শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা MCQ PDF – Child Development and Pedagogy MCQ in Bengali

Rate this post

শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা MCQ PDF – Child Development and Pedagogy MCQ in Bengali: আজকের পোস্টে শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব MCQ PDF শেয়ার করলাম। যেটিতে শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ২০টি প্রশ্ন MCQ ফরম্যাটে দেওয়া আছে। প্রশ্নগুলি তোমাদের প্রাইমারি টেট, সিটেট প্রভৃতি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা MCQ PDF – Child Development and Pedagogy MCQ in Bengali

১. শিশুর বা ব্যক্তির দৈহিক, মানসিক, প্রাক্ষোভিক প্রভৃতি নানাদিকের উন্নত ও তাৎপর্যপূর্ণ পরিবর্তনের প্রক্রিয়া হল —

 (a) বিকাশ ✓✓

(b) বৃদ্ধি

(c) অভিযোজন 

(d) উপযোজন

২. শিখনের মৌলিক উপাদান কয়টি?

(a) দুটি ✓✓

(b) তিনটি

(c) চারটি 

(d) পাঁচটি

৩. মনোবিদ পিকুনাস মানবজীবন বিকাশের স্তরগুলিকে কয়টি ভাগে ভাগ করেছেন?

 (a) দশটি ভাগে ✓✓

(b) বারোটি ভাগে

(c) চারটি ভাগে 

(d) আটটি ভাগে

৪. ‘স্বকীয় এবং অন্তর্জাত বৃদ্ধি হল পরিণমন’ — এই সংজ্ঞাটি স্থির করেন:

(a) পেসেল ✓✓

(b) কোলেসনিক

(c) স্কিনার 

(d) থম্পসন

৫. ‘বুদ্ধি বংশগতির ওপর নির্ভর করে’ — এই তত্ত্বের প্রবক্তা হলেন:

 (a) ইয়ার্কস ✓✓

(b) স্পিয়ারম্যান

(c) স্কিনার 

(d) থার্স্টোন

৬. ‘শিশু স্থায়ী কোনও মনোভাব নিয়ে জন্মগ্রহণ করে না’ — এই তথ্যটি:

 (a) সম্পূর্ণ সত্য ✓✓

(b) আংশিক সত্য

(c) অসত্য 

(d) আংশিক অসত্য

৭. সামর্থ্য বলতে নীচের কোনটিকে বোঝায়?

(a) কর্ম ✓✓

(b) বুদ্ধি

(c) শিখন 

(d) স্মৃতি

৮. শিশুর সামাজিক বিকাশের ক্ষেত্রে কোনটি অনুঘটক রূপে কাজ করে?

(a) সামাজিকীকরণ প্রক্রিয়া ✓✓

(b) নৈতিকতা

(c) লালনপালন 

(d) বয়স

৯. সামাজিক সঙ্গতিবিধানের পরিপ্রেক্ষিতে, প্রারম্ভিক পরিপূর্ণতা হল —

 (a) পুরুষদের মধ্যে লাভজনক ✓✓

(b) মহিলাদের মধ্যে লাভজনক

(c) পুরুষদের ক্ষেত্রে হানিকর 

(d) পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে হানিকর

১০. স্ট্যানফোর্ড-বিনে বুদ্ধি-অভীক্ষার প্রশ্নসংখ্যা ছিল —

(a) ১২৯ টি ✓✓

(b) ১১২ টি

(c) ১২০ টি 

(d) ১৩৯ টি

১১. শিক্ষক শ্রেণিকক্ষে কি ধরনের পরিবেশ তৈরি করবেন?

(a) সাহায্যকারী 

(b) গণতান্ত্রিক

(c) বন্ধুত্বপূর্ণ 

(d) সবকটিই ✓✓

১২. শিক্ষক-শিক্ষিকারা যাতে ভারসাম্যহীন শিক্ষার্থীদের প্রতি বিশেষভাবে যত্ন নেন, সেই উদ্দেশ্যে তাদের — 

(a) বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে ✓✓

(b) বেতন বৃদ্ধি করা হয়েছে

(c) ছুটি কমানো হয়েছে 

(d) ছুটি বাড়ানো হয়েছে

১৩. পরিবেশের প্রভাবে প্রাণী যে প্রক্রিয়ায় নতুন অভিজ্ঞতাগুলিকে গ্রহণ করে তাকে কি বলে?

(a) উপযোজন ✓✓

(b) উপস্থাপন

(c) আত্তীকরণ 

(d) সংরক্ষণ

১৪. ‘জয়ের আনন্দই খেলার শ্রেষ্ঠ আকর্ষণ’ — উক্তিটি কার?

(a) উডওয়ার্ড ✓✓

(b) রাসেল

(c) ফ্রয়েড 

(d) বার্নাডশ

১৫. বৈশিষ্ট্যগুলির মধ্যে যেটি বধিরতার কারণে ব্যবহৃত হয় না, সেটি হল —

(a) দৈহিক বিকাশ ✓✓

(b) ভাষার বিকাশ

(c) সামাজিক বিকাশ 

(d) বৌদ্ধিক বিকাশ

১৬. চম্পা চাঁদের আলোয় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটি দড়িকে সাপ ভেবে চমকে উঠল। মনোবিজ্ঞানের ভাষায় একে কি বলে?

 (a) বিকৃত প্রত্যক্ষণ ✓✓

(b) প্রত্যভিজ্ঞা

(c) সংবেদন 

(d) কোনোটিই নয়

১৭. নার্সারি পর্বে শিশুর চেতনার প্রথম স্তর আছে —

 (a) অনীহা ✓✓

(b) বিদ্বেষ

(c) বন্ধুতা 

(d) বিরোধ

১৮. প্যাভলভ হলেন একজন —

(a) আচরণবাদী ✓✓

(b) কাঠামোবাদী

(c) ক্রিয়াবাদী 

(d) অনুষঙ্গবাদী

১৯. শিশুর বা ব্যক্তির আকার, আয়তন ও শুষ্ক ওজনের স্থায়ীভাবে বাড়াকে কি বলে?

(a) বৃদ্ধি ✓✓

(b) বিকাশ

(c) সমৃদ্ধি 

(d) উন্নয়ন

২০. বুদ্ধির সাধারণ উপাদানকে বলা হয় —

(a) G ফ্যাক্টর ✓✓

(b) B ফ্যাক্টর

(c) A ফ্যাক্টর 

(d) L ফ্যাক্টর

২১. ক্ল্যাসিকাল কন্ডিশনিং-এর আর এক নাম হল —

(a) প্রাচীন অনুবর্তন ✓✓

(b) সক্রিয় অনুবর্তন 

(c) যান্ত্রিক অনুবর্তন 

(d) আধুনিক অনুবর্তন

২২. ‘The aim of education is development, the process of education is development’ — উক্তিটি কার?

(a) ফ্রয়েবেল ✓✓

(b) মন্তেসরি

(c) রুশো 

(d) পেস্তালৎসি

২৩. ব্যক্তির জীবনবিকাশ ঘটে কার মাধ্যমে?

(a) পরিণমন ও শিখন ✓✓

(b) পরিমাপ ও মূল্যায়ন

(c) শিখন ও পুনরুদ্রেক 

(d) আচরন ও অনুশীলন

২৪. পরিণমন একটি —

(a) জৈবিক প্রক্রিয়া ✓✓

(b) কৃত্রিম প্রক্রিয়া

(c) মনস্তাত্ত্বিক প্রক্রিয়া 

(d) অভ্যাস সাপেক্ষ প্রক্রিয়া

২৫. মনোভাব গঠনের ক্ষেত্রে কোনটির ভূমিকা সবচেয়ে কম?

(a) সহানুভূতি ✓✓

(b) যান্ত্রিক শিখন

(c) অনুকরণ 

(d) প্রাচীন সাপেক্ষীকরণ

২৬. শিশুর বিকাশ সম্পূর্ণ হয় যে দশায়, তা হল —

(a) বার্ধক্য ✓✓

(b) বাল্যকাল 

(c) কৈশোর 

(d) নবজাতকাল

২৭. কোন সময়ে প্লাজমার গ্রোথ হরমোনের মাত্রা সর্বাপেক্ষা বেশি থাকে?

(a) বয়ঃসন্ধিকালে ✓✓

(b) নবজাতকালে

(c) শৈশব অবস্থায় 

(d) বার্ধক্যে

২৮. স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে যে তত্ত্ব দেন সেটি হল —

(a) দ্বি-উপাদান তত্ত্ব ✓✓

(b) এক উপাদান তত্ত্ব

(c) ত্রি-উপাদান তত্ত্ব 

(d) বহু উপাদান তত্ত্ব

২৯. সহযোগিতার চাহিদা একটি —

(a) সামাজিক চাহিদা ✓✓

(b) মানসিক চাহিদা

(c) দৈহিক চাহিদা 

(d) প্রাক্ষোভিক চাহিদা

৩০. যেসব শিশুর চাহিদা সাধারণত শিশুদের তুলনায় আলাদা, তারা হল —

(a) ব্যতিক্রমী শিশু ✓✓

(b) প্রতিবন্ধী শিশু

(c) পশ্চাদপদ শিশু 

(d) কোনোটিই নয়

Leave a Comment