শিক্ষা সংক্রান্ত কিছু বিখ্যাত উক্তি – শিক্ষামূলক উক্তি – শিক্ষণীয় বাণী: সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞানলাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে। তবে শিক্ষা হল সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন। বাংলা শিক্ষা শব্দটি এসেছে ’শাস’ ধাতু থেকে। যার অর্থ শাসন করা বা উপদেশ দান করা। অন্যদিকে শিক্ষার ইংরেজি প্রতিশব্দ এডুকেশন এসেছে ল্যাটিন শব্দ এডুকেয়ার বা এডুকাতুম থেকে। যার অর্থ বের করে আনা অর্থাৎ ভেতরের সম্ভাবনাকে বাইরে বের করে নিয়ে আসা বা বিকশিত করা।
শিক্ষা সংক্রান্ত কিছু বিখ্যাত উক্তি – শিক্ষামূলক উক্তি – শিক্ষণীয় বাণী
১. “শিক্ষা হল মানুষের মহত্বের প্রকাশ” – স্বামী বিবেকানন্দ
২. “বুদ্ধি হল বিমূর্ত চিন্তনক্ষমতা” – টারম্যান।
৩. “মনোবিজ্ঞান হল মনের বিজ্ঞান” – হোল্ডিং।
৪. “মনোবিজ্ঞান হল চেতনার বিজ্ঞান” – এংগেল।
৫. “মনো বিজ্ঞান হল মানুষের আচরণ সম্পর্কিত বিজ্ঞান” – জে.বি ওয়াটসন।
৬. “একজন আদর্শ মা একশো জন বিদ্যালয় শিক্ষকের সমান।” – জর্জ হারবার্ট।
৭. “জ্ঞান হল সকল প্রকার সম্পদের জননী।” –রুশো।
৮. “আগ্রহ হল সুপ্ত মনোযোগ।”– এনজেল।
৯. “মনোবিদ্যা আচরণ সম্বন্দধীয় বিজ্ঞান।” – ম্যাকডুগাল।
১০. “শিক্ষার লক্ষ হল সুস্থ দেহে সুস্থ মন তৈরি কর।” –এরিস্টটল।
১১. “মন বিজ্ঞান হল আত্মার বিজ্ঞান।” – এরিস্টটল।
১২. “শিক্ষার লক্ষ হল দেহ ; মন ও আত্মার সর্ব শ্রেস্ট গুণ গুলির সুসামঞ্জস্য বিকাশ সাধন।” – মহত্মা গান্ধী
১৩. “আমি মনোবিজ্ঞান সম্মত শিক্ষা চাই।” –পেশটালৎ সি।
১৪. “শিক্ষার লক্ষ হল সামাজিক কার্যকারিতার জন্য যোগ্যতা অর্জন করা।” – ডিইউ।
১৫. “শিক্ষার লক্ষ হল শিশুর অন্তর্নিহিত সত্বার পরিপূর্ণ বিকাশসাধন।”– স্বামী বিবেকানন্দ।