বায়ুর প্রচণ্ড চাপ মানুষের ওপর তেমন প্রভাব ফেলতে পারে না কেন?

Rate this post

বায়ুর প্রচণ্ড চাপ মানুষের ওপর তেমন প্রভাব ফেলতে পারে না কেন?

পৃথিবীর ওপরে যে বায়ুমণ্ডল রয়েছে তা পৃথিবীপৃষ্ঠের ওপর প্রচণ্ড চাপের সৃষ্টি করে যার পরিমান প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায় ১০৩৪ গ্রাম । এই প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও মানুষ কেন এই চাপের দ্বারা প্রভাবিত হয় না। তার কারণ হলো মানুষ তার রক্ত, কোশ ও মাংশ পেশির মধ্যে প্রচুর জল ও বাতাস ধারন করে আছে। যা পৃথিবীর বায়ুর চাপের সমান বিপরীত মুখী চাপ সৃষ্টি করে, একটি ভারসাম্য অবস্থায় নিয়ে আসে। তাই আমরা এই প্রচণ্ড বায়ুর চাপের দ্বারা প্রভাবিত হয় না।

আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত কমতে থাকে । তাই যে সব যাত্রী বিমানে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখন বিমান যেই উচ্চতা দিয়ে যায় সেই উচ্চতার বায়ুচাপের সাথে ভারসাম্য রক্ষা করার জন্য বিমানের মধ্যবর্তী বায়ুচাপের পরিবর্তন ঘটানো হয়।

অনেক সময় দেখা যায়, বিমান সেবিকারা কোন কারণ বশত সেই বিমান মধ্যবর্তী বায়ুর চাপ নিয়ন্ত্রন করতে ভুলে যায়। ফলস্বরূপ বিমানযাত্রীদের নাক ও মুখ দিয়ে নিজে থেকেই রক্ত বেরোতে থাকে।

Leave a Comment