বিভিন্ন দেশের সরকারি ঘোষণাপত্র তালিকা – List of Name of Government Documents: আজ বিভিন্ন দেশের সরকারী ঘোষণাপত্র তালিকাটি উপস্থাপন করছি, যেটিতে বিভিন্ন দেশের সরকারের প্রকাশিত সরকারী নথি বা ডকুমেন্টসের নাম তালিকাকারে দেওয়া হলো, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বিশেষ সাহায্য করবে| যেমন:- হোয়াইট বুক কোন দেশের সরকারী ঘোষণাপত্র?
বিভিন্ন দেশের সরকারি ঘোষণাপত্র তালিকা – List of Name of Government Documents
নং | দেশ | ঘোষণাপত্র |
---|---|---|
১ | ইরান | গ্রীন বুক |
২ | চীন | হোয়াইট বুক |
৩ | জাপান | গ্রে বুক |
৪ | জার্মানি | হোয়াইট বুক |
৫ | নেদারল্যান্ড | অরেঞ্জ বুক |
৬ | পর্তুগাল | হোয়াইট বুক |
৭ | ফ্রান্স | ইয়োলো বুক |
৮ | বেলজিয়াম | গ্রে বুক |
৯ | ব্রিটিশ | ব্লু বুক |
১০ | ভারত | হোয়াইট পেপার |