শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF – চাইল্ড পেডাগগি – Child Education and Child Psychology Questions Answers

Rate this post

শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF – চাইল্ড পেডাগগি – Child Education and Child Psychology Questions Answers: আজকের পোস্টে শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF – চাইল্ড পেডাগগি প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে শিশু বিকাশ ও পেডাগজি বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। প্রাইমারি টেট, সিটেট, আইসিডিএস প্রভৃতি পরীক্ষার প্রস্তুতিতে এই প্রশ্নগুলি আপনাদের ভীষণভাবে সাহায্য করবে।

শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF – চাইল্ড পেডাগগি – Child Education and Child Psychology Questions Answers

০১) নিম্নে উল্লিখিত মনোবিদগণের মধ্যে কে বা কারা বুদ্ধির উপর সামগ্রিক সংজ্ঞা দিয়েছেন?

উত্তর. ডেভিড ভেক্সলার, স্টুডার্ড

০২) তোমার মতে নীচের কোন্ কোন্‌গুলি প্রতিভাবানদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত?

উত্তর. পৃথক বিদ্যালয়, মেধাভিত্তিক শ্রেণিকরণ, সমৃদ্ধ শিক্ষা কর্মসূচি

০৩) OBC (অন্যান্য পশ্চাৎপদ শ্রেণি)-তে কারা অন্তর্ভুক্ত ?

উত্তর.  যেসব সম্প্রদায়ের অধিকাংশই জমিহীন কৃষক হিসাবে কাজ করে,  সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যারা সামাজিক এবং শিক্ষাগত দিক থেকে পিছিয়ে আছে, যেসব সম্প্রদায় সামাজিক শ্রেণি পর্যায়ে নিম্নস্থানে অবস্থান করে

০৪) ‘প্রতিটি শিক্ষার্থী অন্যান্য’ এর অর্থ হল—

উত্তর. কোনো দুজন শিক্ষার্থী ক্ষমতা, আগ্রহ এবং প্রতিভার ক্ষেত্রে এক হয় না

০৫) পিয়াজেঁ প্রজ্ঞামূলক বিকাশে কটি স্তরের কথা বলেছেন ?

উত্তর. চারটি

০৬) মনোবিজ্ঞানের উপর গবেষণাগার সর্বপ্রথম কে এবং কোথায় স্থাপন করেছিলেন ?

উত্তর. ডব্লিউ ভুন্ড জার্মানির লাইপজিগ শহরে

০৭) বিকাশ শুরু হয়—

উত্তর.  প্রাক্‌-জন্মকাল থেকে

০৮) শিখনে সাহায্যকারী শিখন সংক্রান্ত উপাদানগুলি হল কি কি ?

উত্তর. বিভিন্ন শিখনীয় বিষয়ের মধ্যে সহ-সম্পর্ক এবং শিখনীয় বিষয় ও ব্যাবহারিক জীবনে তার প্রয়োজনীয়তা, যত অধিক সংখ্যক ইন্দ্রিয়কে ব্যবহার, ফিডব্যাক ও শক্তিদায়ী উদ্দীপকের ব্যবহার

০৯) সামাজিকীকরণ  কি ?

উত্তর. একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া

১০)  বংশগতির ‘একক” কাকে বলে ?

উত্তর. জিন

১১)  অ্যাসেসমেন্টের নীতি হল—

উত্তর. কার্যকরী ফিডব্যাক সরবরাহ করা, শিক্ষকের প্রয়োজন মতো পাঠদান পদ্ধতি পরিবর্তন করা, আদর্শ মান নির্ণয় করা

১২) একটি ছাত্র তার সমবয়সিদের প্রতি আক্রমণাত্মক আচরণ করে এবং নিয়মশৃঙ্খলা মানে না। ছাত্রটির সাহায্য প্রয়োজন—

উত্তর. অনুভূতিমূলক মাত্রায়

১৩)  ব্যক্তিগত পার্থক্যের পরিবেশের প্রভাব অবহিত হতে গেলে—

উত্তর. প্রয়োজন হল সমকোশী যমজ ভিন্ন পরিবেশে মানুষ হয়েছে তাদের উপর পরীক্ষা

১৪) শ্রেণিকক্ষেশৃঙ্খলা বজায় রাখার কার্যকরী পদ্ধতি হল—

উত্তর. ছাত্রদের প্রয়োজন অনুযায়ী কর্মসূচি গ্রহণ

১৫) সামাজিক যোগাযোগের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কি ?

উত্তর.  ভাষা

১৬) ব্রুনার তাঁর আবিষ্কারমূলক তত্ত্বে শিক্ষকের ভূমিকা সম্পর্কে কি  বলেছেন ?

উত্তর.   শিক্ষার্থীদের শিখন প্যাকেজ দেওয়া প্রয়োজন

১৭) একটি শিশুকে শিক্ষায় পশ্চাৎপদ বলতে পারি যদি-

উত্তর.  তার পারদর্শিতা শ্রেণিকক্ষের নীচের দিকে থাকে

১৮) শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপের উদ্দেশ্য কি কি ?

উত্তর. শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয়, শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করা, সংশোধনমূলক শিক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট করা

১৯) বুদ্ধি হল বিমূর্ত চিন্তা করার ক্ষমতা, সংজ্ঞাটি দিয়েছেন—

উত্তর.  টারম্যান

২০) অ্যাসেসমেন্ট-এর প্রধান উদ্দেশ্য হওয়া উচিত—

উত্তর.  শিক্ষার্থীর পারদর্শিতা পরিমাপ করা

২১) দেহের কোন্ অংশের সঞ্চালন প্রাক্ষোভিক বহিঃপ্রকাশে অধিক শক্তিশালী ?

উত্তর.  মুখের অভিব্যক্তি

২২) ভাষাগত পার্থক্যের কারণেই বিভিন্ন ব্যক্তি বাস্তবকে ভিন্ন চোখে দেখে কার বক্তব্য ?

উত্তর. Sapir R Whorf

২৩) একক অভীক্ষায় থাকবে—

উত্তর.  কোন ধরনের প্রশ্নের সংখ্যা সর্বাধিক থাকবে তা নির্ভর করে শিক্ষণ উদ্দেশ্যের উপর

২৪) বংশগতির ক্ষুদ্রতম একক কি ?

উত্তর. জিন

২৫) জ্ঞানার্জনের কোন্ পর্যায়ে প্রক্ষোভের গুরুত্ব সবচেয়ে অধিক ?

উত্তর.  প্রেষণা

২৬) কাজের মধ্যেই আনন্দ—এই ধরনের বক্তব্য কোন্ প্রেষণার কথা স্মরণ করায় ?

উত্তর. অভ্যন্তরীণ প্রেষণা

২৭) পশ্চাৎপদ শ্রেণি বলতে কাদের বোঝায়  ?

উত্তর.  SC এবং ST

২৮) শিখনের জন্য অনুকূল পরিবেশ হল—

উত্তর.উপযুক্ত বসার ব্যবস্থা, সহযোগিতা এবং প্রতিযোগিতামূলক দলীয় ব্যবস্থা,  শ্রেণিকক্ষে উপযুক্ত সমাজমনস্তত্ত্বমূলক আবহাওয়া

২৯) বিকাশের ফলে কি ঘটে ?

উত্তর. চার রকমের পরিবর্তন ঘটে শারীরিক এবং মানসিক পরিবর্তন, আনুপাতিক পরিবর্তন, পুরোনো বৈশিষ্ট্যগুলির বিলুপ্তি এবং নতুন বৈশিষ্ট্য আয়ত্তীকরণ

৩০)  ব্যক্তিগত পার্থক্য নীতি শিক্ষাব্যবস্থাকে  কি করে তুলেছে ?

উত্তর. জটিল করে তুলেছে, ব্যয়বহুল করেছে, গতিশীল করেছে

Leave a Comment