পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা – Chief Ministers of West Bengal

Rate this post

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা – Chief Ministers of West Bengal: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার-প্রধান। ভারতের সংবিধান অনুযায়ী, রাজ্যপাল রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান হলেও প্রকৃত শাসনক্ষমতা মুখ্যমন্ত্রীর হাতেই ন্যস্ত থাকে। নিয়মানুসারে, বিধানসভা নির্বাচনের পরে রাজ্যপাল সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলকে (বা জোটকে) সরকার গঠনের আহ্বান জানান। রাজ্যপালই মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন। কিন্তু মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভা তাদের কাজকর্মের জন্য রাজ্য বিধানসভার কাছে যৌথভাবে দায়ী থাকেন। বিধানসভায় আস্থাভোটে জয়লাভ করলে মুখ্যমন্ত্রী পাঁচ বছরের মেয়াদে তার পদে আসীন থাকতে পারেন এবং তার পদটিও কোনও মেয়াদের নির্দিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ নয়।

১৯৪৭ সালের ২০শে জুন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় ভারতভাগের প্রেক্ষিতে বাংলার ভাগ্য নির্ধারিত হয়। আইনসভার সংখ্যাগরিষ্ঠ মুসলিম লীগ প্রতিনিধিরা সমগ্র বাংলাকে পাকিস্তানভূক্ত করার পক্ষে রায় দেন। কিন্তু বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিম অংশের নির্বাচিত প্রতিনিধিরা ৫৮-২১ ভোটে বাংলার পশ্চিম অংশকে ভারতভূক্তির পক্ষে রায় দেওয়ার ফলে বঙ্গভঙ্গ নিশ্চিত হয় ও ‘পশ্চিমবঙ্গ’-এর জন্ম হয়। ৩রা জুলাই প্রফুল্লচন্দ্র ঘোষের নেতৃত্বে একাদশ সদস্য বিশিষ্ট ‘পশ্চিমবঙ্গ’-এর প্রথম মন্ত্রিসভা শপথ নেন। প্রধানমন্ত্রী হন প্রফুল্লচন্দ্র ঘোষ। অগস্ট মাসে ব্রিটিশ বাংলা প্রেসিডেন্সি আনুষ্ঠানিকভাবে দ্বিধাবিভক্ত হয়ে দুই নবগঠিত স্বাধীন রাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়। মুসলমান-প্রধান পূর্বাঞ্চল নিয়ে গঠিত হয় পাকিস্তানের পূর্ব বাংলা প্রদেশ এবং হিন্দু-প্রধান পশ্চিমবঙ্গ নিয়ে গঠিত হয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। সেই সময় থেকে মোট আট জন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৪৭ সালের অগস্ট মাস থেকে ১৯৫০ সালের জানুয়ারি মাস পর্যন্ত এই রাজ্যের মুখ্যমন্ত্রীরা পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী নামে অভিহিত হতেন। তারপরই “প্রধানমন্ত্রী” শব্দটির পরিবর্তে “মুখ্যমন্ত্রী” শব্দটি চালু হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম প্রধানমন্ত্রী। তিনি মাত্র পাঁচ মাস ওই পদে আসীন ছিলেন। এরপর তারই সহকর্মী ড. বিধানচন্দ্র রায় তার স্থলাভিষিক্ত হন এবং ১৯৬২ সাল পর্যন্ত টানা চোদ্দো বছর প্রথমে প্রধানমন্ত্রী ও পরে মুখ্যমন্ত্রীর পদ অলংকৃত করেন। ওই বছর ১ জুলাই তার মৃত্যুর পর চলতি বিধানসভার অবশিষ্ট মেয়াদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন প্রফুল্লচন্দ্র সেন। এরপর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি কিছুকালের জন্য অস্থির হয়ে ওঠে। ১৯৬৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত রাজ্যে মোট চারটি জোট সরকার গঠিত হয় এবং মোট তিনবার সীমিত সময়ের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হয়। এরপর সিদ্ধার্থশঙ্কর রায়ের মুখ্যমন্ত্রিত্বে কংগ্রেস পাঁচ বছরের পূর্ণ মেয়াদে পশ্চিমবঙ্গে সরকার পরিচালনা করে।

১৯৭৭ সালের নির্বাচনে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-র নেতৃত্বে বামফ্রন্ট বিপুল ভোটে জয়লাভ করে। এরপর একটানা ২৩ বছর জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘকালীন মুখ্যমন্ত্রিত্বের এটি একটি সর্বভারতীয় রেকর্ড। ২০১৮ সালে সিক্কিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং প্রথম এই রেকর্ড ভাঙতে সক্ষম হয়েছিলেন। জ্যোতি বসুর পদত্যাগের পর তার উত্তরসূরি বুদ্ধদেব ভট্টাচার্য পরবর্তী এক দশক রাজ্যের কমিউনিস্ট সরকারের নেতৃত্ব দেন। ২০১১ সালের নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস-নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) বামফ্রন্টকে পরাজিত করে। ওই বছরই ১৯ মে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তিনিই রাজ্যের বর্তমান তথা প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে তৃণমূল কংগ্রেস ইউপিএ ছেড়ে বেরিয়ে আসে এবং পরবর্তী বিধানসভা নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস অধিকতর আসনে জয়লাভ করে পুনর্নির্বাচিত হয়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা – Chief Ministers of West Bengal

নংমুখ্যমন্ত্রীমেয়াদ শুরুমেয়াদ শেষপার্টির নাম
1মমতা বন্দ্যোপাধ্যায়05 May 2021বর্তমানসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
2মমতা বন্দ্যোপাধ্যায়26 May 201604 May 2021সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
3মমতা বন্দ্যোপাধ্যায়20 May 201125 May 2016সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
4বুদ্ধদেব ভট্টাচার্য18 May 200613 May 2011ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
5বুদ্ধদেব ভট্টাচার্য15 May 200117 May 2006ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
6বুদ্ধদেব ভট্টাচার্য06 Nov 200014 May 2001ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
7জ্যোতি বসু16 May 199605 Nov 2000ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
8জ্যোতি বসু19 Jun 199115 May 1996ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
9জ্যোতি বসু30 Mar 198718 Jun 1991ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
10জ্যোতি বসু24 May 198229 Mar 1987ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
11জ্যোতি বসু21 Jun 197723 May 1982ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
12রাষ্ট্রপতি শাসন30 Apr 197720 Jun 1977ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
13সিদ্ধার্থ শঙ্কর রায়20 Mar 197230 Apr 1977ভারতীয় জাতীয় কংগ্রেস
14রাষ্ট্রপতি শাসন29 Jun 197120 Mar 1972
15অজয়কুমার মুখোপাধ্যায়02 Apr 197128 Jun 1971ভারতীয় জাতীয় কংগ্রেস
16রাষ্ট্রপতি শাসন30 Jul 197002 Apr 1971
17রাষ্ট্রপতি শাসন19 Mar 197030 Jul 1970
18অজয়কুমার মুখোপাধ্যায়25 Feb 196916 Mar 1970বাংলা কংগ্রেস
19রাষ্ট্রপতি শাসন20 Feb 196825 Feb 1969
20প্রফুল্লচন্দ্র ঘোষ21 Nov 196719 Feb 1968নির্দল
21অজয়কুমার মুখোপাধ্যায়01 Mar 196721 Nov 1967বাংলা কংগ্রেস
22প্রফুল্লচন্দ্র সেন09 Jul 196228 Feb 1967ভারতীয় জাতীয় কংগ্রেস
23ড. বিধানচন্দ্র রায়03 Apr 196201 Jul 1962ভারতীয় জাতীয় কংগ্রেস
24ড. বিধানচন্দ্র রায়06 Apr 195702 Apr 1962ভারতীয় জাতীয় কংগ্রেস
25ড. বিধানচন্দ্র রায়31 Mar 195205 Apr 1957ভারতীয় জাতীয় কংগ্রেস
26ড. বিধানচন্দ্র রায়26 Jan 195030 Mar 1952ভারতীয় জাতীয় কংগ্রেস
27ড. বিধানচন্দ্র রায়23 Jan 194825 Jan 1950ভারতীয় জাতীয় কংগ্রেস
28প্রফুল্লচন্দ্র ঘোষ15 Aug 194722 Jan 1948ভারতীয় জাতীয় কংগ্রেস

Leave a Comment