভূক্তির পক্ষে রায় দেওয়ার ফলে বঙ্গভঙ্গ নিশ্চিত হয় ও ‘পশ্চিমবঙ্গ’-এর জন্ম হয়। ৩রা জুলাই প্রফুল্লচন্দ্র ঘোষের নেতৃত্বে একাদশ সদস্য বিশিষ্ট ‘পশ্চিমবঙ্গ’-এর প্রথম মন্ত্রিসভা শপথ নেন। প্রধানমন্ত্রী হন প্রফুল্লচন্দ্র ঘোষ। অগস্ট মাসে ব্রিটিশ বাংলা প্রেসিডেন্সি আনুষ্ঠানিকভাবে দ্বিধাবিভক্ত হয়ে দুই নবগঠিত স্বাধীন রাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়। মুসলমান-প্রধান পূর্বাঞ্চল নিয়ে গঠিত হয় পাকিস্তানের পূর্ব বাংলা প্রদেশ এবং হিন্দু-প্রধান পশ্চিমবঙ্গ নিয়ে গঠিত হয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। সেই সময় থেকে মোট আট জন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৪৭ সালের অগস্ট মাস থেকে ১৯৫০ সালের জানুয়ারি মাস পর্যন্ত এই রাজ্যের মুখ্যমন্ত্রীরা পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী নামে অভিহিত হতেন। তারপরই “প্রধানমন্ত্রী” শব্দটির পরিবর্তে “মুখ্যমন্ত্রী” শব্দটি চালু হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম প্রধানমন্ত্রী। তিনি মাত্র পাঁচ মাস ওই পদে আসীন ছিলেন। এরপর তারই সহকর্মী ড. বিধানচন্দ্র রায় তার স্থলাভিষিক্ত হন এবং ১৯৬২ সাল পর্যন্ত টানা চোদ্দো বছর প্রথমে প্রধানমন্ত্রী ও পরে মুখ্যমন্ত্রীর পদ অলংকৃত করেন। ওই বছর ১ জুলাই তার মৃত্যুর পর চলতি বিধানসভার অবশিষ্ট মেয়াদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন প্রফুল্লচন্দ্র সেন। এরপর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি কিছুকালের জন্য অস্থির হয়ে ওঠে। ১৯৬৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত রাজ্যে মোট চারটি জোট সরকার গঠিত হয় এবং মোট তিনবার সীমিত সময়ের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হয়। এরপর সিদ্ধার্থশঙ্কর রায়ের মুখ্যমন্ত্রিত্বে কংগ্রেস পাঁচ বছরের পূর্ণ মেয়াদে পশ্চিমবঙ্গে সরকার পরিচালনা করে।
১৯৭৭ সালের নির্বাচনে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-র নেতৃত্বে বামফ্রন্ট বিপুল ভোটে জয়লাভ করে। এরপর একটানা ২৩ বছর জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘকালীন মুখ্যমন্ত্রিত্বের এটি একটি সর্বভারতীয় রেকর্ড। ২০১৮ সালে সিক্কিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং প্রথম এই রেকর্ড ভাঙতে সক্ষম হয়েছিলেন। জ্যোতি বসুর পদত্যাগের পর তার উত্তরসূরি বুদ্ধদেব ভট্টাচার্য পরবর্তী এক দশক রাজ্যের কমিউনিস্ট সরকারের নেতৃত্ব দেন। ২০১১ সালের নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস-নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) বামফ্রন্টকে পরাজিত করে। ওই বছরই ১৯ মে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তিনিই রাজ্যের বর্তমান তথা প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে তৃণমূল কংগ্রেস ইউপিএ ছেড়ে বেরিয়ে আসে এবং পরবর্তী বিধানসভা নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস অধিকতর আসনে জয়লাভ করে পুনর্নির্বাচিত হয়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা – Chief Ministers of West Bengal
নং | মুখ্যমন্ত্রী | মেয়াদ শুরু | মেয়াদ শেষ | পার্টির নাম |
---|---|---|---|---|
1 | মমতা বন্দ্যোপাধ্যায় | 05 May 2021 | বর্তমান | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
2 | মমতা বন্দ্যোপাধ্যায় | 26 May 2016 | 04 May 2021 | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
3 | মমতা বন্দ্যোপাধ্যায় | 20 May 2011 | 25 May 2016 | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
4 | বুদ্ধদেব ভট্টাচার্য | 18 May 2006 | 13 May 2011 | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
5 | বুদ্ধদেব ভট্টাচার্য | 15 May 2001 | 17 May 2006 | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
6 | বুদ্ধদেব ভট্টাচার্য | 06 Nov 2000 | 14 May 2001 | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
7 | জ্যোতি বসু | 16 May 1996 | 05 Nov 2000 | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
8 | জ্যোতি বসু | 19 Jun 1991 | 15 May 1996 | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
9 | জ্যোতি বসু | 30 Mar 1987 | 18 Jun 1991 | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
10 | জ্যোতি বসু | 24 May 1982 | 29 Mar 1987 | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
11 | জ্যোতি বসু | 21 Jun 1977 | 23 May 1982 | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
12 | রাষ্ট্রপতি শাসন | 30 Apr 1977 | 20 Jun 1977 | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
13 | সিদ্ধার্থ শঙ্কর রায় | 20 Mar 1972 | 30 Apr 1977 | ভারতীয় জাতীয় কংগ্রেস |
14 | রাষ্ট্রপতি শাসন | 29 Jun 1971 | 20 Mar 1972 | |
15 | অজয়কুমার মুখোপাধ্যায় | 02 Apr 1971 | 28 Jun 1971 | ভারতীয় জাতীয় কংগ্রেস |
16 | রাষ্ট্রপতি শাসন | 30 Jul 1970 | 02 Apr 1971 | |
17 | রাষ্ট্রপতি শাসন | 19 Mar 1970 | 30 Jul 1970 | |
18 | অজয়কুমার মুখোপাধ্যায় | 25 Feb 1969 | 16 Mar 1970 | বাংলা কংগ্রেস |
19 | রাষ্ট্রপতি শাসন | 20 Feb 1968 | 25 Feb 1969 | |
20 | প্রফুল্লচন্দ্র ঘোষ | 21 Nov 1967 | 19 Feb 1968 | নির্দল |
21 | অজয়কুমার মুখোপাধ্যায় | 01 Mar 1967 | 21 Nov 1967 | বাংলা কংগ্রেস |
22 | প্রফুল্লচন্দ্র সেন | 09 Jul 1962 | 28 Feb 1967 | ভারতীয় জাতীয় কংগ্রেস |
23 | ড. বিধানচন্দ্র রায় | 03 Apr 1962 | 01 Jul 1962 | ভারতীয় জাতীয় কংগ্রেস |
24 | ড. বিধানচন্দ্র রায় | 06 Apr 1957 | 02 Apr 1962 | ভারতীয় জাতীয় কংগ্রেস |
25 | ড. বিধানচন্দ্র রায় | 31 Mar 1952 | 05 Apr 1957 | ভারতীয় জাতীয় কংগ্রেস |
26 | ড. বিধানচন্দ্র রায় | 26 Jan 1950 | 30 Mar 1952 | ভারতীয় জাতীয় কংগ্রেস |
27 | ড. বিধানচন্দ্র রায় | 23 Jan 1948 | 25 Jan 1950 | ভারতীয় জাতীয় কংগ্রেস |
28 | প্রফুল্লচন্দ্র ঘোষ | 15 Aug 1947 | 22 Jan 1948 | ভারতীয় জাতীয় কংগ্রেস |