Current Affairs 2023 In Bengali 5th January – 5th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

Rate this post

Current Affairs 2023 In Bengali 5th January: It is very important for all WBPSC exams like WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Food SI, etc, and also for other exams like Rail, Bank, Staff Selection Commission, IB, and LIC exams. gksolve.in provides Daily Current Affairs in Bengali 2023 (5th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স) for all competitive exams.

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Current Affairs 2023 In Bengali 5th January – 5th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয় প্রতি বছর ৪ঠা জানুয়ারি।

2. কর্ণাটকে Central Detective Training Institute-এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন অমিত শাহ।

3. চীনের নতুন এবং কনিষ্ঠতম বিদেশ মন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন Qin Gang.

4. Indian Library Congress-এর উদ্বোধন করলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ী বিজয়ন।

5. 2022 সালের ডিসেম্বর ৭.৮২ বিলিয়ন বিলিয়ন ট্রানজেকশন প্রসেস করে রেকর্ড গড়লো UPI.

6. ক্রিকেটে সিলেকশন ক্রাইটেরিয়া হিসাবে Yo Yo Test এবং Dexa আনছে BCCI.

7. ২০২৩ সালের প্রথম ৬ মাস Council of European Union-এ সভাপতিত্ব করবে সুইডেন।

৪. নাগপুরে 108th Indian Science Congress-এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী।

9. BharatPe কোম্পানির CEO পদ থেকে পদত্যাগ করলেন সুহেল সমীর।

10. ২০২২ সালে ভারতের কফি রপ্তানি ৪ লক্ষ টন বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন:

Leave a Comment