বিশ্বের বিভিন্ন শ্রেণীর হ্রদ – Different lakes of the world

Rate this post

বিশ্বের বিভিন্ন শ্রেণীর হ্রদ: হ্রদ হল ভূ-বেষ্টিত লবণাক্ত বা মিষ্টি স্থির পানির বা জলের বড় আকারের জলাশয়। হ্রদ উপসাগর বা ছোট সাগরের মত কোন মহাসমুদ্রের সাথে সংযুক্ত নয়, তাই এতে জোয়ার ভাটা হয় না। বিভিন্ন ভূ-তাত্ত্বিক কারণে মাটি নিচু হয়ে হ্রদের সৃষ্টি হতে পারে। স্তরীভূত শিলায় ভাঁজের সৃষ্টি হয়ে, অনেক বড় আকারের শিলাস্তর ফাটলের আকারে স্থানচ্যুত হলে, কিংবা ভূমিধ্বসের ফলে পাহাড়ী নদীর গতিপথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে হ্রদের সৃষ্টি হতে পারে। এছাড়া হিমবাহের মাধ্যমেও অনেক হ্রদ তৈরি হয়। হিমবাহগুলি এদের গতিপথে ভূ-পৃষ্ঠে গভীর খাঁজের সৃষ্টি করে এবং পরবর্তীতে কোন কারণে হিমবাহগুলি সরে গেলে এসব স্থানে হ্রদের সৃষ্টি হয়। উত্তর আমেরিকার অনেক হ্রদ এভাবেই তৈরি হয়েছে।

সরাসরি বৃষ্টিপাত ও হ্রদে পতিত হওয়া নদী বা জলধারা হ্রদে পানির বা জলের সরবরাহ করে। বৃহত্তর ভৌগোলিক কালের প্রেক্ষাপটে হ্রদগুলি গঠিত হয়েছে, অদৃশ্য হয়েছে ও আবার গঠিত হয়েছে। ঊষর জলবায়ু অঞ্চলে হ্রদ শুকিয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়। স্বল্প-বৃষ্টিপ্রবণ অঞ্চলে ঋতুভদে হ্রদগুলি পানিতে ভরাট হয় ও আবার বহুদিনের জন্য শুকিয়ে যায়।

যেসমস্ত হ্রদে বাষ্পীভবন হার বেশি ও পানি বা জল উপচে পড়ার প্রবণতা কম, সেগুলিতে পানিতে দ্রবীভূত উপাদানগুলির ঘনত্ব বেড়ে যায় এবং এদের মধ্যে প্রধান উপাদানের প্রকৃতির উপর ভিত্তি করে অনেক সময় হ্রদের শ্রেণীবিভাগ করা হয়। যেমন লবণ হ্রদগুলির মূল দ্রব হচ্ছে সাধারণ লবণ, তিক্ত হ্রদগুলির মূল দ্রব হচ্ছে বিভিন্ন সালফেট; ক্ষারীয় হ্রদগুলিতে কার্বনেট; বোরাক্স হ্রদে বোরেট, ইত্যাদি।

সমুদ্র সমতল থেকে যেকোন উচ্চতাতেই হ্রদ গঠিত হতে পারে। সারা বিশ্বের হ্রদগুলি বিভিন্ন উচ্চতায় অবস্থিত।

বিশ্বের প্রায় অর্ধেক হ্রদ কানাডাতে অবস্থিত। উচ্চ অক্ষাংশের অঞ্চলে, বিশেষত পার্বত্য অঞ্চলে, যেখানে হিমবাহের ক্রিয়ার সম্ভাবনা আছে, সেখানে প্রচুর হ্রদ দেখা যায়।

অনেক হ্রদ মাছ ও খনিজ পদার্থের উৎস হিসেবে, অবকাশ কেন্দ্র হিসেবে ও অন্যান্য দিক থেকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। কাস্পিয়ান সাগর, সুপিরিয়র হ্রদ ও ভিক্টোরিয়া হ্রদ বিশ্বের বৃহত্তম তিনটি হ্রদ। এদের মধ্যে কাস্পিয়ান সাগর সবচেয়ে বড় ও এর আয়তন ৩,৭০,৯৯৮ বর্গ কিলোমিটার। মৃত সাগর বিশ্বের নিম্নতম হ্রদ; এটি সমুদ্র তলদেশের ৪০৮ মিটার নিচে অবস্থিত। বৈকাল হ্রদ বিশ্বের গভীরতম মিষ্টি পানির হ্রদ; এটি সর্বোচ্চ ১৬৩৭ মিটার পর্যন্ত গভীর।

০১. পৃথিবীর দীর্ঘতম হ্রদ : আফ্রিকার টাঙ্গানিকা হ্রদ (দীর্ঘ প্রায় ৩৫০ কিমি)

০২. ভারতের বৃহত্তম উপহ্রদ : চিল্কা হ্রদ

০৩. ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ : উলার হ্রদ (কাশ্মীর)

০৪. ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ : রাজস্থানের সম্বর হ্রদ 

০৫. ভারতের উচ্চতম লবনাক্ত হ্রদ : লাডাকের প্যাঙ্গং হ্রদ (উচ্চতা- ১৪,২৫৬ ফুট)

০৬. পৃথিবীর বৃহত্তম উপহ্রদ : দো- পতো

০৭. কৃত্তিম উপায়ে সৃষ্ট হ্রদ : চম্বল নদীর রানা প্রতাপ সাগর, ভাকরা বাঁধ এর গোবিন্দ সাগর , মিশরের নাসের সাগর 

০৮. লবণাক্ত জলের হ্রদ : ভারতের সম্বর, পুষ্কর, মধ্য এশিয়ার মরুসাগর, আরল সাগর, কাস্পিয়ান সাগর, আফ্রিকার চাঁদ 

০৯. পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ : সুপিরিয়র হ্রদ 

১০. হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট হ্রদ : হেমকুণ্ড ও রূপকুন্ড হ্রদ

১১. নদীতে ভাসমান উদ্ভিদ দ্বারা সৃষ্ট হ্রদ : নীলনদের সাড জলাভূমি 

১২. অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট লাভা সঞ্চিত হ্রদ : আইসল্যান্ডের মাইভত্ন হ্রদ

১৩. ব-দ্বীপ হ্রদ : কৃষ্ণা ও গোদাবরী নদীর মধ্যবর্তী কোলের হ্রদ

১৪. বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট হ্রদ : রাজস্থানের সম্বর, দিদওয়ানা হ্রদ

১৫. অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট লাভা আবদ্ধ হ্রদ : জর্ডান উপত্যকার গ্যালিলি হ্রদ, অবিসিনিয়ার টানা হ্রদ, নিউজিল্যান্ডের টাউপো হ্রদ

১৬. অবনমনের ফলে গঠিত হ্রদ : ভারতের উলার হ্রদ, আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদ 

১৭. পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ : মরু সাগর

১৮. পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ : কাস্পিয়ান সাগর 

১৯. পৃথিবীর নিম্নতম হ্রদ : জর্ডন ও ইসরাইল সীমান্তে অবস্থিত মরুসাগর সমুদ্র সমতল থেকে ৩৯৬ মিটার নিচে অবস্থিত 

২০. পোলাজি/কাস্ট হ্রদ (চুনাপাথর ও ডলোমাইট যুক্ত অঞ্চল) : যুগোস্লাভিয়ার স্কুটারী হ্রদ

Leave a Comment