গ্রামীণ বসতি ও পৌর বসতির পার্থক্য

Rate this post

গ্রামীণ বসতি ও পৌর বসতির পার্থক্য: পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে মানুষ কোন অঞ্চলে যখন সম্মিলিত আশ্রয়স্থল গড়ে তোলে, যেখানে মানুষ তার দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করে এবং যাতায়াতের পথ তৈরি করে তখন তাকে জনবসতি বলা হয়। মানুষের কার্যাবলী উপর ভিত্তি করে জনবসতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় গ্রামীণ বসতি ও পৌর বসতি। এখানে গ্রামীণ বসতি ও পৌর বসতির মধ্যে পার্থক্য গুলি সম্পর্কে আলোচনা করা হলো।

1) সংজ্ঞা গত পার্থক্য

  • পঞ্চায়েত শাসনব্যবস্থা অন্তর্গত যে ছোট প্রশাসনিক এলাকায় বসতিগুলো বিক্ষিপ্ত বা গোষ্ঠীবদ্ধ ভাবে প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী ওপর নির্ভর করে গড়ে ওঠে তাকে গ্রামীণ বসতি বলে
  • পৌর শাসন ব্যবস্থার অধীনে ঘন জনবসতি সম্পন্ন যে জনবসতি গড়ে ওঠে, তাকে পৌর বসতি বলে।

2) গঠনগত পার্থক্য 

  • গ্রামীণ বসতি অঞ্চলে বাড়িগুলো অপেক্ষাকৃত বেশি ফাঁকা ফাঁকা পাবে অবস্থিত এবং আয়তনে ছোট হয়। 
  • পৌর বসতি অঞ্চলে বাড়িগুলি বেশ ঘন সন্নিবিষ্ট ও বহুতলবিশিষ্ট হয় এবং আয়তন গত দিক থেকেও যথেষ্ট বড়ো হয়। 

3) অর্থনৈতিক ভিত্তি

  • গ্রামীণ বসতির অর্থনৈতিক ভিত্তি প্রাথমিক অর্থনৈতিক কাজের উপর নির্ভরশীল। যেমন – কৃষিকাজ পশুপালন, মৎস্য শিকার প্রভৃতি।
  • পৌর জনবসতির অর্থনৈতিক ভিত্তি হল দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলি। যেমন – শিল্প, ব্যবসা-বাণিজ্য প্রভৃতি।

4) জনঘনত্বের পার্থক্য

  • গ্রামীণ বসতির জনঘনত্ব পৌর এলাকা থেকে অনেক কম হয়।
  • পৌর এলাকার জনগণ তো গ্রামীণ বসতির চেয়ে অনেক বেশি ।

5) প্রাকৃতিক পরিবেশের নিয়ন্ত্রণ

  • গ্রামীণ বসতির কাজকর্ম বেশিরভাগ প্রাকৃতিক পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত হয়। 
  • পৌর বসতির কাজকর্ম গ্রামীণ বসতির মত বেশি পরিমাণে প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় না।

6) শাসনতন্ত্র

  • গ্রামীণ শাসনতন্ত্র পঞ্চায়েত দ্বারা পরিচালিত হয়।
  • পৌর বসতি শাসনতন্ত্র পৌরসভার দ্বারা চালিত হয়।

7) জনবসতির বিন্যাস

  • গ্রামীণ বসতি সাধারণত বিক্ষিপ্ত ও গোষ্ঠীবদ্ধ প্রকৃতির হয়ে থাকে। 
  • পৌর বসতি প্রধানত গোষ্ঠীবদ্ধ বা পিন্ড আকৃতির হয়ে থাকে।

8) পেশাগত পার্থক্য

  • পেশাগত দিক থেকে গ্রামীণ জনবসতি পৌর বসতির থেকে স্বতন্ত্র। গ্রামীণ জনগণ মূলত কৃষিকাজ, মৎস্য শিকার, বনজ সম্পদ সংগ্রহ ও ছোট ছোট কুটির শিল্পের সঙ্গে যুক্ত। 
  • পেশাগত দিক থেকে পৌর বসতি গ্রামীণ বসতির থেকে অনেক উন্নত। পুরো জনসাধারণ বিভিন্ন শিল্প কর্ম, প্রশাসনিক কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, সরকারি-বেসরকারি প্রভৃতি কাজের সঙ্গে যুক্ত থাকে। 

9) পরিবহন ও যোগাযোগ

  • গ্রামীণ বসতির পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত নয়। এখানে কাঁচা রাস্তার সংখ্যায় বেশি।
  • পৌর বসতি পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। আধুনিক পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপস্থিতি থাকে।

Leave a Comment