পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ-নদী তালিকা

Rate this post

পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ-নদী তালিকা: আজ পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ নদীর তালিকা PDF টি দিচ্ছি, যেটিতে পশ্চিমবঙ্গের কোন জেলায় কোন কোন নদী আছে সেই তথ্য রয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারী চাকরির পরীক্ষাতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বিভিন্ন নদীর তালিকা থেকে প্রশ্ন আসে। যেমন:- তিস্তা কোন কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় গঙ্গা নদী রয়েছে? ইত্যাদি।

পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ-নদী তালিকা

দার্জিলিং

  • তিস্তা
  • জলঢাকা
  • গিস
  • মেচি
  • নবুচ
  • মহানন্দা

জলপাইগুড়ি

  • তিস্তা
  • তোর্সা
  • জলঢাকা
  • রায়ডাক
  • কালজানি
  • সংকোষ
  • মুজনাই
  • করুনা
  • করলা
  • নেওড়া
  • মহানন্দা

কোচবিহার

  • তিস্তা
  • তোর্সা
  • রায়ডাক
  • জলঢাকা
  • কালিন্দী
  • সংকোষ
  • কালজানি

উত্তর দিনাজপুর

  • মহানন্দা
  • কুলিক
  • আন্নাই
  • নাগর
  • গামর

দক্ষিন দিনাজপুর

  • মহানন্দা
  • আত্রাই
  • পুনর্ভবা
  • অঙ্গন
  • টাঙ্গন

মালদা

  • গঙ্গা
  • কালিন্দী
  • মহানন্দা
  • পাগল
  • হিরমতী
  • টাঙ্গন
  • নাগরা
  • পুনর্ভবা

মুর্শিদাবাদ

  • ভাগীরথী
  • ভৈরব
  • জলঙ্গী
  • ময়ুরাক্ষী
  • দ্বারকা
  • পিয়ালমারা
  • ব্রাহ্মণী

বীরভুম

  • বক্রেশ্বর
  • দ্বারকেশ্বর
  • ব্রাহ্মণী
  • ময়ুরাক্ষী
  • পাগলা
  • কুলা
  • শাল
  • হিংলা
  • অব্যয়
  • দ্বারকা

বর্ধমান

  • ভাগীরথী
  • বাঁকা
  • ব্রাহ্মণী
  • অব্যয়
  • দামোদর
  • বরাকর

নদিয়া

  • ইছামতি
  • চুর্নী
  • জলঙ্গী
  • ভাগীরথী
  • ভৈরব
  • মাথাভাঙ্গা

উত্তর ২৪ পরগনা

  • ইছামতি
  • যমুনা
  • বিদ্যাধরী
  • কালিন্দী
  • রায়মঙ্গল

দক্ষিন ২৪ পরগনা

  • মাতলা
  • বিদ্যাধরী
  • সপ্তমুখী
  • গোসাবা
  • হাঁড়িভাঙ্গা
  • কালিন্দী
  • রায়মঙ্গল

হুগলি

  • দামোদর
  • রূপনারায়ণ
  • দ্বারকেশ্বর
  • মুন্ডেশ্বরী
  • হুগলি
  • সরস্বতী
  • কুন্তি
  • বেহুলা

বাঁকুড়া

  • দামোদর
  • দ্বারকেশ্বর
  • কংসাবতী
  • গন্ধেশ্বরী
  • শিলাবতী

পুরুলিয়া

  • দ্বারকেশ্বর
  • কংসাবতী
  • দুধভরিয়া
  • ঢাকা
  • কুমারী
  • দামোদর
  • কুবরু
  • হনুমতী

পূর্ব মেদিনীপুর

  • রূপনারায়ণ
  • হলদি
  • সুবর্ণরেখা
  • ধালডেল
  • দ্বারকেশ্বর
  • রসুলপুর

পশ্চিম মেদিনীপুর

  • সুবর্ণরেখা
  • দ্বারকেশ্বর
  • শিলাই
  • কাঁসাই

হাওড়া

  • হুগলি
  • রূপনারায়ণ
  • দামোদর

কলকাতা

  • হুগলি

পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ-নদী তালিকা

জেলানদ-নদী
দার্জিলিংতিস্তা, জলঢাকা, গিস,মেচি, নবুচ, মহানন্দা
জলপাইগুড়িতিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাক, কালজানি, সংকোষ, মুজনাই, করুনা, করলা, নেওড়া, মহানন্দা
কোচবিহারতিস্তা, তোর্সা, রায়ডাক, জলঢাকা, কালিন্দী, সংকোষ, কালজানি
উত্তর দিনাজপুরমহানন্দা, কুলিক, আন্নাই, নাগর, গামর
দক্ষিন দিনাজপুরমহানন্দা, আত্রাই, পুনর্ভবা, অঙ্গন, টাঙ্গন
মালদাগঙ্গা, কালিন্দী, মহানন্দা, পাগল, হিরমতী, টাঙ্গন, নাগরা, পুনর্ভবা
মুর্শিদাবাদভাগীরথী, ভৈরব, জলঙ্গী, ময়ুরাক্ষী, দ্বারকা, পিয়ালমারা, ব্রাহ্মণী
বীরভুমবক্রেশ্বর, দ্বারকেশ্বর, ব্রাহ্মণী, ময়ুরাক্ষী, পাগলা, কুলা, শাল, হিংলা, অব্যয়, দ্বারকা
বর্ধমানভাগীরথী, বাঁকা, ব্রাহ্মণী, অজয়, দামোদর, বরাকর
নদিয়াইছামতি, চুর্নী, জলঙ্গী, ভাগীরথী, ভৈরব, মাথাভাঙ্গা
উত্তর ২৪ পরগনাইছামতি, যমুনা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল
দক্ষিন ২৪ পরগনামাতলা, বিদ্যাধরী, সপ্তমুখী, গোসাবা, হাঁড়িভাঙ্গা, কালিন্দী, রায়মঙ্গল
হুগলিদামোদর, রূপনারায়ণ, দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী, হুগলি, সরস্বতী, কুন্তি, বেহুলা
বাঁকুড়াদামোদর, দ্বারকেশ্বর, কংসাবতী, গন্ধেশ্বরী, শিলাবতী
পুরুলিয়াদ্বারকেশ্বর, কংসাবতী, দুধভরিয়া, ঢাকা,কুমারী, দামোদর, কুবরু, হনুমতী
পূর্ব মেদিনীপুররূপনারায়ণ, হলদি, সুবর্ণরেখা, ধালডেল, দ্বারকেশ্বর, রসুলপুর
পশ্চিম মেদিনীপুরসুবর্ণরেখা, দ্বারকেশ্বর, শিলাই, কাঁসাই
হাওড়াহুগলি, রূপনারায়ণ, দামোদর
কলকাতাহুগলি

Leave a Comment