ভারতের বিখ্যাত মন্দির তালিকা – বিভিন্ন রাজ্যের প্রসিদ্ধ মন্দির

Rate this post

ভারতের বিখ্যাত মন্দির তালিকা – বিভিন্ন রাজ্যের প্রসিদ্ধ মন্দির: ভারতের বিখ্যাত মন্দির তালিকা PDF টি শেয়ার করছি, যেটিতে উল্লেখযোগ্য মন্দির এবং সেটি কোন রাজ্যে অবস্থিত তার সম্পূর্ণ তালিকা এখানে প্রকাশ করা হলো। বিভিন্ন চাকরীর পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। যেমন- দিলওয়ারা মন্দির কোন রাজ্যে অবস্থিত? মিনাক্ষী মন্দির কোথায় অবস্থিত?

ভারতের বিখ্যাত মন্দির তালিকা – বিভিন্ন রাজ্যের প্রসিদ্ধ মন্দির – Famous Temple in India GK

নংমন্দিররাজ্য
ভেঙ্কটেশ্বরা মন্দিরঅন্ধ্রপ্রদেশ
তিরুপতি মন্দিরঅন্ধ্রপ্রদেশ
কামাক্ষা মন্দিরআসাম
কোনার্ক সূর্য্য মন্দিরওড়িশা
জগন্নাথ মন্দিরওড়িশা
লিঙ্গরাজ মন্দিরওড়িশা
কাশী বিশ্বনাথ মন্দিরউত্তরপ্রদেশ
বদ্রীনাথ মন্দিরউত্তরাখণ্ড
গঙ্গোত্রী মন্দিরউত্তরাখণ্ড
১০যমুনেত্রী মন্দিরউত্তরাখণ্ড
১১কেদারনাথ মন্দিরউত্তরাখণ্ড
১২বিরূপাক্ষ মন্দিরকর্নাটক
১৩সবরীমালা মন্দিরকেরালা
১৪পদ্মনাভস্বামী মন্দিরকেরালা
১৫সোমনাথ মন্দিরগুজরাট
১৬দ্বারকাধীশ মন্দিরগুজরাট
১৭বৈষ্ণ দেবী মন্দিরজম্মু ও কাশ্মীর
১৮অমরনাথ মন্দিরজম্মু ও কাশ্মীর
১৯রঙ্গনাথস্বামী মন্দিরতামিলনাড়ু
২০মিনাক্ষী মন্দিরতামিলনাড়ু
২১নটরাজ মন্দিরতামিলনাড়ু
২২বৃহদিশ্বর মন্দিরতামিলনাড়ু
২৩অক্ষরধাম মন্দিরনিউ দিল্লি
২৪ইসকন মন্দিরনিউ দিল্লি
২৫লোটাস টেম্পেলনিউ দিল্লি
২৬স্বর্ণ মন্দিরপাঞ্জাব
২৭মহাবোধি মন্দিরবিহার
২৮মহাকালেশ্বর মন্দিরমধ্যপ্রদেশ
২৯খাজুরাহ মন্দিরমধ্যপ্রদেশ
৩০সাঁচি স্তুপমধ্যপ্রদেশ
৩১সিদ্ধিবিনায়ক মন্দিরমহারাষ্ট্র
৩২সাই বাবা মন্দিরমহারাষ্ট্র
৩৩দিলওয়ারা মন্দিররাজস্থান
৩৪জ্বালামুখী মন্দিরহিমাচলপ্রদেশ

Leave a Comment